Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word অস্থির , অথির (মনোজ বসু) Bengali definition [অস্‌থির্, অথির্] (বিশেষণ) ১ চঞ্চল; চপল (কুন্দ দন্ত ছুঁয়ে ছুঁয়ে অথির বিজলী যায় ছুটি-সুফী মোতাহার হোসেন; থির বিজুরিক পাঁতিয়া-বিদ্যাপতি)। ২ আকুল; বিহ্বল (উঠানের ভিড় আতঙ্কে অস্থির হইয়া সরিয়া গেল-আবু জাফর শাসসুদ্দীন)। ৩ নশ্বর; ক্ষণস্থায়ী (দিন দুই সুখভোগ অথির জীবন-কাজী দৌলত)। ৪ অনিশ্চিত; অনির্ধারিত। অস্থিরতা, অস্থিরত্ব, অস্থৈর্য (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ স্থির; (নঞ্‌ তৎপুরুষ সমাস)>}
  • Bengali Word অস্থিরপঞ্চক , অস্থিপঞ্চম Bengali definition অস্থিপঞ্চ
  • Bengali Word অস্থিতপঞ্চ , অস্থিতপঞ্চক , অস্থিতপঞ্চম , অস্থিরপঞ্চক , অস্থিরপঞ্চম Bengali definition [অস্‌থিতোপন্‌চো, অস্‌থিতোপন্‌চোক, অস্‌থিতোপন্‌চোম, অস্‌থির্‌পন্‌চোক্‌, অস্‌থির্‌পন্‌চোম্] (বিশেষ্য) ১ সমীকরণ জাতীয় অঙ্কবিশেষ। ২ কঠিন সমস্যা। ৩ কিংকর্তব্যবিমূঢ়তা, চিন্তাকুলতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্থিত, স্থির+পঞ্চ, পঞ্চক, পঞ্চম}
Closing this window will clear all results and return you back to the search section