D পৃষ্ঠা ৩২
- English Word dialysis Bengali definition [ডাইঅ্যালিসিস্] (noun) (চিকিৎসাশাস্ত্র) রোগীর জীবনরক্ষায় বিশেষ ব্যবস্থা। Renal dialysis রোগীর কিডনি অকেজো হয়ে গেলে যে পদ্ধতিতে তাকে বাঁচিয়ে রাখা হয়।
- English Word diameter Bengali definition [ডাইআমিটা(র্)] (noun) (১) ব্যাসরেখা; ব্যাস। (২) লেন্স বা চশমার কাচের বিবর্ধনশক্তির পরিমাপের একক: This lens magnifies 10 diameters.
- English Word diametrically Bengali definition [ডাইআমেট্রিক্লি] (adverb) সম্পূর্ণভাবে; পুরোপুরি (উল্টা): The two brothers hold diametrically opposite views about politics.
- English Word diamond Bengali definition [ডাইআমান্ড্] (noun) (১) উজ্জ্বল মূল্যবান রত্নপাথরবিশেষ; হীরা; হীরক: a diamond ring. diamond jubilee হীরকজয়ন্তী; ৬০ বছরপূর্তি উদযাপন। rough diamond বাহ্যিকভাবে রূঢ় কিন্তু অন্তরে সদর ব্যক্তি; অমার্জিত প্রতিভাবান ব্যক্তি। (২) তাসের খেলার রুহিতন। (৩) হীরকনির্মিত কোনো বস্তু।
- English Word diaper Bengali definition [ডাইআপা(র্)] (noun) (১) বুটিদার কাপড়। (২) (America(n)) শিশুদের জন্য জেল দিয়ে তৈরি একবার ব্যবহার উপযোগী ন্যাপি, যা তরল পদার্থ শুয়ে নেয়।
- English Word diaphanous Bengali definition [ডাইঅ্যাফানাস্] (adjective) স্বচ্ছ (পোশাক বা বোরকার কাপড়বিষয়ক); নির্মল।
- English Word diaphragm Bengali definition [ডাইআফ্র্যাম্] (noun) (১) বক্ষ ও উদরের মধ্যবর্তী ঝিল্লির পরদা; মধ্যচ্ছদা। (২) (লেন্সের ভিতর দিয়ে) ক্যামেরায় আলোক প্রবেশ নিয়ন্ত্রণের কৌশলবিশেষ। (৩) কম্পনশীল পাত বা চোঙ যা কোনো কোনো যন্ত্রে (যেমন টেলিফোন রিসিভার, লাউডস্পিকার) শব্দতরঙ্গ সৃষ্টিতে ব্যবহৃত হয়।
- English Word diarrhoea Bengali definition [ডাইআরিআ] (noun) উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
- English Word diary Bengali definition [ডাইআরি] (noun) ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি; দিনলিপি; রোজনামচা; দৈনিক দেখাসাক্ষাৎ, কর্তব্যকর্ম, চিন্তাভাবনা টুকে রাখার খাতা। diarist (noun) দিনলিপিকার।
- English Word diaspora Bengali definition [ডাইয়্যাস্পরা] (noun) (১) ফিলিস্তিনে রোমান দখল ও ব্যবিলনে নির্বাসনের পর ফিলিস্তিনের বাইরে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ইহুদিদের বিচ্ছিন্ন বসতি: Judaism in the diaspora as a missionary religion in the less militant sense. (২) আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের নানা প্রান্তে বসবাস; ডায়াসপোরা: The diaspora was an infection spreading across europe.
- English Word diatribe Bengali definition [ডাইআট্রাইব্] (noun) তীব্র ও তীক্ষ্ণ ভাষায় ভর্ৎসনা; প্রচণ্ড নিন্দামূলক বক্তৃতা।
- English Word dibble Bengali definition [ডিবল্] (noun) মাটিতে গর্ত করতে সূচালো মুখবিশিষ্ট খননযন্ত্র; খুরপি। □ (verb transitive) ঐরূপ যন্ত্রের সাহায্যে (চারা ইত্যাদি) গর্তে রোপণ করা।
- English Word dice Bengali definition [ডাইস্] (noun) ((plural) জুয়াখেলার জন্য ফুটকিচিহ্নিত ঘুঁটি; পাশা। dicebox (noun) চালার আগে যে সরু বাক্সের মধ্যে ঘুঁটিকে ঝাঁকানো হয়। □ (verb transitive) (১) পাশা খেলা। dice with death মৃত্যুঝুঁকি নিয়ে কোনো কাজ করা; জীবনবাজি রাখা। (২) (মুলা, গাজর) জুয়ার ঘুঁটির মতো চাকচাক করে কাটা।
- English Word dicey Bengali definition [ডাইসি] (adjective) (কথ্য) ঝুঁকিপূর্ণ; অনিশ্চিত।
- English Word dichotomy Bengali definition [ডাইক্টামি] (noun) দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.
- English Word dicky 1, dickey Bengali definition [ডিকি] (noun) (কথ্য) (১) দুই আসনবিশিষ্ট মোটরগাড়ির পিছনের দিকের গুটানো অতিরিক্ত আসন। (২) dickybird পাখি বোঝাতে শিশুবুলি।
- English Word dicky 2 Bengali definition [ডিকি] (adjective) (অশিষ্ট) দুর্বল; নাজুক: He has a dicky heart.
- English Word dicotyledon Bengali definition [ডাইকটালীডান] (noun) অঙ্কুরোদ্গমকালে দুটি পাতা গজায় এমন সপুষ্পক উদ্ভিদ।
- English Word Dictaphone Bengali definition (noun) [ডিক্টাফোউন্] (noun) (বিশেষ ক্ষেত্রে) কথা রেকর্ড করার যন্ত্রবিশেষ।
- English Word dictate Bengali definition [ডিক্টেইট্ America(n) ডিক্টেইট্] (verb transitive), (verb intransitive) (১) অপরকে দিয়ে লেখানোর জন্য সশব্দ পাঠ করা বা বলা; He dictated a letter to his secretary. (২) কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে নির্দেশ দেওয়া: The General dictated terms to the defeated enemy. (৩) dictate to হুকুম করা: You cannot dictate to me! □ (noun) (বিশেষত যুক্তি বা বিবেকের) নির্দেশ: In doing this, I only followed the dictates of my common sense.