Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কোনো Bengali definition [কোনো] (সর্বনাম) (বিশেষণ) ১ অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক বা একটি বস্তু; কে বা কী (কোনো জন, কোনো বিষয়)। ২ বহুর মধ্যে একটি বা একজন (কোনো লোকই সাড়া দেয়নি)। কোনোএকটা, কোনোএকটি (সর্বনাম) অনির্ধারিত বা অনিার্দষ্ট বস্তু (কোনো একটা কাজ)। কোনো-কোনোসর্ব, (বিশেষণ) ১ অনিার্দষ্ট বা অনির্ধারিত একাধিক (কোনো কোনো লোক)। ২ মধ্যে মধ্যে এক-এক (কোনো-কোনো দিন)। কোনো না কোনো (সর্বনাম) অনির্দিষ্ট কোনো (কাজটা কোনো না কোনোভাবে করা সম্ভব)। কোনোমতে (ক্রিয়াবিশেষণ) কোনো প্রকারে; কষ্টেসৃষ্টে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>( প্রাকৃত) কর্ণ>কোনও, কোনো; (তৎসম বা সংস্কৃত শব্দ) কঃ+অপি=কোহপি>}
Closing this window will clear all results and return you back to the search section