• Bengali Word square 1 English definition [স্কআ(র্‌)] (adjective) ১ চতুর্ভুজাকৃতি: a square board; a square peg in a round hole.
      দ্রষ্টব্য peg 1. square dance/game যে খেলায় বা নাচে চারটি দিক থেকে খেলোয়াড়/নাচিয়ে মুখোমুখি হন। (২) (সঠিকভাবে/প্রায় সঠিকভাবে) এক সমকোণের আয়তন বিশিষ্ট: square corners: bin; square brackets (noun) (plural) [ ]- এই চিহ্ন। দ্রষ্টব্য bracket (২) square-built (adjective) লম্বাচওড়া দেহবিশিষ্ট (সাধারণত চওড়ার প্রাধান্য বোঝায়)। square-rigged (adjective) (জাহাজ) প্রধান পালগুলি মাস্তুলের সমকোণে খাটানো থাকে এমন। square-shouldered (adjective) ঘাড়ের (প্রায়) সমকোণে স্থাপিত কাঁধ (ঢালু চরিত্রের নয়)। square-toed (adjective) (জুতার ক্ষেত্রে) চওড়া সম্মুখ ভাগবিশিষ্ট; (লাক্ষণিক) (ব্যক্তির ক্ষেত্রে) নিয়মনিষ্ঠ; বাহুল্যবর্জিত। square-toes (noun) আনুষ্ঠানিক কেতাদুরস্ত নিয়মনিষ্ঠ ব্যক্তি। (৩) (কোনোকিছুর সঙ্গে) সমান বা সমান্তরাল; সুষম; সুনির্দিষ্ট: get one’s queries square. be (all) square (ক) (গলফ খেলার ক্ষেত্রে) সমান পয়েন্ট আছে এমন: all square at the sixth hole.(খ) পাওনাদার ও দেনাদারের মধ্যে এমন একটি বোঝাপড়া যাতে সংশ্লিষ্ট দেনাপাওনার বিষয়ে কারো কিছু দাবি থাকে না: it was a square deal. get square with somebody হিসাবপত্র চুকিয়ে ফেলা; (লাক্ষণিক) কারো উপর পূর্বকাজের জন্য প্রতিশোধ গ্রহণ করা। (৪) বর্গফল: a square foot চারদিকে একফুট আকারবিশিষ্ট; A bed cover of 4 metres square has an area of 1 6 square metres measure; বর্গফুট বর্গমিটার ইত্যাদির পরিমাপ। (৫) পুরোপুরি; আপসহীন: make a square refusal; a square meal, প্রচুর খাদ্যসামগ্রী পরিবেশিত ভোজ। (৬) সৎ; সুষম; নিখুঁত: square dealings/ game, এমন ব্যবহার যাতে কোনো বিরোধ বা আপত্তি থাকে না; ন্যায়সম্মত। (৭) square leg (ক) ক্রিকেট খেলায় মাঠের একটি নির্দিষ্ট অবস্থান (ব্যাটসম্যানদের অবস্থান থেকে সমকোণী দূরত্বে): stand/sit square, hit somebody square on the nose. (খ) fair and square ন্যায়সঙ্গত। squarely (adverb) (ক) সমকোণের মতো। (খ) ন্যায়সম্মতভাবে: to behave squarely. (৮) সরাসরি বিপরীত দিকে: I was just square across her. squareness (noun)
    • Bengali Word square 2 English definition [স্কআ(র্)] (noun) [countable noun] ১ সমচতুর্ভুজ; চতুর্ভুজাকার স্থান; বর্গক্ষেত্র: back to square one.
