B পৃষ্ঠা ১
- English Word -bellied Bengali definition [-বেলিড্] দ্রষ্টব্য belly.
- English Word -bodied Bengali definition [-বডিড্] (adjective) (অন্য adjective এর সঙ্গে) দেহবিশিষ্ট: big bodied, বিরাট দেহবিশিষ্ট; strong bodied, শক্তিশালী দেহবিশিষ্ট; able bodied, সক্ষম দেহবিশিষ্ট।
- English Word B, b Bengali definition [বী] (plural B’s, b’s [বীজ্]) (১) ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ। (২) সংগীতে সপ্তম স্বর। (৩) উপপ্রমেয়মূলক দ্বিতীয় ব্যক্তি বা উদাহরণ। (৪) দ্বিতীয় উচ্চতম স্থান (শিক্ষার্থীদের নম্বর, মান ইত্যাদিতে)।
- English Word baa Bengali definition [বা:] (noun) ভেড়ার ডাক; ব্যা। □(verb intransitive) (baaing, baaed বা baa’d [বা:ড্]) ব্যা ব্যা করা। baa-lamb (noun) শিশুর বুলিতে ‘ভেড়া’।
- English Word babble Bengali definition [ব্যাব্ল্] (verb transitive), (verb intransitive) (১) হড়বড় করে কথা বলা; হড়বড়ানো; বকবক করা; (শিশুর মতো) আধ–আধভাবে কথা বলা; (নদী, প্রস্রবণ) কলকল/কুলকুল করা। (২) babble (out) মূর্খের মতো পুনরাবৃত্তি করা; বকবক করা; (গুপ্ত কথা) ফাঁস করা: babble (out) nonsense, আগড়ম-বাগড়ম বকা; babble (out) secrets, গুপ্তকথা ফাঁস করে ফেলা। □ [Uncountable noun] (১) আগড়ম–বাগড়ম; বালভাষিত; আধ-আধ বুলি; বকুনি; বকবকানি; বকরবকর; (বহু মানুষের) কলরব; গুঞ্জন। (২) (জলের) কলধ্বনি; মর্মর। babbler [ব্যাব্লা(র্)] (noun) বাচাল; হড়বড়ানে; বাক্যবাগীশ; বিশেষত যে গুপ্তকথা ফাঁস করে দেয়।
- English Word babe Bengali definition [বেইব্] (noun) (১) (সাহিত্যিক) শিশু। (২) সহজে প্রতারণাযোগ্য অনভিজ্ঞ ব্যক্তি; ছেলেমানুষ; অপোগণ্ড। (৩) (America(n) অপশব্দ) বালিকা বা তরুণী।
- English Word babel Bengali definition [বেইব্ল্] (noun) (১) the Tower of Babel স্বর্গে পৌঁছার প্রয়াসে নির্মিত বাইবেলোক্ত মিনার; বাবেলের মিনার। (২) (indefinite article–সহ singular) হৈচৈ ও কোলাহলপূর্ণ স্থান; হট্টগোল; হট্টমন্দির: the place was an awful babel.
- English Word baboo, babu Bengali definition [বা:বূ] (noun) বাবু।
- English Word baboon Bengali definition [বাবূন্ America(n) ব্যাবূন্] (noun) (আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার) কুকুরমুখো বৃহদাকার বাঁদর; মর্কট; বেবুন।
- English Word babu Bengali definition [বা:বু] (অপিচ baboo [বা:বু]) (Countable noun) (প্রধানত বাংলাভাষী অঞ্চলের হিন্দুসমাজে) নামের প্রধান নাম বা পদবির সঙ্গে সম্বোধনে বা উপাধিরূপে ব্যবহৃত; বাবু: Milon babu, মিলন বাবু; Chowdhury babu, চৌধুরী বাবু।
