T পৃষ্ঠা ১
- English Word T, t Bengali definition [টী] (plural T’s, t’s [টীজ্]) ইংরেজি বর্ণমালার বিংশতি বর্ণ; T আকৃতির বিভিন্ন বস্তুর নামের আগে ব্যবহৃত হয়: a T- bandage; a T-shirt; দ্রষ্টব্যsquare 2(৭). to a T, দ্রষ্টব্যtee.
- English Word T-junction Bengali definition [টী জাঙ্ক্শ্ন্] (noun) যে সংযোগস্থলে দুটি রাস্তা, তার, নল ইত্যাদি T- junction এর মতো পরস্পর সংযুক্ত হয়; টি-সংযোগ।
- English Word T-shirt Bengali definition [টী শাট্] (noun) দ্রষ্টব্য T, t.
- English Word T-square Bengali definition [টী স্কয়া(র্)] দ্রষ্টব্য square 2(৭).
- English Word ta Bengali definition [টা:] (interjection) (কথ্য) ধন্যবাদ।
- English Word ta ta Bengali definition [টাটা:] (interjection) (শিশুবুলি) বিদায়; খোদা হাফেজ।
- English Word tab Bengali definition [ট্যাব্] (noun) (১) ব্যাজ বা বিশেষ চিহ্ন হিসেবে কিংবা কোট ইত্যাদি ঝোলাতে ক্ষুদ্র ফাঁস হিসেবে পোশাকের সঙ্গে যুক্ত কাপড়ের ছোট টুকরা বা ফালি; পটি। (২) (জুতার ফিতা ইত্যাদির মাথায় লাগানো) গেরো। (৪) (কথ্য) হিসাব; নজর। keep a tab/tabs on something/somebody হিসাব/নজর রাখা: keep a tab on the expenses.
- English Word tabby Bengali definition [ট্যাবি] (noun) (plural tabbies) tabby (-cat) ধূসর বা বাদামি রঙের ডোরাকাটা বিড়াল; চিত্রমার্জার।
- English Word tabefaction Bengali definition [ট্যাবিফ্যাকশন] (noun) রোগজনিত ক্ষয় বা কৃশতা: The actress died due to tabefaction.
- English Word tabernacle Bengali definition [ট্যাবান্যাক্ল্] (noun) (১) (বাইবেলি) the Tabernacle ফিলিস্তিনে বসতি স্থাপনের আগে দেশ-দেশান্তরে ঘুরে বেড়ানোর সময়ে ইহুদিদের পুণ্যালয়রূপে ব্যবহৃত বহনযোগ্য মণ্ডপ; পুণ্যমণ্ডপ। (২) (গির্জা সম্বন্ধীয়) ধর্মার্থে অভিসংস্কৃত রুটির পাত্র রাখার আধার; পাত্রাধার। (৩) উপাসনালয়; ভজনালয়।
- English Word tabla Bengali definition [তব্লা] (noun) এক জোড়া ছোট ঢোলবিশেষ, যা অন্যান্য যন্ত্রের সঙ্গে তাল ঠিক রাখতে বাজানো হয়; তবলা।
- English Word table Bengali definition [টেইব্ল্] (noun) [countable noun] (১) টেবিল; মেঝ: a dining-table; a kitchen-table; a billiard-table. at table আহাররত। table-cloth (noun) টেবিল-চাদর। table-knife (noun) টেবিল ছুরি। table-lifting/-rapping/-turning (noun(s)) অধ্যাত্মবৈঠকে আপাতদৃষ্টিতে শারীরিক শক্তিপ্রয়োগ ছাড়া টেবিল-তোলা; চাপড়ানো; উলটানো। table-linen (noun) [uncountable noun] টেবিলের আচ্ছাদন, রুমাল ইত্যাদি। table-mat (noun) টেবিলে গরম পাত্রের নিচে দেওয়ার জন্য ছোট মাদুরবিশেষ। table-spoon (noun) খাবার পরিবেশনের জন্য বড় চামচ; টেবিল চামচ। tablespoonful (noun) টেবিল চামচের এক চামচ। table-talk (noun) খেতে খেতে কথোপকথন; বিশ্রম্ভকথা; মজিলিশি গল্প। table tennis (noun) টেবিল টেনিস; পিং পং। table-ware (noun) [uncountable noun] বাসনকোসন, ছুরিকাঁটা ইত্যাদি; টেবিল সরঞ্জাম। (২) (কেবল singular) টেবিলে ঘিরে উপবিষ্ট ব্যক্তিবর্গ: a table of card-players; King Arthur and his Round Table, রাজা আর্থার এবং তার পারিষদবৃন্দ; jokes that amused the whole table. (৩) (কেবল