Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word টক ১ Bengali definition [টক্‌] (অব্যয়) ১ শুষ্ক কাষ্ঠাদির উপর মৃদু আঘাতজনিত শব্দ। ২ অতি শীঘ্র; মুহূর্তের মধ্যে; চটপট (টক করে চলে এসো)। টকটক১, টকটকাটক, টকাস (অব্যয়) উপর্যুপরি টক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টক ২ Bengali definition [টক্‌] (বিশেষণ) ১ অম্লস্বাদবিশিষ্ট; sour। ২ অম্বল; খাটা; চুকা;অম্লস্বাদ ব্যঞ্জন (তেঁতুলের টক)। ৩ অম্লরস। {(তৎসম বা সংস্কৃত) তক্র>(প্রাকৃত) তক্ক}
  • Bengali Word টকটক ২ Bengali definition [টক্‌টক্‌] (অব্যয়) ঘোর লাল রঙের ভাব প্রকাশক (লাল টকটকে চেহারা-মুনীর চৌধুরী)। টকটকে (বিশেষণ) ১ উজ্জ্বল। ২ ঘোর লাল; এমন প্রখর লাল যে চোখে লাগে (টকটকে লাল রং)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টকাটক Bengali definition [টকাটক্‌] (অব্যয়) , (ক্রিয়াবিশেষণ) চটপট; সঙ্গে সঙ্গে; তখন তখনই (কেরানি সর্টহ্যান্ডে টকাটক নোট লিখে নিলেন)। □(অব্যয়) ঘোড়ার ক্ষুরের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টকি, টকী Bengali definition [টোকি] (বিশেষ্য) সবাকটিত্র; ছায়াচিত্র; ছায়াছবি; বাকযুক্ত সিনেমা; বায়স্কোপ। {(ইংরেজি) Talkie}
  • Bengali Word টক্কর Bengali definition [টক্‌কর্‌] (বিশেষ্য) ১ হোঁচট; উছট (টক্কর খাওয়া)। ২ গুঁতা; ধাক্কা; সংঘর্ষ (সেই সুদর্শন যুবকের সঙ্গে তার টক্কর লেগেছিল-জগলুল হায়দার আফরিক)। ৩ প্রতিযোগিতা; যোগ্যতার লড়াই (আমার সঙ্গে টক্কর দেবার সাধ-আবুল ফজল)। ৪ ঠোকাঠুকি; বিসংবাদ। টক্কর দেওয়া (ক্রিয়া) ১ প্রতিযোগিতা করা (ইরান ইসলাম প্রচারের বহু পূর্বেই মিশরীদের সঙ্গে টক্কর দিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ কথার প্রতিবাদ করা। টক্করাটক্করি, টকরাটকরি (বিশেষ্য) ১ উভয় পক্ষের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা; দুই পক্ষে ক্ষমতার লড়াই। ২ ঠোকাঠুকি; বিসংবাদ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word অকন্টক Bengali definition [অকন্‌টক্‌] (বিশেষণ) ১ কাঁটা নেই এমন; কাঁটাশূন্য; নিষ্কন্টক। ২ (আলঙ্কারিক)বাধাহীন; উপদ্রবহীন; শত্রুহীন (পুনর্বার অকন্টক রাজ্যপ্রাপ্ত হইয়াছে ঈবি)।
  • Bengali Word আবেষ্টক Bengali definition [আবেশ্‌টকু] (বিশেষণ) পরিবেষ্টক। □ (বিশেষ্য) বেড়া; প্রাচীর। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবেস্ট্+অক(ণ্বুল্)}
  • Bengali Word ইষ্টক Bengali definition [ইশ্‌টক্] (বিশেষ্য) ইট। ইষ্টকখণ্ড (বিশেষ্য) ইটের টুকরা; ভাঙ্গা ইট। ইষ্টকজর্জর (বিশেষণ) ইষ্টকজীর্ণ; ইট ধ্বসে পড়েছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে এমন (গলির ভিতরকার ইষ্টজর্জর .... বাড়িগুলির-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইষ্টকালয় (বিশেষ্য) পাকাবাড়ি; দালান-কোঠা। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্+ত(ক্ত)+ক}
