Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আসমান, আছমান Bengali definition [আস্‌মান্] (বিশেষ্য) আকাশ। আসমান জমিন (বিশেষ্য) আকাশ ও পৃথিবী; দ্যুলোক ও ভূলোক। □ (বিশেষণ) সীমাহীন; আকাশ-পাতাল; দূরতিক্রম্য। আসমান জমিন ফারাক, আসমান জমিন তফাত (বিশেষ্য) আকাশ-পাতাল প্রভেদ; দূরতিক্রমা ব্যবধান (বুদ্ধি ও বিবেচনা বিষয়ে উভয়ের আসমান জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আসমানি (বিশেষণ) ১ আকাশের রং; হালকা নীল; নীলাভ (আসমানি রঙের মাড়ি)। ২ স্বর্গীয়; ঐশী (আসমানি কিতাব)। ৩ আকাশ সম্বন্ধীয়। আসমানের চাঁদ হাতে পাওয়া (ক্রিয়া) দুষ্প্রাপ্য জিনিস লাভ করা। {(ফারসি) আসমান}
Closing this window will clear all results and return you back to the search section