singular) টেবিলে পরিবেশিত খানাপিনা: to keep a good table. (৪) table (-land) সানুদেশ; অধিত্যকা। (৫) [countable noun] সারণি; অনুক্রমণিকা; সূচিপত্র: a table of contents; multiplication tables, গুণের নামতা; a railway time table. (৬) (বাগ্ধারা) lay something on the table (সংসদে কোনো পদক্ষেপ, বিবরণ ইত্যাদি) অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা। turn the tables on somebody পরাজয়বরণ কিংবা দুর্বল অবস্থানে থাকার পর কারো উপর প্রাধান্য অর্জন করা; অবস্থা সম্পূর্ণ উলটে ফেলা। (৭) [countable noun] (বাইবেলি) কাঠ, পাথর ইত্যাদির) ফলক; লিপিফলক; পাটা; the tables of the law. ঈশ্বর কর্তৃক মুসা নবিকে (আঃ) প্রদত্ত দশ আদেশ। □(verb transitive) (১) আলোচনার জন্য উপস্থাপন করা: table a motion/Bill/amendment, উপরে ৬ দ্রষ্টব্য। (২) (বিশেষত America(n)) অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা। (৩) সারণিবদ্ধ/ছকবদ্ধ করা।
- English Word table dhôte Bengali definition [টা:ব্ল্ ডোট্] (noun) (adjective), (adverb) (ফরাসি) (রেস্তোরাঁর আহার) বাঁধা দরে; (র): a table dhôte lunch দ্রষ্টব্যa la carte.
- English Word tableau Bengali definition [ট্যাবলো] (noun) (plural tableaux [ট্যাবলোজ্]) (প্রায়ই tableau vivant [ভীভা:ন্ America(n) ভীভা:ন্]) বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট।
- English Word tablet 1 Bengali definition [ট্যাব্লিট্] (noun) (১) লিখিত বা উৎকীর্ণ লিপিসংবলিত ফলক; লিপিপট; লিপিফলক। (২) একপাশ-বাঁধা লেখার কাগজের তোড়া। (৩) শক্ত সাবানের দলা; (ওষুধের) চক্রিকা; ট্যাবলেট; চ্যাপটা, শক্ত মিঠাই। (৪) (ইতিহাস) শব্দ খোদাই করার কাঠ, পাথর ইত্যাদির পাতলা ফলক; কাষ্ঠফলক।
- English Word tablet 2 Bengali definition [ট্যাব্লিট্] (noun) (কম্পিউটার) ট্যাবলেট (ট্যাবলেট কম্পিউটার নামেও পরিচিত); সাধারণত ব্যাটারিচালিত হালকা ও বহনযোগ্যে কম্পিউটার, যাতে টাচস্ক্রিন থাকে। তবে দৃশ্যমান কি-বোর্ড নেই: She grabbed her tablet.
- English Word tabloid Bengali definition [ট্যাব্লয়ড্] (noun) ভূরিভূরি ছবি, ধারাবাহিক রঙ্গচিত্র ইত্যাদি সংবলিত ছোট আকারের সংবাদপত্র- এতে সহজবোধ্য করে সংবাদ পরিবেশিত হয়; সংবাদচক্রিকা; (attributive(ly)) tabloid journalism.
- English Word taboo Bengali definition [টাবূ America(n) ট্যাবূ] (noun) (১) [countable noun, uncountable noun] (কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে) ধর্ম বা লোকাচারে অনুচ্চার্য, অস্পৃশ্য ইত্যাদি বলে বিবেচিত হয় এমন কিছু; নিষিদ্ধ; টাবু: under (a) tabloid. (২) [countable noun] কোনো কিছু না-করা বা আলোচনা না-করার ব্যাপারে সাধারণ সম্মতি। □(adjective) নিষিদ্ধ: These questions ought not to be taboo. taboo words যেসব শব্দ লোকাচার অনুযায়ী পরিহার্য বা প্রতিষিদ্ধ; নিষিদ্ধ শব্দাবলি। □(verb transitive) বিশেষত ধর্মীয় বা নৈতিক কারণে নিষিদ্ধ/প্রতিষিদ্ধ করা।
- English Word tabor Bengali definition [টেইবা(র্)] (noun) বিশেষত বাঁশির সঙ্গে বাজানোর জন্য ছোট ঢাকবিশেষ; মাদল; পটহ।
- English Word tabouret Bengali definition [ট্যাবারেট্] (noun) (ফরাসি) ছোট আসন বা টুলবিশেষ।