S পৃষ্ঠা ৪৪
- English Word simulate Bengali definition [সিমিউলেইট্] (verb transitive) (১) ভান করা: simulated innocence. (২) ধোঁকা দেওয়ার জন্য ছদ্মরূপ ধারণ করা: There are some insects that simulate dead leaves. simulation [সিমিউলেইশ্ন্] (noun) [uncountable noun] ভান; অনুকরণ; ছদ্মরূপ ধারণ।
- English Word simultaneous Bengali definition [সিম্ল্টেইনিআস্ America(n) সাইম্ল্টেইনিআস্] (adjective) simultaneous (with) একই সময়ে ঘটছে বা করা হচ্ছে এমন; যুগপৎ। simultaneously (adverb) simultaneousness, simultaneity [সিম্ল্টানীআটি America(n) সাইনিআস্] (noun(s))
- English Word sin Bengali definition [সিন্] (noun) (১) [uncountable noun] পাপ; নৈতিকতাবিরুদ্ধ আচরণ; দ্রষ্টব্য crime; [countable noun] পাপকাজ; নৈতিকতাবিরুদ্ধ কাজ: He confessed his sins to the Guru. live in sin (সেকেলে বা কৌতুকার্থে) বিবাহিত না হয়েও স্বামী-স্ত্রীর মতো বাস করা। original sin খ্রিষ্টধর্ম বিশ্বাসে মানবপ্রকৃতির পাপপ্রবণতা, (আদিপিতা আদমের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত) পাপ। deadly/mortal sin (যে পাপ) আত্মার মোক্ষবিনাশ করতে পারে। the seven deadly sins মদ বা দম্ভ, লোভ, কাম, ক্রোধ, উদরপরায়ণতা বা পেটুকতা, মাৎসর্য বা ঈর্ষা ও আলস্য- এই সাত মহাপাপ। (২) [countable noun] প্রথাবিরুদ্ধ কাজ; কাণ্ডজ্ঞান বিরুদ্ধ আচরণ: It is a sin not to hear such a wonderful singer. □ (verb intransitive) sin (against) পাপ করা; অন্যায়. করা: We are all liable to sin. You sin against yourself by staying indoors on such a lovely day. sinful [সিন্ফ্ল্] (adjective) অন্যায়; অনাচারী; পাপময়। sinfulness (noun) sinless (adjective) নিষ্পাপ। sinlessness (noun) sinner [সিনা(র্)] (noun) পাপী; পাপিষ্ঠ।
- English Word since Bengali definition [সিন্স্] (adverb) (১) (perfect tense -সহযোগে) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে: The house was destroyed by a fire two years ago and has since been rebuilt. He left Bangladesh in 1 9৪0 and has not come back since. ever since তারপর থেকে আজ পর্যন্ত; অদ্যাবধি: She left her husband three years ago and has lived alone ever since. (২) (simple tense - সহযোগে) আগে (এ অর্থে প্রচলিত শব্দ ago): How long since was it? কত দিন আগের কথা; কত দিন আগে ঘটেছিল? □ (preposition(al)) (প্রধান clause-এ perfect tense – সহযোগে) পরে; পরবর্তীকা্লে: I have been ill since last Monday. □ (conjunction) (১) (প্রধান clause- এ perfect tense- সহযোগে) তারপর থেকে; তখন থেকে: She has not changed a bit since I last saw her. (প্রধান clause simple present tense- সহযোগে) It is just a week since we came to Dhaka. (২) যেহেতু: Since I have no money, I can’t buy it. Since you tell a lie, I cannot believe in you.
- English Word sincere Bengali definition [সিন্সিআ(র্)] (adjective) (১) (অনুভূতি, আচরণ) আন্তরিক; অকৃত্রিম: It is our sincere belief that Are you sincere in your wish to give up smoking? (২) (ব্যক্তি) খোলামেলা; অকপট; ভানভণিতাহীন। sincerely (adverb) আন্তরিক বা অকপটভাবে। yours sincerely (বন্ধু বা পরিচিতজনের কাছে লেখা চিঠির শেষে ব্যবহৃত) একান্ত(ভাবে) তোমার/আপনার। sincerity [সিন্সেরাটি] (noun), [uncountable noun] আন্তরিকতা; সততা: speaking in all sincere, সম্পূর্ণ সৎ ও আন্তরিকভাবে বলতে গেলে।
- English Word sine Bengali definition [সাইন্] (noun) (ত্রিকোণ) সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের সঙ্গে সূক্ষ্মকোণদ্বয়ের একটির বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত; সাইন।
- English Word sine die Bengali definition [সাইনিডাইঈ] (adverb) (লাতিন) অনির্দিষ্টকালের জন্য: adjourn a meeting sine die.
