Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কালা ৩ Bengali definition [কালা] (বিশেষণ) ১ কালো; কৃষ্ণবর্ণ। ২ কলঙ্কিত(কালামুখ)। □ (বিশেষ্য) কৃষ্ণ(বড়ু চন্ডীদাসে কয় না হইল পরিচয়, রসের নাগর বড় কালা-চণ্ডীদাস)। চিকনকালা আদারার্থে শ্রীকৃষ্ণের নামান্তর; সুন্দর কৃষ্ণ।কালাআদমি, আদমী (বিশেষ্য) যাদের গায়ের রং ময়লা; প্রাচ্য দেশের লোক(তুমি আর গরীব কালা আদমীদের দুঃখের নিমিত্ত হয়ো না-রাজশেখর বসু (পরশু))।কালাকানুন (বিশেষ্য) অন্যায় আইন; প্রজার স্বার্থবিরোধী আইন; black act।কালাচাঁদ (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+( বাংলা) আ=কালা}
Closing this window will clear all results and return you back to the search section