Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আমানত Bengali definition [আমানত্] (বিশেষ্য) গচ্ছিত বস্তু (সমর্পিত তার হাতে নবীজীর পুণ্য আমানত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) গচ্ছিত; জমা (সেগুলিতে টাকাকড়ি আমানত রাখা চলতো-আবদুল মওদুদ)। আমানতি বিণ। আমানতকরা (ক্রিয়া) জমা দেওয়া; মজুদ করা। আমানতদার ( বিশেষ্য) যার কাছে গচ্ছিত রাখা হয়। আমানতরাখা (ক্রিয়া) গচ্ছিত রাখা (এক বৎসরের খরচ তাহার বাটীতে আমানত রাখিয়া থাকে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)আমানত}
Closing this window will clear all results and return you back to the search section