- English Word sine qua non Bengali definition [সিনেইকোআ:নোন্] (noun) (লাতিন) অপরিহার্য শর্ত বা গুণ; বা বৈশিষ্ট্য।
- English Word sinecure Bengali definition [সাইনিকিউআ(র্)] (noun) [countable noun] যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু কাজ বা দায়িত্ব নেই।
- English Word sinew Bengali definition [সীনিউ] (noun) [countable noun] (১) পেশিতন্তু। (২) (plural) মাংসপেশি; শক্তি; দৈহিক শক্তি; (লাক্ষণিক) শক্তি অর্জনের উপায়; শক্তির উৎস। the sinews of war অর্থ; টাকাকড়ি। sinewy (adjective) বলিষ্ঠ; পেশল: sinewy arms; (লাক্ষণিক) সতেজ; প্রাণশক্তিসম্পন্ন।
- English Word sing Bengali definition [সিঙ্] (verb intransitive), (verb transitive) (১) গান করা; গাওয়া: He sings well. She was singing a Tagore song. sing another tune সুর পালটে ফেলা, অর্থাৎ কথাবার্তা বা চালচলনের ধরন পালটে ফেলা। sing small (কথ্য) (তিরস্কৃত, শাস্তিপ্রাপ্ত ইত্যাদি হওয়ার পর) মুখ নামিয়ে কথা বলা বা মাথা নিচু করে চলা। (২) গুঞ্জনধ্বনি করা: The kettle was singing (assay) on the cooker. (৩) sing (of) something প্রশস্তিগাথা রচনা করা: sing (of) a hero’s exploits. sing somebody’s praises কারো গুণকীর্তন করা। (৪) sing out (for) (কারো/কোনোকিছুর জন্য) চিৎকার করা। sing something out চিৎকার করে কোনোকিছু বলা: sing out an order. sing up আরো জোরে; আরো উঁচু স্বরে গান করা: Sing up, boys! singer (noun) গায়ক/গায়িকা। singing (noun) গায়ন: She teaches singing. She gives singing lessons. singable [সিঙ্আব্ল্] (adjective) গায়নযোগ্য; গাওয়ার মতো; Some of this music is simply not singable.
- English Word singe Bengali definition [সিন্জ্] (verb transitive), (verb intransitive) (১) (বিশেষত চুলের) আগা বা শেষাংশ পুড়িয়ে দেওয়া: have one’s hair cut and singed. (২) পুড়িয়ে কালো করা; ঝলসানো; হালকাভাবে পোড়ানো: singe a shirt while ironing it; singe the poultry, জবাই করার পর পালক পুড়িয়ে দেওয়া। (৩) ঝলসে যাওয়া। □ (noun) ঝলসানি।
- English Word single Bengali definition [সিঙ্গ্ল্] (adjective) (১) মাত্র এক; এক এবং তার বেশি নয়: a single fan hanging from the celling; in single file, একজনের পিছনে আর একজন এইভাবে একসারিতে (দাঁড়ানো বা চলমান)। single-breasted (adjective) একসারি বোতামওয়ালা (কোট)। single-combat (একজনের বিপরীতে আর একজন এইভাবে অস্ত্রহাতে) মুখোমুখি যুদ্ধ। single-handed (adjective), (adverb) (অন্যের সাহায্য ছাড়া) একহাতে (অর্থাৎ একজনের) করা। single-minded (adjective) একনিষ্ঠ; একাগ্রচিত্ত। singlestick (noun) [countable noun, uncountable noun] এককাঠি; এককাঠির বেড়া-দেওয়া। single ticket (noun) এক যাত্রার টিকিট; ফিরতি টিকিট নয়। তুলনীয় (America(n)) one-way ticket. single track (noun) একলাইন বিশিষ্ট রেলপথ; ডবল লাইন নয়। (২) অবিবাহিত: a single woman; remain single; the single state/life, অবিবাহিত অবস্থা/জীবন। (৩) একজনের ব্যবহারের জন্য; একজনের করা: a single bed. (৪) (উদ্ভিদবিদ্যা) একপ্রস্থ পাপড়িবিশিষ্ট: a single tulip. □ (noun) [countable noun] (১) (টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি খেলায়) একজনের সঙ্গে একজন করে; একক: play a single; men’s singles; (ক্রিকেট খেলায়) একরান: take a quick single. (বেসবল খেলায়) একঘর দৌড়ে যাওয়া। (২) এক যাত্রার টিকিটের সংক্ষেপ: Three second-class singles to Rajshahi. □ (verb transitive) single somebody/something out অনেকের/অনেক কিছুর ভিতর থেকে কোনো একজনকে/একটিকে বেছে নেওয়া: Which would you single out as the best? He was singled out for punishment. He singled out Mr All for special mention. singly [সিঙ্গ্লি] (adverb) এক এক করে; একজনের পর একজন করে; এককভাবে নিজে নিজে। singleness (noun) [uncountable noun] একত্ব; এককত্ব। singleness of purpose একনিষ্ঠতা; একাগ্রতা।
- English Word singlet Bengali definition [সিঙ্গ্লিট্] (noun) (British/Britain) খেলাধুলায় বা শার্টের নিচে পরার জন্য হাতকাটা জামা বা অন্তর্বাসবিশেষ।
- English Word singsong Bengali definition [সিঙ্সঙ্] (noun) (১) একসঙ্গে গান করার জন্য বন্ধুজনের সমাবেশ; তাৎক্ষণিকভাবে উদ্ভাবিত একতান গীতি: have a singsong on New Year’s Eve. (২) in a singsong (কণ্ঠ) একইভাবে ওঠানামা করে; একঘেয়ে সুরে: (attributive(ly)) in a singsong voice manner.
