V পৃষ্ঠা ১৪
- English Word virgin Bengali definition [ভাজিন্] (noun) যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি এমন বালিকা বা নারী (এবং সাম্প্রতিক প্রয়োগে পুরুষ); অক্ষতযোনি; কুমারী; কুমার। the (Blessed) Virgin (Mary) (সংক্ষেপ, BMV) যিশুখ্রিস্টের মা কুমারী মরিয়ম। □(adjective) (১) কুমারী; সচ্চরিত্রা: the Virgin Queen, ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ। the virgin birth কুমারী মরিয়ম যিশুকে অলৌকিকভাবে গর্ভে ধারণ করেন- এই মতবাদ; কৌমারিকেয় জন্মবাদ। (২) বিক্ষুব্ধ ও অস্পষ্ট; অপ্রহত; অনাহত: virgin snow. (৩) আদিম অবস্থায় বিদ্যমান; অব্যবহৃত; আদিম; অকৃষ্ট: a virgin forest; virgin soil, যে জমি কখনো চাষ করা হয়নি; (লাক্ষণিক) নতুন ভাব ও চিন্তার প্রতি উন্মুখ মন। virginity [ভাজিনাটি] (noun) [uncountable noun] কুমারীত্ব; কৌমার্য।
- English Word virginal 1 Bengali definition [ভাজিন্ল্] (adjective) কুমারী সম্বন্ধীয়; কুমারীর উপযোগী; কৌমার; কানীন।
- English Word virginal 2 Bengali definition [ভাজিন্ল্] (noun) (প্রায়ই plural) (১৬) ও ১৭ শতকে ব্যবহৃত হারমোনিয়ামের মতো চাবিওয়ালা, বর্গাকার বাদ্যযন্ত্রব্যিশষ: the virginals/a pair of virginals নামেও পরিচিত।
- English Word Virginia Bengali definition [ভাজিনিআ] (noun) [uncountable noun] যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় উৎপন্ন বিভিন্ন জাতের তামাক; ভার্জিনিয়া। Virginia creeper প্রশস্ত পত্রযুক্ত শোভাবর্ধক লতা, যা অনেক সময়ে দেওয়ালে চাষ করা হয়, শরৎকালে এর পাতা রক্তবর্ণ ধারণ করে।
- English Word Virgo Bengali definition [ভাগো] (noun) কন্যারাশি।
- English Word virgule Bengali definition [ভাগ্যিঊল্] (noun) তির্যক রেখা (/)।
- English Word virid Bengali definition [ভিরিড্] (adjective) শ্যামল; হরিৎ।
- English Word virile Bengali definition [ভিরাইল্ America(n) ভিরাল্] (adjective) (১) পৌরুষদীপ্ত; পৌরুষব্যঞ্জক; পৌরুষেয়: virile eloquence; live to a virile old age. virility [ভিরিলাটি] পৌরুষ; পুরুষত্ব; পৌরুষত্ব।
- English Word virology Bengali definition [ভাইআরলাজি] (noun) [uncountable noun] ভাইরাস ও ভাইরাস সংক্রান্ত রোগের পর্যেষণা; ভাইরাসবিদ্যা।
- English Word virtual Bengali definition [ভাচুআল্] (adjective) প্রকাশ্যে বা নামত স্বীকৃত না-হলেও; কার্যত; কার্যসিদ্ধ; যথার্থ: the virtual head of state; a virtual defeat, পরাজয়ের নামান্তর। virtualy [ভাচুআলি] (adverb) কার্যত; প্রকৃত প্রস্তাবে।
- English Word virtue Bengali definition [ভাচূ] (noun) (১) [countable noun, uncountable noun] গুণ; সদ্গুণ: He has none of the virtues I admire. make a virtue of necessity কোনোকিছু চাপে পড়ে করলেও কাজটিকে সৎকাজ বলে জাহির করা; আবশ্যকতাকে সদ্গুণে পরিণত করা। V) (plural virtuosos বা virtuososi [ভাচওজী America(n) ভাচওসী]) (১) irtue is its own reward (প্রবাদ) সৎকর্মই সৎকর্মের পুরস্কার। the cardinal virtues মুখ্য সদ্গুণাবলি (বিমৃষ্যকারিতা, তিতিক্ষা, মিতাচার, ন্যায়বুদ্ধি)। the theological virtues ধর্মীয় সদ্গুণাবলি (বিশ্বাস, আশা, সহৃদয়তা)। (২) [uncountable noun] সতীত্ব; কৌমার্য। (৩) [uncountable noun] কার্যকারিতা; গুণ; শক্তি: He has great faith in the - virtue of herbal medicines. (৪) [uncountable noun, countable noun] উৎকর্ষ; সুবিধা; শ্রেষ্ঠতা; গুণ: The plan has the additional virtue of being very simple. (৫) by/in virtue of কারণে; দরুণ। virtuous [ভাচুআস্] (adjective) পুণ্য; পবিত্র; সৎ; শুদ্ধ। virtuely (adverb) সৎভাবে; শুদ্ধভাবে।