  • Bengali Word কঙ্কট , কঙ্কটক Bengali definition [কঙ্‌কট্, কঙ্‌কোটক্] (বিশেষ্য) যুদ্ধ সজ্জা; বর্ম; সাঁজোয়া (গলদেশে প্রতিমুক্ত, উরুকঙ্কটযুক্ত-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঙ্ক্ + অট(অটন্) +ক(কন্)}
  • Bengali Word কন্টক Bengali definition [কন্‌টোক্, কন্‌টক] (বিশেষ্য) ১ কাঁটা; লতা-গুল্ম বৃক্ষাদির ছুঁচালো অংশ বিশেষ। ২ মাছের কাঁটা; মাছের হাড়-পাঁজরা। ৩ ((আলঙ্কারিক)) বিঘ্ন; অন্তরায়; বাধা (আহারাদির ব্যবস্থায় পদে পদে কন্টক পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ((আলঙ্কারিক)) কলঙ্ক; অপবাদ; লজ্জা; নিন্দাজনিত দুঃখের হেতু বলিয়া অবাঞ্ছিত(কুলের কন্টক)। ৫ রোমাঞ্চ। ৬ ((আলঙ্কারিক)) শত্রু।কন্টকফল, কন্টকিফল, কন্টকীফল, কন্টফল, কন্টাফল, কন্টাল (বিশেষ্য) ১ কাঁঠাল। ২ কাঁঠাল গাছ।কন্টকময় (বিশেষণ) ১ কাঁটায় আচ্ছন্ন; কাঁটায় আকীর্ণ। ২ ((আলঙ্কারিক)) দুর্গম।কন্টকশয্যা (বিশেষ্য) ১ কন্টক বিছানো শয্যা; কন্টকে প্রস্তুত শয্যা। ২ যন্ত্রণাময় অবস্থা; দুঃসহ অবস্থা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্ট্+অক(ণ্বুল্)}
  • Bengali Word কপাটক Bengali definition [কপাটক্‌] (বিশেষ্য) হৃৎপিণ্ড মধ্যবর্তী রক্ত চলাচল নিয়ন্ত্রক-দুয়ার; valve । {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পট্‌+ণিচ্‌+অ(অণ্‌)+ক}
  • Bengali Word খেটক Bengali definition [খেটক্‌] (বিশেষ্য) ঢাল; ফলক (পাশাঙ্কুশ ঘন্টা খেটক শরাসন.....-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেট্‌+ক(কন্‌)}
  • Bengali Word ঘোটক Bengali definition [ঘোটোক্‌] (বিশেষ্য) ঘোড়া; অশ্ব। ঘোটকী (স্ত্রীলিঙ্গ)। ঘোটকারূঢ় (বিশেষণ) অশ্বপৃষ্ঠে আসীন; অশ্বারোহী; অশ্বে আরূঢ়। ঘোটকিনী (বিরল) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ঘোটকী; ঘুড়ি, ঘুড়ী (জিরাফের গলা তার ঘোটকিনী মুখ-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>√ঘুট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নাটক Bengali definition [নাটোক্‌] (বিশেষ্য) ১ অভিনয় ‍উপযোগী রচনা; দৃশ্যকাব্য। ২ অভিনেতা। □ (বিশেষণ) নর্তক (নাচিছে নাটক গাহিছে গায়ক-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাটকী (স্ত্রীলিঙ্গ)। নাটকিত (বিশেষণ) নাটক আকারে রচিত। নাটকীয় (বিশেষণ) ১ নাটকোচিত; নাটকসুলভ (নাটকীয় ভঙ্গি)। ২ নাটক সম্পর্কিত। ৩ কৃত্রিম হাবভাব-যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √নট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ফাটক Bengali definition [ফাটোক্‌](বিশেষ্য) ১ কারাগার; জেলখানা; হাজত; গারদ (ফাটকে আটক যত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কারাদণ্ড; জেল (একজন মোক্তারকে এই আইনে ছয়মাস ফাটক দিয়াছিলদীনবন্ধু মিত্র)। ৩ সিংহদ্বার; সদর দরজা; ফটক। ফাটক খাটা (ক্রিয়া) জেল খাটা; কারাদণ্ড ভোগ (আমি যে একমাস ফাটক খেটে এলেম-মীর মশাররফ হোসেন)। {(হিন্দি) ফাটক}