- English Word baby Bengali definition [বেইবি] (noun) (plural babies) (১) শিশু; বালক; খোকা: a baby boy/girl; the baby of the family, পরিবারের সর্বকনিষ্ঠ। (be left) carrying/holding/to carry/to hold the baby (কথ্য) অবাঞ্ছিত/ অপ্রীতিকর দায়িত্ব ঘাড়ে পড়া। baby carriage (America(n)) প্র্যাম; শিশুযান। baby-faced (noun) সত্যিকার বয়সের চেয়ে তরুণতর মনে হয় এমন; কচিমুখ; বয়সচোরা। baby-farmer (noun) (প্রায়ই অপকর্ষসূচক) (বিশেষত অবাঞ্ছিত) শিশুদের লালনপালনের জন্য চুক্তিবদ্ধ স্ত্রীলোক; শিশুপালিকা। baby-minder (noun) শিশুদের দেখাশোনার কাজে নিয়োজিত দীর্ঘ সময়ের জন্য (যেমন মা যতক্ষণ কাজ উপলক্ষে দূরে থাকেন) নিযুক্ত মহিলা; শিশুরক্ষিকা। baby-sitter যে ব্যক্তি অর্থের বিনিময়ে কিছু সময়ের জন্য শিশুর দেখাশোনা করেন; ছেলে–রাখোয়ালি। baby-sit (verb intransitive) ছেলে রাখা। baby-sitting (noun) ছেলে রাখা। baby-talk (noun) শিশুর মুখে উচ্চারিত কিংবা শিশুর সঙ্গে আলাপকালে ব্যবহৃত ঈষৎবিকৃত ভাষাপ্রভেদ; শিশু–বোল; বালভাষা। (২) (সাধারণত attributive(ly)) অতি ক্ষুদ্র; খুদে; খোকা: a baby car. baby grand (noun) ছোট আকারের গ্রান্ড পিয়ানো; খুদে পিয়ানো। (৩) (অপশব্দ) মেয়ে; খুকি; প্রিয় বা প্রিয়া; পিয়ারি। □(verb transitive) (কথ্য) শিশুর মতো আদর আহ্লাদ দেওয়া: If you don’t want to spoil the boy, don’t baby him! baby hood (noun) বাল্যকাল; শৈশব। babyish (adjective) বালকীয়; ছেলেমানুষি: babyish bevaviour.
- English Word babymoon Bengali definition [বেইবিমূন্] (noun) (অনানুষ্ঠানিক) (বিকল্প বানান (baby-moon, (plural) babymoons, baby-moons)) (১) সন্তান জন্মের আগে দম্পতির বিশ্রাম বা রোমান্টিক ছুটি কাটানো: We boarded a boat for a week-long babymoon among the quiet canals of Mirsarai of Chittagong. (২) জন্মের পর শিশুর সঙ্গে মা-বাবার আত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্য মনোযোগ: A babymoon is regarded as a crucial time for a family to establish itself.
- English Word bacalaureate Bengali definition [ব্যাকালোরিআট্] (Countable noun) (১) ফ্রান্সে মাধ্যমিক স্কুলের শেষ পরীক্ষা; প্রবেশিকা। (২) (বিশ্ববিদ্যালয়ের) স্নাতক পরীক্ষা।
- English Word baccarat Bengali definition [ব্যাকারা:] (Uncountable noun) তাসের জুয়া খেলা; বাকারা।
- English Word bacchanal Bengali definition [ব্যাকান্ল্] (adjective) (১) গ্রিকদের সুরাদেবতা বাক্কুস এবং তার পূজাপদ্ধতি সম্পর্কিত; বাকানাল। (২) উন্মত্ত; উৎকট; পানোন্মত্ত: a bacchanal feast, সুরোৎসব। □(noun) (১) বাক্কুসের পূজারি; পানোন্মত্ত উৎসবকারী। (২) বাক্কুসের উদ্দেশ্যে নিবেদিত সংগীত বা নৃত্য; পানোৎসব; সুরোৎসব। bacchanalian [ব্যাকানেইলিআন্] (adjective) বাক্কুসের পূজারিসম্পর্কিত; উৎসবোন্মত্ত।
- English Word bachelor Bengali definition [ব্যাচালা(র্)] (noun) (১) কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ। দ্রষ্টব্য spinster; (attributive(ly)) অবিবাহিত পুরুষ বা নারীর উপযোগী: a bachelor girl, স্বনির্ভর অবিবাহিতা নারী; bachelor flats. (২) স্নাতক: Bachelor of Arts/Science.