- English Word singular Bengali definition [সিঙ্গিউলা(র)] (adjective) (১) (সাহিত্যিক) অসাধারণ; অদ্ভুত: She made herself singular in the way she dressed. (২) (আনুষ্ঠানিক) বিশিষ্ট; অনন্য: a man of singular courage and determination. (৩) (ব্যাকরণ) একবচনাত্মক। □ (noun) একবচন: What is the singular of mien? singularly (adverb) অনন্যসাধারণভাবে; অদ্ভুতভাবে; স্বকীয়ভাবে। singularity [সিঙগিউল্যারাটি] (noun) [uncountable noun] অদ্ভুত ভাব; [countable noun] অস্বাভাবিক বা অদ্ভুত কোনোকিছু। singularize, singularise [সিঙ্গিউলা(র)আইজ] (verb transitive) অসাধারণ বা অদ্ভুত রূপ দান করা।
- English Word Sinhalese, Singhalese Bengali definition [সিন্হালীজ্, সিঙ্হালীজ্] (adjective) সিংহলের; সিংহলি। □ (noun) সিংহলের লোক; সিংহলি; সিংহলি ভাষা।
- English Word sinister Bengali definition [সিনিস্টা(র্)] (adjective) (১) অশুভ; অমঙ্গলসূচক: a sinister beginning. (২) অপকারী; অনিষ্ঠকর: sinister looks. (৩) (কুলপরিচয়বিদ্যায়) ঢালের বামপার্শ্বস্থ। bar sinister ঢালের উপর অবৈধ জন্মের নিদর্শনস্বরূপ রেখা বা চিহ্ন।
- English Word sink 1 Bengali definition [সিঙ্ক্] (noun) [countable noun] (১) সাধারণত বাসনপত্র, শাকসবজি ইত্যাদি ধোওয়ার জন্য রান্নাঘরে; পানির ট্যাপের নিচে স্থায়ীভাবে বসানো নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থাসংবলিত বেসিন বা পাত্র; সিংক: She was at the kitchen sink washing dishes. (২) ময়লা পানি ধারণ করার কুয়া, খানা বা ভূগর্ভস্থ মলকুণ্ড। (৩) (লাক্ষণিক) অশুভ তৎপরতার স্থান; শয়তানের আড্ডাখানা: You’d better avoid passing by that sink of iniquity.
- English Word sink 2 Bengali definition [সিঙ্ক্] (verb intransitive), (verb transitive) (১) অস্ত যাওয়া; ডুবে যাওয়া; The sun was sinking in the west. The boat sank. sink or swim (খুব বড় ধরনের ঝুঁকি নেওয়ার বেলায় ব্যবহৃত হয়) হয় বাঁচা না হয় মরা। (২) ঢালু হয়ে নেমে যাওয়া বা বসে যাওয়া; ঢলে পড়া, দুর্বলতর হওয়া; (লাক্ষণিক) দমে যাওয়া: My heart sank at the thought of the distance I had yet to trudge. The foundations of the building have sunk considerably. The ground gradually sank to the sea. She sank to the ground. (৩) খুঁড়ে তৈরি করা: sink a well; খুঁড়ে তৈরি করা গর্তে বসানো: sink a post in the ground. (৪) sink in; sink into something ভিতরে প্রবেশ করা; (লাক্ষণিক) মর্মস্থলে প্রবেশ করা: The warning sank into his mind, মনে গেঁথে গেছে; মনে বসে গেছে; The lesson hasn’t sunk in, মাথায় ঢোকেনি; The rain sank into the dry ground. (৫) sink in; sink into/to something (শারীরিক বা নৈতিক) অবনতি ঘটা বা অবনতিপ্রাপ্ত হওয়া; বিষয় বা নিমজ্জিত হওয়া: sink into a deep sleep; sink into vice. He looked sunk in deep thought. Her cheeks had sunk in, গাল বসে গেছে; The old man is sinking fast, শীঘ্রই মারা যাবে। (৬) ডুবিয়ে দেওয়া বা ডুবতে দেওয়া; নামানো; নিচু করা; (লাক্ষণিক) নিরসন করা; দূর করা; ভুলে যাওয়া: They (agreed to sink) their differences and work together, মতপার্থক্য দূর করে একসঙ্গে কাজ করতে রাজি হলো; She sank her voice to a whisper, গলা নামিয়ে ফিসফিস করে বলতে লাগলো; The marine corps sank an enemy ship. (৭) sink (in) এমনভাবে বা এমন কিছুতে (অর্থ) বিনিয়োগ করা যাতে সহজে (তা) তোলা যায় না বা প্রত্যাহার করা যায় না: He has sunk an entire fortune in a new weekly. sinkable [সিঙ্ক্আব্ল্] (adjective) যা ডোবানো যায়।