  • Bengali Word ত্রোটক Bengali definition [ত্রোটোক্‌] (বিশেষ্য) এক প্রকার দৃশ্যকাব্য (নাটক ত্রোটকের অভিনয় দেখতেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √ত্রুট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পাটক Bengali definition [পাটোক্‌] (বিশেষ্য) পাড়; কূল; উপকূল। ২ পাশাখেলায় দান বা গুটি চালনা। ৩ বাদ্যযন্ত্র বিশেষ; বাদ্যধ্বনি। ৪ গ্রামার্ধ; গ্রামের অর্ধেক। {(তৎসম বা সংস্কৃত) পাটি+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ষট্‌ক, ষটক Bengali definition [শট্‌ক, শটোক্‌] (বিশেষ্য) ১ সনেটের শেষ ছয় চরণ। ২ ছয় সংখ্যা। ৩ কবিরাজি ছয়টি দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) ষষ্‌+ক(কন্‌)}
  • Bengali Word পিষ্টক Bengali definition [পিশ্‌টক্‌] (বিশেষ্য) ১ পিঠা। ২ চোখের রোগ। {(তৎসম বা সংস্কৃত) পিষ্ট+ক(কন্‌)}
  • Bengali Word অকন্টকে Bengali definition (ক্রিয়া (বিশেষণ)নিরাপদে; নির্বিঘ্নে; বিনাবাধায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কন্টক;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুঘটক Bengali definition [ওনুঘটোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) প্রভাবক; catalyst (যে সব পদার্থ রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ না করিয়াও ঐ ক্রিয়াকে সাহায্য করিতে পারে; তাহাদিগকে অনুঘটক বা প্রভাবক বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত)অনু +ঘটক; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word আঁটকুড়া, আঁটকুড়ো, আঁটকুড়ে Bengali definition [আঁট্কুড়া, আটকুড়ো, আটকুড়ে] (বিশেষণ) ১ পুত্রহীন; নিঃসন্তান (পুত্র না থাকিলে লোকে বলে আঁটকুড়া-কৃত্তিবাস ওঝা; মনেতে করছিলা যদি করবা আঁচকুড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ২ পুত্র কন্যাদি জীবিত নাই এমন। আঁটকুড়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আত্ত(গৃহীত)+কুল >(হিন্দি) আন্ঠুকুড়া, বা আঁটকুড়া; বহু, আঁটকুড়িয়া>আঁটকুড়ে}
  • Bengali Word আখেটক , আখেটি , আখেটিক , অক্ষটি (বিরল) Bengali definition [আখেটক্, আখেটটি, আখেটটিক্, আক্‌খোটি] (বিশেষ্য) শিকারি; মৃগয়াকারী; ব্যাধ (আখেটির ফাঁদ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; হেনকালে অক্ষটি সেই বনে আইল-মাকৃ)। {(তৎসম বা সংস্কৃত) আখেটক=আ+ √খিট্+ অ(ঘঞ্)+ ক(কন্)}
  • Bengali Word আটক , আটকা Bengali definition [আটোক্, আট্‌কা] (বিশেষ্য) বাধা; প্রতিবন্ধক (কোন্‌দিন হাতছাড়া হইতে আটক নাই-রবীন্দ্রনাথ ঠাকুর )। □ (বিশেষণ) বন্দী; কয়েদ; অবরুদ্ধ। আটকাপড়া (ক্রিয়া) অবরুদ্ধ হওয়া; বন্দী হওয়া; বাধাপ্রাপ্ত হওয়া। (শৈবালেতে আটক প’ল তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আটক পাটক (বিশেষ্য) বাধা-বন্ধন; লাগাম (অথচ দেখিতে পাই, মুখের আটক পাটক কিছুই নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটকা-আটকি (বিশেষণ) কড়াকড়ি। □ (বিশেষ্য) দৃঢ় ব্যবস্থা। {(তুলনীয়) ( হিন্দি) অটক}
Closing this window will clear all results and return you back to the search section