- English Word virtuoso Bengali definition [ভাচওজো America(n) ভাচওসো] (noun) (plural 'virtuosos' বা 'virtuosi' [ভাচওজী America(n) ভাচওসী]) (১) শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান বা রুচিসম্পন্ন ব্যক্তি; কলাকোবিদ। (২) কোনো শিল্পের পদ্ধতি সম্পর্কে বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তি, বিশেষত যিনি অলোকসামান্য দক্ষতায় কোনো বাদ্যযন্ত্র বাজান; কালোয়াত: (attributive(ly)) a virtuoso performer. virtuosity [ভাচঅসাটি] (noun) [uncountable noun] কলাসিদ্ধি।
- English Word virulent Bengali definition [ভিরূলান্ট্] (adjective) (ব্যক্তি) শক্তিমান; মারাত্মক; (বিদ্বেষ, ঘৃণা) তিক্ত; (শব্দ ইত্যাদি) বিদ্বেষপূর্ণ; (ব্যাধি, ক্ষত) বিষাক্ত। virulently (adverb) মারাত্মকভাবে, তীব্রভাবে ইত্যাদি। virulence [ভিরূলান্স্] (noun) শক্তিমত্তা; প্রকোপ; তিক্ততা; বিষময়তা।
- English Word virus Bengali definition [ভাইআরাস্] (noun) (১) [countable noun] সংক্রামক রোগের কারণস্বরূপ ব্যাক্টেরিয়ার চেয়ে ক্ষুদ্রতর, বিভিন্ন বিষাক্ত উপাদানের যেকোনো একটি; ভাইরাস: the rabies virus. (২) [uncountable noun] (কথ্য) ভাইরাসজনিত রোগ। viral (adjective) ভাইরাসঘটিত।
- English Word vis-á-vis Bengali definition [ভীজ আ: ভী America(n) ভীজ আভী] (preposition(al)) (লাক্ষণিক) সম্পর্কে; তুলনায়; মুখোমুখি।
- English Word visa Bengali definition [ভীজা] (noun) [countable noun] পাসপোর্টধারী ব্যক্তি, যিনি দেশদর্শনে যেতে চান বা যে দেশ থেকে নিষ্ক্রান্ত হতে চান, পাসপোর্টে সেই দেশের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত অনুমতিসূচক সিলমোহর বা স্বাক্ষর; ভিসা: entrance/entry visa; exit visa. (verb transitive) ভিসা দেওয়া: get one’s visa passport. visaed [ভীজাড্] (adjective)
- English Word visage Bengali definition [ভিজিজ্] (noun) [countable noun] (সাহিত্যিক) মুখমণ্ডল; মুখাবয়ব। visaged [ভিজিজ্ড্] (suffix) (যৌগশব্দে) উক্ত মুখাবয়ববিশিষ্ট; মুখ; -মুখো: gloomy- visaged, গোমড়ামুখো।
- English Word viscera Bengali definition [ভিসারা] (noun) (plural) (শরীরের) আন্তর যন্ত্র; নাড়িভুঁড়ি। visceral [ভিসারাল্] (adjective) আন্ত্রিক।
- English Word viscid Bengali definition [ভিসিড্], viscous [ভিস্কাস্] (noun(s)) [uncountable noun] আঠালো; চটচটে। viscosity [ভিস্কসাটি] (noun) [uncountable noun] লস; সান্দ্রতা।
- English Word viscount Bengali definition [ভাইকাউনট্] (noun) ব্যারনের চেয়ে উচ্চ ও আর্লের চেয়ে নিম্নপদস্থ অভিজন; ভাইকাউন্ট। viscountess [ভাইকাউনটিস্] (noun) ভাইকাউন্টের স্ত্রী; নিজ অধিকারবলে ভাইকাউন্টের পদমর্যাদাসম্পন্ন মহিলা; ভাইকাউন্টেস। viscountcy [ভাইকাউনট্সি] (noun) (plural viscountcies) ভাইকাউন্টের পদবি, পদমর্যাদা; সম্মান।