V পৃষ্ঠা ১৭
- English Word VOIP Bengali definition [ভিওআইপি] (noun) (বিকল্প বানান 'voip' বা 'Voip') [uncountable noun] ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সংক্ষেপ; ভিওআইপি। ইন্টারনেটের মাধ্যমে কথা বলা ও শোনার প্রযুক্তি: The bill establishes basic requirements for providers of VOIP.
- English Word volar Bengali definition [ভোলা(র্)] (adjective) পায়ের বা হাতের তলসংক্রান্ত।
- English Word volatile Bengali definition [ভলাটাইল্ America(n) ভলাট্ল্] (adjective) (১) (তরল) সহজে গ্যাস বা বাষ্পে পরিণত হয় এমন; উদ্বায়ী। (২) (ব্যক্তি ও তার মেজাজ) প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্ত। volatility [ভলাটিলাটি] (noun) উদ্বায়িতা; চলচিত্ততা; প্রাণোচ্ছলতা; প্রাণচাঞ্চল্য।
- English Word volcano Bengali definition [ভল্কেইনো] (noun) (plural 'volcanoes' বা 'volcanos' [ভল্কেইনোজ্]) আগ্নেয়গিরি: active/dormant/extinict volcano, জীবন্ত/সুপ্ত/মৃত আগ্নেয়গিরি। volcanic [ভল্ক্যানিক্] (adjective) অগ্নিগিরিসদৃশ; অগ্নিগিরিসম্ভব; আগ্নেয়।
- English Word vole Bengali definition [ভোল্] (noun) ইদুরসদৃশ প্রাণিবিশেষ; a field-vole, নেংটি ইদুরতুল্য ঐরূপ প্রাণী; a water vole, বৃহৎ জলো ইঁদুর।
- English Word volition Bengali definition [ভালিশ্ন্ America(n) ভোলিশ্ন্] (noun) [uncountable noun] নিজ ইচ্ছাশক্তি, নির্বাচনশক্তি, সিদ্ধান্তগ্রহণশক্তি ইত্যাদির ব্যবহার; সংকল্পবৃত্তি; সংকল্পশক্তি: do something of one’s own volition. volitional [ভালিশান্ল্] (adjective) সাংকল্পিক।
- English Word volley Bengali definition [ভলি] (noun) [countable noun] (১) (পাথর, তীর, বুলেট প্রভৃতি) ক্ষেপণাস্ত্র একযোগে অনেকগুলো নিক্ষেপ। (২) কারো উদ্দেশ্যে একযোগে বা দ্রুতগতিতে নিক্ষিপ্ত গালিগালাজ, অভিশাপ, প্রশ্ন ইত্যাদি; গালিবর্ষণ; প্রশ্নবৃষ্টি ইত্যাদি। (৩) (টেনিস) যে আঘাতে ভূমিস্পর্শ করার আগেই বল প্রেরকের কাছে ফেরত পাঠানো হয়; ভলি। half-volley ভূমিস্পর্শ করেই বলের প্রত্যাবর্তন; অর্ধভলি volleyball (noun) ভলিবল। □(verb transitive), (verb intransitive) (১) (কামান) একযোগে গর্জে ওঠা। (২) ভূমি স্পর্শ না-করেই টেনিস বলের জালের উপর দিয়ে ফিরে আসা।
- English Word volt Bengali definition [ভোল্ট্] (noun) [countable noun] (সংক্ষেপ V) বৈদ্যুতিক শক্তির একক; যে পরিমাণ একক আম্পেয়ার বিদ্যুৎ এক ওম প্রতিরোধ অতিক্রম করে নিয়ে যেতে পারে; ভোল্ট। voltage [ভোলটিজ] (noun) ভোল্টের এককে পরিমিত বৈদ্যুতিক শক্তি; ভোল্টেজ।
- English Word volte-face Bengali definition [ভল্ট্ফা:স্] (noun) সম্পূর্ণ পরিবর্তন; সম্পূর্ণ বিপরীত মতাবলম্বন; ডিগবাজি: make a complete volte-face.
