S পৃষ্ঠা ১
- English Word S, s Bengali definition [এস্] (plural S’s, s’s [এসিজ]) ইংরেজি বর্ণমালার উনিশতম বর্ণ।
- English Word sabbatarian Bengali definition [স্যাবটেআরিআন্] (noun) রবিবারের পবিত্রতা রক্ষায় কঠোর নিয়মনিষ্ঠার প্রবক্তা খ্রিষ্টান। দ্রষ্টব্যSabbath. □ (adjective) উক্তরূপ খ্রিষ্টানদের নীতিনিয়ম সম্বন্ধীয়; স্যাবাটেরিয়ান।
- English Word Sabbath Bengali definition [স্যাবাথ্] (noun) বিশ্রামদিবস- খ্রিষ্টানদের জন্য রবিবার, ইহুদিদের জন্য শনিবার: keep the Sabbath, ঈশ্বরোপাসনা ও বিশ্রামের মধ্য দিয়ে ঐ দিবস যাপন করা।
- English Word sabbatical Bengali definition [সাব্যাটিক্ল্] (adjective) স্যাবাথবিষয়ক বা স্যাবাথ সদৃশ্য: a sabbatical calm. sabbatical (year) ভ্রমণ বা বিশেষ পঠনপাঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে প্রদত্ত এক বছরের ছুটি।
- English Word sable Bengali definition [সেইবল্] (noun) [Countable noun] (১) লোমশ চামড়ার মূল্যবান ক্ষুদ্র জন্তুবিশেষ; স্যাবল; [uncountable noun] ঐ জন্তুর লোমশ চামড়া: a sable coat/stole. (২) sable antelope আফ্রিকার শৃঙ্গযুক্ত কালো বৃহৎ হরিণজাতীয় জন্তু; আফ্রিকি কৃষ্ণসার।
- English Word sabot Bengali definition [স্যাবৌ America(n) স্যাবৌ] (noun) [countable noun] একক কাষ্ঠখণ্ড খুঁড়ে নির্মিত পাদুকা; খড়ম; কাষ্ঠপাদুকা।
- English Word sabotage Bengali definition [স্যাবাটাজ্] (noun) [uncountable noun] শ্রমিকমালিকের বিবাদ, রাজনৈতিক কলহ বা যুদ্ধের সময়ে যন্ত্রপাতি, মালামাল প্রভৃতির ইচ্ছাপূর্বক ক্ষতিসাধন কিংবা প্রতিপক্ষের কর্মতৎপরতায় অন্তরায় সৃষ্টি; অন্তর্ঘাত; কূটাঘাত। □ (verb transitive) অন্তর্ঘাতে লিপ্ত হওয়া। saboteur [স্যাবাটা(র)] (noun) অন্তর্ঘাত যে হানে; অন্তর্ঘাতক।
- English Word sabre Bengali definition (America(n)= saber) [সেইবারে্] (noun) অশ্বারোহীদের বাঁকানো ফলকযুক্ত ভারী তলোয়ার। sabre-rattling (noun) সামরিক শক্তির আক্রমণাত্মক প্রদর্শনী; শক্তির আস্ফালন। sabre-toothed (adjective) বাঁকা তলোয়ারের মতো (সাধারণত দুটি) দাঁতযুক্ত; খড়গদন্ত: a sabre-toothed tiger (অধুনালুপ্ত).□ (verb transitive) বাঁকা তলোয়ারের আঘাত হানা।
- English Word sac Bengali definition [স্যাক্] (noun) প্রাণী বা উদ্ভিদদেহে কোনো রক্তের আবরক থলিসদৃশ ঝিল্লি।
- English Word saccharin Bengali definition [স্যাকারিন] (noun) [uncountable noun] আলকাতরা থেকে প্রস্তুত অতি সুমিষ্ট পদার্থ, যা চিনির বদলে ব্যবহার করা হয়; স্যাকারিন। saccharine [স্যাকারীন্] (adjective) শর্করাসদৃশ; অতিমিষ্ট।
- English Word sacerdotal Bengali definition [স্যাসাডোউট্ল্] (adjective) যাজক সম্বন্ধীয়; যাজকীয়। sacerdotalism [স্যাসাডোউট্লিজাম্] (noun) [uncountable noun] শাসনব্যবস্থাবিশেষ, যাতে পুরোহিতরা (ঈশ্বর ও মানবজাতির মধ্যে মধ্যস্থতা করার দাবিতে) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিংবা প্রভূত ক্ষমতার অধিকারী হন; যাজকতন্ত্র।
- English Word sachet Bengali definition [স্যাশেই America(n) স্যাশেই] (noun) (১) ক্ষুদ্র সুবাসিত থলি। (২) [countable noun, uncountable noun] কাপড়চোপড় ইত্যাদির মধ্যে রাখার জন্য সুগন্ধ, শুষ্ক ল্যাভেন্ডার বা অন্য কোনো পদার্থ (-পূর্ণ থলি); পেটি: a sachet of sugar/sauce/shampoo.
