Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কেতা ২, কিতা ২ Bengali definition [কেতা, কিতা] (বিশেষ্য) ১ ধরন; কায়দা; পদ্ধতি; কাট (আখিঁঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়া-মীর মশাররফ হোসেন)। ২ ফ্যাশন; সামাজিক রীতি(আধুনিক রুচিসন্মত কেতায় সাজানো-মবিনউদ্দীন আহমদ)। ৩ তকমা(ইংরেজী অক্ষরে বাদামী কেতায় নাম খোদা-মীর মশাররফ হোসেন)। ৪ গোছা; সারি; পঙ্‌তি (কিতা করিয়া বান্ধা, উপরে টাঙ্গায় চাঙ্গা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(আরবি) কিতআহ }
Closing this window will clear all results and return you back to the search section