Z পৃষ্ঠা ২
- English Word zilla Bengali definition [জিলা] (অপিচ zillah [জিলা]) (noun) দেশের প্রশাসনিক এলাকাবিশেষ; জেলা। zilla parishad (noun) স্থানীয় জেলা প্রশাসন পরিচালনায় জনগণ নির্বাচিত কর্তৃপক্ষ; জেলা পরিষদ।
- English Word zillion Bengali definition [জিলিআন্] (noun) (অনানুষ্ঠানিক বিশেষত 'America(n)) ব্যাপক/অধিক/প্রচুর/অনেক/বহু/অত্যধিক পরিমাণে: She’s a zillion times brainier than I am.
- English Word zinc Bengali definition [জিঙ্ক] (noun) [uncountable noun] (রসায়ন) দস্তা; শক্ত নীলাভ ধাতু (প্রতীক Zn). zinco মুদ্রণকার্যে ব্যবহৃত দস্তার তৈরি ব্লক বা ছাঁচ। zincograph (noun) দস্তার উপর খোদাই-করা ব্লক, ছাঁচ প্রভৃতি। এই সূত্রেই, zincographer (noun) যে ব্যক্তি উক্ত ব্লক, ছাঁচ বা চিত্র তৈরি করেন। zincography (noun) দস্তার উপর খোদাইবিদ্যা। zinc white (noun) দস্তা থেকে প্রস্তুত সাদা রঞ্জক।
- English Word zing Bengali definition [জিং] (noun) [uncountable noun] (অপশব্দ) তেজ; শক্তি।
- English Word zinnia Bengali definition [জিনিআ] (noun) উজ্জ্বল বর্ণবিশিষ্ট উদ্যান-কুসুম।
- English Word Zion Bengali definition [জাইআন্] (noun) ইসরাইল; জুডাইজম; প্রতীকার্থে ইহুদিদের মাতৃভূমি; জেরুজালেম নগর; ইহুদিদের ঈশ্বরতন্ত্র। Zionism [জাইজাম্] (noun) (ইতিহাস) ইহুদিদের স্বাধীন আবাসভূমি নির্মাণে রাজনৈতিক আন্দোলন; (হালে) ইসরাইলকে ইহুদি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার আন্দোলন। Zionist [জাইআন্ইস্ট্] (adjective), (noun)
- English Word zip Bengali definition [জিপ্] (noun) (১) বাতাসে গুলির শব্দের মতো বা কাপড় ছেঁড়ার মতো হুস বা ফ্যাস্ শব্দ। (২) (অপশব্দ) তেজ; শক্তি। □ (verb transitive) (zipped, zipping, zips) কোনো কিছু খোলা বা বন্ধ করা। zip something open, zip something up (বোতামের পরিবর্তে যে চেইন লাগানো থাকে তার মাধ্যমে): Would you please zip the bag open? zipper, zip-fastener (noun(s)) পোশাক বা ব্যাগে দাঁতওয়ালা যে ধাতব বা প্লাস্টিক চেইন ব্যবহৃত হয়।
- English Word zip code Bengali definition [জিপ্কোড্] (noun) (America(n)) পোস্টকোড: The term zip code was originally registered as a service mark by the US Postal Service.
- English Word zirconium Bengali definition [জীকোনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) পারমাণবিক চুল্লি বা জেট ইঞ্জিনে ব্যবহার্য ধাতব উপাদান; (প্রতীক Zr)
- English Word zither Bengali definition [জিথা(র্)] (noun) বহুতারবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word zodiac Bengali definition [জোডিঅ্যাক্] (noun) (১) সব প্রধান গ্রহের পথনির্দেশনামূলক প্রতিদিকে ৮০ প্রশস্ত আকাশের নির্দিষ্ট সৌরবন্ধনী। sings of the zodiac এই বন্ধনী কর্তৃক ১২টি সমভাগে বিভক্ত সৌরপথ। (২) জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত রাশিচক্রের বিভিন্ন গ্রহের অবস্থানসূচক মানচিত্র।
- English Word zombie Bengali definition [জআমবি] (noun) (অনানুষ্ঠানিক) মেধাহীন ধীরগতিসম্পন্ন ব্যক্তি, যে পরিপার্শ্ব সম্পর্কে অসচেতন ও অবিবেচকের মতো চিন্তাশূন্য কর্মকাণ্ডে যুক্ত হয়: I’d have to be a zombie not to have noticed all that was going on. (২) (বিশেষত আফ্রিকা ও ক্যারিবিয় ধর্মে) ডাকিনিবিদ্যা বা জাদুমন্ত্রের সাহায্যে মৃত ব্যক্তিকে জীবিত করার রীতিবিশেষ।
