Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word চাকর Bengali definition [চাকোর্‌] (বিশেষ্য) ১ ভৃত্য; পরিচর্যাকারী; সেবক; পরিচারক। ২ কর্মচারী; নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য নিযুক্ত বেতনভোগী ব্যক্তি। ৩ আজ্ঞাবহ; তাঁবেদার (আমি কি তোমার হুকুমের চাকর?)। চাকরানী (স্ত্রীলিঙ্গ)। চাকর-বাকর, চাকর-নফর, চাকর-চাকরানি (বিশেষ্য) ১ ভৃত্যগণ; দাস-দাসী সকল। ২ ভৃত্য; গৃহকর্মের বেতনভোগী সহায়ক; কাজের লোক। চাকরে, চাকুরে, চাকুরিয়া (বিশেষণ) অফিসে চাকরি করেন এমন ভদ্রলোক; চাকরিজীবী বা চাকরিধারী ভদ্রলোক। {(ফারসি) চাকর}
  • Bengali Word চাকরান Bengali definition [চাক্‌রান] (বিশেষ্য) ভৃত্যের ভরণ-পোষণের জন্য প্রদত্ত নিষ্কর ভূমি; বেতনের পরিবর্তে ভৃত্য যে নিষ্কর জমি ভোগ করে। চাকরান জমি (বিশেষ্য) চাকর অথবা কর্মচারীকে প্রদত্ত নিষ্কর জমি। {(ফারসি) চাক্‌রান্‌ জমীন্‌}
  • Bengali Word চাকরি, চাকরী, চাকুরী Bengali definition [চাক্‌রি, চাক্‌রি, চাকুরি] (বিশেষ্য) ১ নির্দিষ্ট বেতনের বিনিময়ে অপরের কাজ করা বা কারো অধীনে ক্রিয়া সম্পাদন। ২ দাসত্ব। ৩ অপরের সেবা বা পরিচর্যা (যত অবলা কুমারী অনুক্ষণ এ সকলে করএ চাকরি-সৈয়দ সুলতান)। চাকরি-বাকরি (বিশেষ্য) চাকরি বা ঐ ধরনের জীবিকা; কাজকর্ম; জীবিকার সংস্থান। {(ফারসি) চাকরী}
Closing this window will clear all results and return you back to the search section