Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ওলিমা , ওলীমা Bengali definition অলিমা
  • Bengali Word অলি ১ , ওলি Bengali definition [ওলি] (বিশেষ্য) ১ অভিভাবক; অছি। ২ দরবেশ (কত অলি দরবেশ, এমন কি কত নবী-রছুলের পবিত্র জীবনী-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। ৩ রক্ষক। অলি-অসি, অলি-অছি (বিশেষ্য ) নাবালকের অভিভাবক বা সম্পত্তির রক্ষক (যদি নাবালক পুত্রের অলি-অছি পদ বহাল থাকে, তবে ত মঙ্গল, তাহা না থাকিলে ভরা-ডুবি, একেবারে বিসর্জন-মীর মশাররফ হোসেন)। {আ. ব্‌লী }
  • Bengali Word মাওলি Bengali definition [মাওলি] (বিশেষ্য) মাঙ্গলিক; সৌজন্যমূলক দান বা বখশিস। {(তৎসম বা সংস্কৃত) মাঙ্গলিক>}
  • Bengali Word অলিমা , ওয়ালিমা , ওলিমা Bengali definition [ওলিমা, ওয়ালিমা, ওলিমা] (বিশেষ্য) ১ মুসলমানদের বৈবাহিক ভোজ; বিবাহ উৎসবে প্রদত্ত ভোজ। ২ বিবাহ উপলক্ষে বরপক্ষের আয়োজিত ভোজের অনুষ্ঠান (হজরতের গৃহেও অলিমার খানা প্রস্তুত হইতে লাগিল-(মাওলানা মুহাম্মদ আকরম খাঁ )। {আ.ব্‌লিমাহ}
  • Bengali Word আউলিয়া , আওলিয়া , আউল্যা (বিরল) Bengali definition [আউলিয়া, আওলিয়া, আউল্‌লা] (বিশেষ্য) সিদ্ধ তাপস বাদরবেশ (কে যে ছিলে তুমি জানি নাক কেহ দেবতা কি আওলিয়া-কাজী নজরুল ইসলাম; শত শত আউল্যা বনোদ মস্তকের পাগে-ক্ষেমানন্দ দাস)। { (আরবি)আব্‌লিয়া (বহুবচন)}
  • Bengali Word আওলিয়া Bengali definition আউলিয়া
  • Bengali Word ওলি , ওলি - ওছি Bengali definition অলি২
  • Bengali Word কাওলি Bengali definition [কায়োলি] (বিশেষ্য) গায়ক (নয়শত কাওলি চলে তেরশত নয়-বিজয় গুপ্ত)। {(আরবি ) করল }
  • Bengali Word দাউলি, দাওলি Bengali definition [দাউলি্‌, দাওলি্‌] (বিশেষ্য) জমির আগাছা তোলা হাতিয়ার; নিড়ানি; পাচন। দাউলিয়া, দাউলে (বিশেষণ) শস্যছেদক; শস্যকর্তনকারী। {(তৎসম বা সংস্কৃত) দাত্র>দা+উলি}
  • Bengali Word দাওলি Bengali definition [দাওলি্‌] (বিশেষ্য) কাস্তে; ছোট আকারের দা। {(তৎসম বা সংস্কৃত) দাত্র>(বাংলা) দাও+লি}
  • Bengali Word নওলি যৌবন Bengali definition ⇒ নওল
  • Bengali Word ভাওলি Bengali definition [ভাওলি] (বিশেষ্য) খাজনার পরিবর্তে জমিদারকে যে শস্য দেওয়া হয়। {(হিন্দি) ভারলী>}
Closing this window will clear all results and return you back to the search section