- English Word sack 1 Bengali definition [স্যাক্] (Noun) (১) বস্তা; গাঁটরি; ছালা; এক বস্তা পরিমাণ: two sacks of rice. sack-race (noun) দৌড়প্রতিযোগিতা, যাতে প্রতিযোগীদের বস্তায় পা-বাঁধা অবস্থায় দৌড়াতে হয়। sackcloth (noun) [uncountable noun] চট। sack cloth and ashes (ক) অপকর্মের জন্য অনুতাপ; অনুশোচনা। (খ) শোককরণ; শোকপালন। (২) ঢিলা; খাটো পোশাক। sacking (noun) চট; ছালা।
- English Word sack 2 Bengali definition [স্যাক্] (noun) give somebody/get the sack (কথ্য) চাকরি থেকে বরখাস্ত করা/হওয়া। □ (verb transitive) বরখাস্ত/ কর্মচ্যুত করা।
- English Word sack 3 Bengali definition [স্যাক্] (verb transitive) (বিজয়ী সেনাবাহিনী) (বিজিত নগরী ইত্যাদি) নির্মমভাবে লুণ্ঠন করা। the sack অধিকৃত নগরী ইত্যাদির লুটতরাজ; লুটপাট।
- English Word sack 4 Bengali definition [স্যাক্] (noun) (অপশব্দ) বিছানা। hit the sack শুয়ে পড়া।
- English Word sack 5 Bengali definition [স্যাক্] (noun) [uncountable noun] (ইতিহাস) স্পেন ও ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে আমদানিকৃত এক ধরনের সাদা মদ।
- English Word sacrament Bengali definition [স্যাক্রামান্ট্] (noun) [countable noun] ধর্মদীক্ষা; গির্জার সদস্যরূপে দীক্ষাদান, বিবাহ প্রভৃতি ভাবগম্ভীর অনুষ্ঠান, যা বিরাট আধ্যাত্মিক কল্যাণ বয়ে আনে বলে বিশ্বাস করা হয়; সংস্কার। (বিশেষত) the Blessed/Holy Sacrament যিশু খ্রিস্টের অন্তিম স্মরণোৎসব; পবিত্র ভোজনোৎসব। sacramental [স্যাক্রামেনট্ল্] (adjective) ধর্মীয় আচার ও সংস্কার সম্বন্ধীয়; সাংস্কারিক: sacramental wine.
- English Word sacred Bengali definition [সেইক্রিড্] (adjective) (১) ঐশ্বর; ঐশ্বরিক; ধর্মীয়: a sacred building; sacred writings. (২) ভাবগম্ভীর; পবিত্র; অলঙ্ঘনীয়: a sacred prose. (৩) পূত; পবিত্র; পরম শ্রদ্ধেয়; পূজনীয়: a sacred animal. sacred cow (কথ্য) যুক্তিসঙ্গত সমালোচনার ঊর্ধ্ব পরম পবিত্র বলে বিবেচিত কোনো বস্তু। sacredly (adverb) পবিত্রতার সঙ্গে। sacredness (noun) পবিত্রতা; পূজ্যতা।
- English Word sacrifice Bengali definition [স্যাক্রিফাইস্] (noun) (১) [uncountable noun, countable noun] বলি; কোরবানি; বলির পশু। (২) [countable noun, uncountable noun] বিশেষ উদ্দেশ্যে নিজের জন্য মহার্ঘ কোনো বস্তু ত্যাগ; উৎসর্গ; ত্যাগস্বীকার; বিসর্জন। □ (verb transitive), (verb intransitive) sacrifice (something) (to) (১) বলি দেওয়া; উৎসর্গ করা। (২) বিসর্জন দেওয়া; উৎসর্গ করা: to sacrifice one’s life for one’s country. sacrificial [স্যাক্রিফিশ্ল্] (adjective) বলি সম্বন্ধীয়; বলিসদৃশ; বলি।