Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word চুকা ১, চুকো Bengali definition [চুকা, চুকো] (বিশেষণ) অম্লস্বাদ; টক। {(তৎসম বা সংস্কৃত) চুক্র>}
  • Bengali Word চুকা ২, চোকা Bengali definition [চুকা, চোকা] (ক্রিয়া) ১ শেষ বা অবসিত হওয়া; মিটানো; মিটে যাওয়া (অতিপুরাকালেও এইসব তর্ক উঠে চুকেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সমাপ্ত করা (ঘরের শিল্প আজ ঘরেই ফিরেছে পরের কাজ চুকিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গ্রাহ্য বা মান্য বা ভয় করা (কাহাকেও চুকি না)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। [√চুক্‌+আ; (তুলনীয়) (হিন্দি) চুক}
  • Bengali Word চুকানো, চোকানো Bengali definition [চুকানো, চোকানো] (ক্রিয়া) ১ শেষ করা বা মিটিয়ে দেওয়া। ২ শোধ বা প্রত্যর্পণ করা। □(বিশেষ্য), (বিশেষণ) ঐ সমস্ত অর্থে। {√চুক্‌+আনো}
Closing this window will clear all results and return you back to the search section