D পৃষ্ঠা ৩৫
- English Word dignify Bengali definition [ডিগ্নিফাই] (verb transitive) সম্মান বা মর্যাদা দান করা; মহীয়ান করা: The prize-giving ceremony was dignified by the presence of the great leader. dignified (participial adjective) সম্মানিত; মর্যাদাবান; গভীর: a dignified man.
- English Word dignitary Bengali definition [ডিগ্নিটারি] (noun) উচ্চপদস্থ ব্যক্তি।
- English Word dignity Bengali definition [ডিগ্নাটি] (noun) (১) সম্মানিত বা মর্যাদাপূর্ণ অবস্থা; মর্যাদা: the dignity of labour. (২) প্রশান্ত গাম্ভীর্য: You should not lose dignity in the face of danger. beneath one’s dignity কারো পক্ষে মর্যাদাহানিকর; অপমানকর: It’s beneath my dignity to talk to such a scoundrel. stand on/upon one’s dignity যথোচিত সম্মানপূর্ণ ব্যবহার পেতে জেদ ধরা। (৩) উচ্চপদ; মর্যাদা; উপাধি।
- English Word digraph Bengali definition [ডাইগ্রাফ্ America(n) ডাইগ্র্যা:ফ্] (noun) যে বর্ণদ্বয় মিলিতভাবে একটি ধ্বনি সৃষ্টি করে (যেমন sh/শ/)।
- English Word digress Bengali definition [ডাইগ্রেস্] (verb intransitive) digress (from) লেখায় বা ভাষণে মূল প্রসঙ্গ থেকে চ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক হওয়া। digression (noun) মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি; অপ্রাসঙ্গিকতা: In your speech, sometimes you have had a few digress.
- English Word digs Bengali definition [ডিগ্স্ কথ্য British/Britain] (noun) কোনো বাড়িতে (হোটেলে নয়) ভাড়া থাকা: He has to leave home and go into digs.
- English Word dike, dyke Bengali definition [ডইক্] (noun) (১) খাল; নালা; পরিখা। (২) মাটির দীর্ঘ বাঁধ (বন্যা নিরোধের জন্য)। (৩) (অশিষ্ট) সমকামী পুরুষ। □ (verb intransitive), (verb transitive) বাঁধ নির্মাণ বা পরিখা খনন করা।
- English Word dilaltory Bengali definition [ডিলাটারি] (adjective) দীর্ঘসূত্রী; শ্লথগতিসম্পন্ন।
- English Word dilapidated Bengali definition [ডিল্যাপিডেইটিড্] (adjective) (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত: It’s risky to live in a dilapidated building. dilapidation (noun) ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসস্তূপে পরিণত অবস্থা।
- English Word dilate Bengali definition [ডাইলেইট্] (verb intransitive), (verb transitive) (১) প্রসারিত হওয়া; বৃহত্তর হওয়া; প্রসারিত বা বড় করা। (২) dilate upon (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে সামগ্রিকভাবে বলা বা লেখা: For want of time, I could not dilate upon the subject. dilation (noun) প্রসারণ; বিস্তারণ।
- English Word dilemma Bengali definition [ডিলেমা] (noun) উভয়সংকট; এমন অবস্থা যখন দুটি সমান অগ্রহণযোগ্য বা অসুবিধাজনক বিকল্পের একটিকে বেছে নিতে হয়। on the horns of a dilemma উভয়সংকটাবস্থা; শাঁখের করাত; জলে কুমির, ডাঙার বাঘ।
- English Word dilettante Bengali definition [ডিলিট্যান্টি] (noun) কাব্য বা সংগীত ইত্যাদির অনুরাগী কিন্তু এসব বিষয়ে অগভীর জ্ঞানসম্পন্ন বা এসব ব্যাপারে যথেষ্ট অভিনিবেশ নেই এমন ব্যক্তি।
- English Word diligence Bengali definition [ডিলিজান্স্] (noun) অধ্যবসায়; পরিশ্রম।
- English Word diligent Bengali definition [ডিলিজান্ট্] (adjective) অধ্যবসায়ী; পরিশ্রমী। diligently (adverb)
- English Word dill Bengali definition [ডিল্] (noun) আচার ইত্যাদিকে সুগন্ধি করার জন্য ব্যবহৃত একপ্রকার লতা।
- English Word dilly-dally Bengali definition [ডিলিড্যালি] (verb intransitive) হেলায়ফেলায় সময় কাটানো: ইতস্তত ঘোরাফেরা করে সময় কাটানো; সময় অপচয় করা।
- English Word dilute Bengali definition [ডাইলিউট্] (verb transitive) dilute (with) (প্রধানত জল মিশিয়ে) কোনো তরল পদার্থকে অধিকতর তরল করা: This medicine has to be diluted with water. □ (adjective) (এসিড ইত্যাদি) তরলীকৃত করায় কম শক্তিসম্পন্ন। dilution (noun) তরলীকরণ; তরলীভবন। dilutely (adverb) অনুজ্জ্বলভাবে; অস্পষ্টভাবে। diluteness (noun) নিষ্প্রভতা; অস্পষ্টতা।
- English Word dim Bengali definition [ডিম্] (adjective) (১) অনুজ্জ্বল; অস্পষ্ট; মৃদু: I could not hardly see his face in the dim light of a candle. (২) (চোখ বা চোখের দৃষ্টিসম্পর্কিত) ঝাপসা: His eye sight is getting dim. take a dim view of (কথ্য) নৈরাশ্যমূলক ধারণা পোষণ করা।
- English Word dime Bengali definition [ডাইম্] (noun) (যুক্তরাষ্ট্র ও কানাডার) দশ সেন্ট মূল্যের মুদ্রা।
- English Word dimension Bengali definition [ডাইমেন্শ্ন্] (adjective), (noun) (১) দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা- এদের যেকোনো একটি; মাত্রা: A box has three dimensions, i.e it has length, breadth and depth. (২) আয়তন; মাপ; ব্যাপ্তি: We have to know the dimensions of the problem. (৩) (বীজগণিত) সংখ্যাদির ঘাতমাত্রা। dimensional (adjective) (নির্দিষ্টসংখ্যক) মাত্রাযুক্ত: three dimensional object. 3D (Three dimensional-এর সংক্ষেপ) ত্রিমাত্রিক 3D films.