- English Word zone Bengali definition [জোন্] (noun) (১) বর্ণ ও দৃশ্যত ভিন্নতাসম্পন্ন পরিবেষ্টনী, বন্ধনী বা দাগ; মেখলা; কোমরবন্ধ। (২) নিরক্ষবৃত্তের সমান্তরাল কাল্পনিক রেখা যার দ্বারা পৃথিবীর ভূমিতলকে বিভক্ত করা হয়। (৩) বিশেষ বৈশিষ্ট্যমূলক কারণে বিভক্ত অঞ্চল: The tropical zone, গ্রীষ্মমণ্ডল; war zone, যুদ্ধাঞ্চল; tobacco zone, যে অঞ্চলে প্রচুর পরিমাণে তামাক উৎপন্ন হয়; electoral zone, নির্বাচন উপলক্ষে বিভক্ত নির্দিষ্ট বিভিন্ন অঞ্চল; Khulna zone, প্রশাসনিক বা অন্য প্রয়োজনভিত্তিক কারণে নির্দিষ্ট খুলনা অঞ্চল; danger zone, বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন নির্দিষ্ট এলাকা বা জায়গা; parking zone, গাড়ি রাখার নির্দিষ্ট এলাকা বা জায়গা; smoking/non-smoking zone, ধূমপানের অনুমতি আছে/নেই এমন এলাকা; crime-free zone, অপরাধমুক্ত এলাকা; smokeless zone, (সাধারণত শহর এলাকায়) যেখানে ধূম্রহীন জ্বালানি ব্যবহার করা হয়। (৪) (America(n)) বিশেষ অঞ্চল যেখানে ডাক ও টেলিফোনের আলাদা হার নির্ধারণ করা হয়। (৫) নাট্যাভিনয়ে মঞ্চে থাকা অভিনেতাদের জন্য নির্দিষ্ট স্থান: front zone; middle zone; flexible zone. □ (verb transitive) বিশেষ অঞ্চলে বা এলাকায় চিহ্নিত করা; অঞ্চলে বিভক্ত করা; বলয়াকারে পরিবেষ্টন করা। zoning (noun) [uncountable noun] (নগর পরিকল্পনায়) নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য অঞ্চলবিভাগ-আবাসিক, বাণিজ্যিক, বিপণন। zonal (adjective) আঞ্চলিক, মেখলাতুল্য, বলয়াকার, বিভিন্ন মণ্ডল বা অঞ্চলে বিভক্ত, মণ্ডলসংক্রান্ত বা অঞ্চলসংক্রান্ত।
- English Word zonked Bengali definition [জঅংকট্] (adjective) (predicative(ly)) (১) ভীষণ/মারাত্মক ক্লান্ত, অবসন্ন, অবসাদগ্রস্ত ইত্যাদি: I feel utterly zonked. (২) ওষুধ ও মদ্যপানের দ্বারা ব্যাপক আসক্ত।
- English Word zoo Bengali definition [জূ] (noun) চিড়িয়াখানা বা পশুপক্ষীশালা; zoological gardens- এর সংক্ষিপ্ত রূপ।
- English Word zoology Bengali definition [জোওলাজি] (noun) [uncountable noun] প্রাণিবিজ্ঞান; প্রাণিবিদ্যা। zoological [জোআলাজিক্ল্] (adjective) zoological gardens চিড়িয়াখানা। zoologist [জোওলাজিস্ট্] (noun) প্রাণিবিজ্ঞানী।
- English Word zoom Bengali definition [জূম্] (noun) (১) [uncountable noun] বিমানের তীব্র খাড়া উড্ডয়ন বা গুরুগম্ভীর বোঁ বোঁ শব্দ। (২) zoom lens (ক্যামেরায়) বিশেষ শক্তিশালী লেন্স। □ (verb intransitive) (১) তীব্রগতি বা খাড়াভাবে বিমানের উড়ে যাওয়া (লাক্ষণিক) (কথ্য): prices are zooming, ভয়ানক দাম বেড়ে যাচ্ছে। (২) (জুম লেন্সসহ ক্যামেরার ক্ষেত্রে) zoom in/out ছবি তোলার নির্দিষ্ট বিষয়কে লেন্সের সাহায্যে কাছে/দূরে নিয়ে আসা/যাওয়া। □ (verb transitive) বিমানপোতকে তীব্রগতি ও খাড়াভাবে শূন্যে উড়তে বাধ্য করা; একটানা উচ্চ বোঁ বোঁ শব্দ করা।
- English Word zoophyte Bengali definition [জোআফাইট্] (noun) উদ্ভিদাকার সামুদ্রিক প্রাণী।
- English Word Zoroastrian Bengali definition [জোরাস্ট্রিঅন্] (adjective), (noun) জরাথ্রুস্ট প্রবর্তিত ধর্মসংক্রান্ত; জরাথ্রুস্ট প্রবর্তিত ধর্মাবলম্বী। Zoroastrian (noun) জরাথ্রুস্ট প্রবর্তিত ও জেনদ্-আবেস্তায় বর্ণিত প্রাচীন পারস্যবাসীর অগ্নিউপাসনামূলক ধর্ম।
- English Word zulu Bengali definition [জূলূ] (noun), (adjective) দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু (সাবেক জুলুল্যান্ড) অঞ্চলের ভাষা বা অধিবাসী, উক্ত অঞ্চল, অধিবাসী বা ভাষাসংক্রান্ত।