Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খামার Bengali definition [খামার্‌] (বিশেষ্য) ১ মাঠ থেকে শস্য এনে রাখার ও ঝাড়াই মাড়াই করার স্থান; গোলাবাড়ি; শস্য মাড়াইয়ের স্থান; শস্যাঙ্গন (এক কুক্কুট স্বীয় শাবকদিগের নিমিত্ত খামারে আহারের অন্বেষণ করিতেছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ উপযোগী জমি (চায় তারা ফসলের ক্ষেত দীঘি ও খামার-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খামার জমি (বিশেষ্য) ভূস্বামীর নিজ আবাদি জমি। খামার পতিত (বিশেষণ) খাস খামারের অনাবাদি জমি। খামার বাড়ি (বিশেষ্য) শস্যাগার; গোলাবাড়ি; farm; grain-store। খামারিয়া, থামারের (বিশেষণ) খামার সম্পর্কিত্ খাস খামার জমিদারের খাস দখলীভূত জমি; প্রজাদের মধ্যে যে জমি বিলি করা হয়নি। {(ফারসি) খির্‌মন}
Closing this window will clear all results and return you back to the search section