      (বিশেষ ধরনের খেলায়) যে অবস্থান বা ঘর থেকে আরম্ভ সেই অবস্থান বা ঘরে পুনরায় প্রত্যাবর্তন; সূচক বিন্দুতে পুনরায় স্থিতি; (আলংকারিক অর্থ) পূর্বাবস্থায় পুনরাগমন। (২) সমচতুর্ভুজাকার বা চৌকা বস্তু। (৩) নগরমধ্যস্থ উন্মুক্ত স্থান: public square!; barrack square, সামরিক ব্যারাকে অনুরূপ উন্মুক্ত স্থান; square-bashing, সামরিক শারীরিক অনুশীলন। (৪) উপর্যুক্ত উন্মুক্ত স্থানের চারপাশের বাড়িঘর/রাস্তা প্রভৃতি: The office is situated at 2 4 Chowrangee square. (৫) চারপাশের রাস্তা দ্বারা বেষ্টিত ভবনসমষ্টি; এ ধরনের ভবনসমূহের এক পাশ (যুক্তরাষ্ট্রে এ ধরনের ভবনসমষ্টি বোঝাতে block শব্দ ব্যবহৃত হয়)। (৬) বর্গফল- একটি সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণিত হলে যে ফল পাওয়া যায়: The square of 5 is 2 5. (৭) L- আকারের বা T- আকারের মাপকাঠিবিশেষ, যা সমকোণ অঙ্কন বা পরীক্ষণের জন্য ব্যবহৃত হয়: out of square, সমকোণে অবস্থিত নয়। (৮) on the square ন্যায়সম্মতভাবে: I’ll be all the way square in my treatment. (৯) স্থলবাহিনীর একটি দল, যা সমচতুর্ভুজাকারে সংগঠিত। (১০) word square অক্ষরসমষ্টি, যা এমনভাবে সাজানো যে আড়াআড়ি বা উপর-নিচ করে পড়লে গঠিত শব্দটি অপরিবর্তিত থাকে। (১১) (অপশব্দ) যে ব্যক্তি নতুন ধারণা বা আঙ্গিকের সঙ্গে সম্পর্কশূন্য: Mr Chowdhuri is not even square, he is a cube, ভয়ানকভাবে রক্ষণশীল ও প্রাচীনপন্থি।
    • Bengali Word square 3 English definition [স্কআ(র্‌)] (verb transitive), (verb intransitive) ১ সমচতুর্ভুজ অঙ্কন করা; কোনোকিছুকে সমচতুর্ভুজের আকার প্রদান করা।
      square the circle অসম্ভব কোনো বিষয় সম্পন্ন করার চেষ্টা করা। (২) একটি রেখাকে অন্য একটির সঙ্গে এমনভাবে স্থাপন করা যাতে একটি সমকোণ উৎপন্ন হয়: square timber, কাঠের ধারগুলিকে চতুর্ভুজাকার করা। (৩) সমান বা সরল করা। (৪) একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করা। (৫) square something off চতুর্ভুজাকৃতি খণ্ডে বিভক্ত করা বা বিনষ্ট করা। (৬) square (something) (up) (with somebody) কারো সঙ্গে দেনাপাওনা/হিসাবপত্র চুকিয়ে ফেলা: (লাক্ষণিক) প্রতিশোধ গ্রহণ করা: I’ve squared up, যাবতীয় বিষয় চুকিয়ে ফেলেছি। (৭) ঘুষ দেওয়া; অসৎ সাহায্য গ্রহণ করা: You’ve to square the officer to get your business done. (৮) square (something) with সুসঙ্গত হওয়া বা করা: One should square one’s words with his actions. (৯) square up to somebody মুখোমুখি লড়াইয়ে তৈরি হওয়া; মুষ্টিযোদ্ধার ভঙ্গি নেওয়া।
    • Bengali Word T-square English definition [টী স্কয়া(র্‌)] দ্রষ্টব্যsquare 2(৭)
    • Bengali Word set-square English definition [সেটস্‌কোয়েআ(র্‌)] (noun) [countable noun] কোণ বরাবর রেখা অঙ্গনে জন্য ৯০০, ৬০০ ও ৩০০ (কিংবা ৯০°, ৪৫°, ৪৫°) কোণবিশিষ্ট কাঠ, প্লাস্টিক, ধাতু ইত্যাদির ফলকবিশেষ; সেট স্কোয়ার।