Z পৃষ্ঠা ১
- English Word Z, z Bengali definition [জেড্ America(n) জী] (noun) (plural Z’s, z’s জেড্জ্ America(n) জাজ্) ইংরেজি ভাষার ষড়বিংশতি বা সর্বশেষ অক্ষর; (বীজগণিত) অজ্ঞাত রাশি বা সংখ্যার তৃতীয়টি, (x ও Y- এর সহযোগে) অনির্দিষ্ট সাধারণ ব্যক্তি বোঝাতে- This not meant for the XYZS.
- English Word zamindar Bengali definition [জামিন্দার্] (অপিচ zemindar [জামিন্দার্]) (noun) (সেকেলে) জমির মালিক, যিনি সরকারকে নিয়মিত খাজনা পরিশোধে দায়বদ্ধ থাকতেন।
- English Word zany Bengali definition [জিইনি] (noun) (plural zanies) অপেক্ষাকৃত নির্বোধ ব্যক্তি; বুদ্ধু; সং বা ভাঁড়; বিদূষক। □ (adjective) নির্বোধ; বোকা; পাগল।
- English Word zap Bengali definition [জ্যাপ্] (verb transitive) (zapped, zapping, zaps) (অপশব্দ) আক্রমণ করা; পরাস্ত করা।
- English Word zarda Bengali definition [জর্দা] (noun) [uncountable noun] বিশেষভাবে মসলা মেশানো তামাককুচি, যা পানের সঙ্গে চিবানো হয়; জরদা।
- English Word zeal Bengali definition [জীল্] (noun) [uncountable noun] সতেজতা ও উদ্দীপনা: with an endless zeal of doing good. The early zeal has subsided. patriotic zeal , দেশের জন্য গভীর অনুভূতি; the zeal of the supporters, সমর্থকদের ঐকান্তিক সমর্থন ও উৎসাহ। zealous [জীলাস্] (adjective) উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক; zealous to see a happy end. zealously (adverb)
- English Word zealot Bengali definition [জিলাট্] (noun) কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি; অন্ধ সমর্থক; গোঁড়া মৌলবাদী। Zealot ধর্মান্ধ; ইহুদি। zealotry [জিলাট্রি] (noun) [uncountable noun] ধর্মান্ধপনা; ইহুদিপনা।
- English Word zebra Bengali definition [জীব্রা] (noun) জেব্রা; দেখতে ঘোড়ার মতো ডোরাকাটা প্রাণী। zebra crossing পথচারী পারাপারের জন্য ব্যস্ত নাগরিক সড়কে (জেব্রার গায়ের দাসের অনুকরণে) যে সাদা-কালো বা হলুদ-কালো মোটা রেখা টানা হয়।
- English Word zebu Bengali definition [জীবু] (noun) এশিয়া বা পূর্ব আফ্রিকার কুঁজওয়ালা গৃহপালিত ষাঁড়বিশেষ।
- English Word zee Bengali definition [জী] (noun) (America(n)) z-অক্ষরের মার্কিন নাম।
- English Word zen Bengali definition [জেন্] (noun) [uncountable noun] বৌদ্ধধর্মের একটি ধারা যার মূলকথা হলো ধর্মগ্রন্থ ছাড়া তপস্যা থেকেই বোধিলাভ সম্ভব।
- English Word zenana Bengali definition [জিনানা] (noun) (উত্তর ভারতে) অন্তঃপুর; অন্দরমহল।
- English Word zenith Bengali definition [জেনিথ্ America(n) জীনিথ্] (noun) মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; খমধ্য; সুবিন্দু; (লাক্ষণিক) কোনো ব্যক্তির খ্যাতি বা সৌভাগ্যের সর্বোচ্চ বিন্দু: at the zenith of one’s fame. zenithal (adjective) zenithal projection ভূমির কেন্দ্রবিন্দু থেকে সরলরেখা অঙ্কনের মাধ্যমে তৈরি করা মানচিত্র।
- English Word zephyr Bengali definition [জেফা(র্)] (noun) পশ্চিমা বাতাস; (কাব্যে) কোমল সুবাতাস; মৃদুমন্দ বায়ু। Zephyr পশ্চিম বায়ুর অধিদেবতা।
- English Word zero Bengali definition [জিআরাঔ] (noun) (১) শূন্য অঙ্ক; অনস্তিত্ব। (২) বিশেষত তাপমান যন্ত্রে মুক্ত ও বিযুক্ত বিন্দুর মধ্যভাগ: The temperature was 100 below 0. absolute zephyr তাপমান যন্ত্রের 0 মাত্রা। zephyr hour (সামরিক) আক্রমণের সুনির্দিষ্ট সময়। □ (verb intransitive) in (on) (অশিষ্ট) কোনো কিছুতে মনোযোগ দেওয়া।
- English Word zero tolerance Bengali definition [জিআরাঔ টলারানস] (noun) (বিশেষত) সমাজবিরোধী আচরণ রুখতে প্রশ্রয়ের অবকাশ না রাখা: Posters stating zero tolerance are plastered on the walls.
- English Word zero-tasking Bengali definition [জিআরাঔ-টা:স্কিঙ্] (noun) (অপিচ 'zero tasking' বা 'zero tasking') ইচ্ছাকৃতাভাবে কোনো কিছু না করা বা করার মতো কোনো কাজ না থাকা; স্বেচ্ছাধীন কর্মশূন্যতা: Tell him you are zero-tasking. zero-task (verb) কোনো কাজ না-থাকা বা কোনো কাজ না-করা। zero-tasker (noun) যিনি কোনো কাজ করেন না বা যার হাতে কাজ সেই।
- English Word zest Bengali definition [জেস্ট্] (noun) [uncountable noun] (১) প্রবল উৎসাহ ও আনন্দ, উচ্ছ্বাস: She has no dearth of zest to join the party. (২) (সাধারণত indefinite article – সহযোগে) আনন্দদায়ক বা উজ্জীবক গুণ বা গন্ধ: Royal Bengal tigers gave it zest to the Sunderbans adventures. (৩) খাদ্যের স্বাদ বাড়াতে মিশ্রণযোগ্য বিশেষ উপাদান। (৪) রুচি; সুস্বাদু।
- English Word Zeus Bengali definition [জিউস্] (noun) প্রাচীন গ্রিক দেবতারাজ; দেবতাপতি।
- English Word zig-zag Bengali definition [জিগ্জ্যাগ্] (noun) [countable noun] সম বা অসম কৌণিক বিন্দুতে ডানে-বামে আকস্মিক বাঁকাচোরা রেখা বা পথ: a zig-zag centre in the down-town; a zig-zag path. □ (adjective) আকস্মিক ক্ষুদ্র বাঁকযুক্ত আঁকাবাঁকা; সর্পিল: zig-zag course of her heart (লাক্ষণিক) □ (adverb) in a zig-zag (way) আঁকাবাঁকাভাবে। □ (verb intransitive) (zig-zagged, zig-zagging, zig-zags) আঁকাবাঁকাভাবে হাঁটা বা পথচলা: The streaks of smoke zig-zagged above the roof.