- English Word voluble Bengali definition [ভল্যিউব্ল্] (adjective) স্বচ্ছন্দভাষী; দ্রুতভাষী; স্বচ্ছন্দবাক; (ভাষা) অনর্গল; স্বচ্ছন্দ। volubly [ভল্যিউব্লি] (adverb) অনর্গল(ভাবে); গড় গড় করে। volubility [ভল্যিউবিলাটি] (noun) বাকস্ফূর্তি; বাচালতা; দ্রুতবাদিতা।
- English Word volume Bengali definition [ভল্যিঊম্ America(n) ভলিয়াম্] (noun) (১) [countable noun] (বই, সাময়িকী ইত্যাদির) খণ্ড। speak volumes for জোরালো প্রমাণ বা নজিরস্বরূপ হওয়া: Her treatment of the poor orphans speaks volumes of her kindheartedness. (২) [uncountable noun] ঘনফল; ঘনমান; আয়তন: the volume of a barrel; the volume of oil in a barrel. (৩) [countable noun] বৃহৎ/বিপুল পরিমাণ: the volume of business/work; (বিশেষত plural) বাষ্প বা ধোঁয়ার পুঞ্জ: volumes of black smoke. (৪) [uncountable noun] (শব্দের) বল; প্রবলতা: a voice of great volume, অত্যন্ত শক্তিশালী কণ্ঠ।
- English Word voluminous Bengali definition [ভালিঊমিনাস্] (adjective) (১) (লেখা) বিপুলায়তন; মহদায়তন: a voluminous work/history; (লেখক) বহু গ্রন্থপ্রণেতা; বহুপ্রজ। (২) বহু স্থান দখলকার; বিপুলায়তন; a voluminous correspondence; voluminous skirts.
- English Word voluntary Bengali definition [ভলানট্রি America(n) ভলানটেরি] (adjective) (১) স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত: voluntary work/service; a voluntary statement; voluntary workers/helpers. (২) স্বেচ্ছাপ্রণোদিত কাজ ও দানচালিত; স্বেচ্ছাসেবামূলক: a voluntary school, ৩ (মাংসপেশি) স্বেচ্ছাচালিত (involuntary- এর বিপরীত)। □(noun) [countable noun] (plural voluntaries) বিশেষত গির্জার অনুষ্ঠানের অংশস্বরূপ নয় এমন একক অরগ্যানবাদন। voluntarily [ভলানট্রালি America(n) ভলানটেরালি] (adverb) স্বতঃপ্রবৃত্ত/স্বেচ্ছাপ্রবৃত্ত হয়ে ইত্যাদি।
- English Word volunteer Bengali definition [ভলান্টিআ(র্)] (noun) (১) (বিশেষত অপ্রীতিকর বা বিপজ্জনক কাজে) স্বেচ্ছাসেবক; স্বেচ্ছাকর্মী। (২) যে সৈনিককে সেনাবাহিনীতে ভর্তি হতে বাধ্য করা হয়নি; স্বেচ্ছাসেনা: (attributive(ly)) a volunteer corps. □(verb transitive), (verb intransitive) volunteer something/to do something/for something স্বতঃপ্রবৃত্ত হয়ে কিছু করা/দেওয়া বা এগিয়ে আসা; স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসা: Many of them volunteered for the expedition; She volunteered some help.
- English Word voluptuary Bengali definition [ভালাপ্চুআরি America(n) ভালাপ্চুএরি] (noun) ঘোর ব্যসনাসক্ত ব্যক্তি; ভোগবিলাসী; ইন্দ্রিয়পরবশ।
- English Word voluptuous Bengali definition [ভালাপ্চুআস্] (adjective) ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর: voluptuous beauty/music/sensations/thoughts. voluptuously (adverb) ইন্দ্রিয়সুখাবহরূপে ইত্যাদি। voluptuousness (noun) ইন্দ্রিয়পরায়ণতা; ইন্দ্রিয়সুখকরতা।
- English Word volute Bengali definition [ভাল্যিঊট্ America(n) ভালূট্] (noun) বিশেষত আয়োনীয় বা কারিন্থীয় স্তম্ভশীর্ষে গোটানো কাগজের আকারে অলংকরণ; স্তম্ভকুণ্ডল। voluted (adjective) কুণ্ডলীযুক্ত: a voluted sea-shell.
- English Word vomit Bengali definition [ভমিট্] (verb transitive), (verb intransitive) (১) বমি/উদ্গার/উদ্গিরণ করা। (২) ভূরি পরিমাণে উৎক্ষিপ্ত করা; উদ্গিরণ করা: motor vehichles vomiting smoke. □(noun) [uncountable noun] বমি; উদ্গিরণ; উদ্গীর্ণ বস্তু।
- English Word voo-doo Bengali definition [ভূডূ] (noun) [uncountable noun] (অপিচ voodooism) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, বিশেষত হাইতিতে প্রচলিত জাদু ও ডাকিনিবিদ্যাসর্বস্ব বিকৃত ধর্মবিশেষ; ভুডু।
- English Word vook Bengali definition [ভূক্] (noun) [countable noun] ('video' আর 'book' মিলে তৈরি) ইলেকট্রনিক বই যাতে ভিডিও আর টেক্সট একই সঙ্গে থাকে; ভুক: The vook can be viewed on your desktop.