- English Word bacillus Bengali definition [বাসিলাস্] (noun) (plural bacilli [বাসীলাই]) কাঠির আকৃতি বিশিষ্ট ব্যাকটিরিয়ম জাতীয় জীবাণু, বিশেষত রোগজীবাণু; বাসিলাস। bacillar(y) (adjective) জীবাণুঘটিত; জীবাণুসাদৃশ।
- English Word back 1 Bengali definition [ব্যাক্] (noun) (১) (মানবদেহ সম্বন্ধে) পিঠ; পৃষ্ঠদেশ; মেরুদণ্ড। at the back of somebody; at somebody’s back কারো পিছনে থাকা (তাকে সমর্থন করা): The entire establishment is at his back, তুলনীয় back somebody up. do/say something behind somebody’s back কারো অসাক্ষাতে কিছু করা বা বলা (সাধারণত অপ্রীতিকর কোনো কিছু, যেমন কুৎসা)। break one’s back মেরুদণ্ড/কোমরভাঙ্গা; (লাক্ষণিক) হাড়ভাঙ্গা পরিশ্রম করা। break the back of something (যেমন কোনো কাজের) অধিকাংশ বা কঠিনতম অংশ শেষ করে ফেলা। get off somebody’s back কারো ঘাড় থেকে নেমে যাওয়া (তার উপর বোঝা বা তার পথের কাঁটা হয়ে না-থাকা)। give somebody a back; make a back for somebody কাউকে পিঠ দেওয়া (যেমন খেলাচ্ছলে কিংবা দেওয়াল টপকানোর জন্য)। be glad to see the back of somebody পৃষ্ঠদেশদর্শনে পুলকিত হওয়া (আপদ বিদায় হল ভেবে)। be with/have one’s back to the wall পিঠ দেওয়ালে ঠেকা (কঠিন পরিস্থিতি, আত্মরক্ষা করা ছাড়া গত্যন্তর নেই)। be on one’s back (বিশেষত রোগে) শয্যাশায়ী হওয়া: put one’s back into something কোমর বেঁধে/উঠে পড়ে/আদাজল খেয়ে লাগা। put/get somebody’s back up কাউকে রাগানো/চটানো; মাথায় রক্ত চড়ানো। turn one’s back on somebody কাউকে এড়িয়ে চলা/যাওয়া; পরিহার করা; পৃষ্ঠ প্রদর্শন করা। (২) জন্তুর শরীরের উপরের অংশ; পিঠ: put the bag on the donkey’s back. (৩) চেয়ার বা আসনের যে অংশে পৃষ্ঠদেশ রক্ষিত হয়; পিঠ। (৪) (front–এর বিপরীত) কোনো বস্তুর যে অংশ কম ব্যবহৃত হয়, কম গুরুত্বপূর্ণ কিংবা কম দৃষ্টিগোচর; পিঠ; পশ্চাৎ: the back of one’s head; the back of a knife, চাকুর উলটাদিক; the back of one’s head, মাথার পশ্চাৎভাগ। (৫) (front–এর বিপরীত) কোনো বস্তুর সম্মুখভাগ থেকে সবচেয়ে দূরবর্তী অংশ; পিছন; পশ্চাদ্ভাগ: a room at the back of the house. the Backs কেম্ব্রিজের কোনো কোনো কলেজের (ক্যাম নদীতীরবর্তী) লন ও খেলার মাঠ। (৬) break her back (জাহাজ) দ্বিখণ্ডিত করা। (৭) (full-back) back; (half-back) back (ফুটবল ইত্যাদিতে) রক্ষণভাগের খেলোয়াড়।
- English Word back 2 Bengali definition [ব্যাক্] (adverbial particle) (১) (forward–এর বিপরীত) পিছনে; সম্মুখ বা কেন্দ্র থেকে দূরে: The troops ordered us to stand back; He sat back in his chair and fell asleep, হেলান দিয়ে বসে। go back (up) on/from one’s word কথার বরখেলাপ করা। (in) back of (America(n) কথ্য) পিছনের: the building back of the school. (২) আগেকার অবস্থায় বা অবস্থানে, ফিরিয়ে, ফিরে ইত্যাদি: Give the book back to me, ফিরিয়ে দাও; Put the cup back on the table. He will be back in no time, ফিরে আসবে। back and forth, দ্রষ্টব্যforth. (৩) বিনিময়ে: The injured boxer hit back ferociously, পাল্টা আঘাত হেনেছে। He paid back the money I lent, ফেরত দিয়েছে। have/get one’s own back (on somebody) (কথ্য) প্রতিশোধ নেওয়া। (৪) (সময় সম্বন্ধে) আগে; পূর্বে: a few days back.
- English Word back 3 Bengali definition [ব্যাক্](verb transitive), (verb intransitive) (১) পিছানো; পিছিয়ে যাওয়া/ দেওয়া; পিছে হটা/হটানো: The enraged animal backed suddenly. The driver backed the car into the garage. The boatman lowered the sails, as the wind backed. বাতাসের গতি পরিবর্তিত হল। back the oars; back water (নৌকার গতি পরিবর্তনের জন্য) উল্টোদিকে দাঁড়টানা। (২) back (up) সমর্থন দেওয়া; মদদ জোগানো। back an argument. back-up (noun) (কথ্য) সমর্থন; মদদ। back a bill/note (প্রয়োজনে অর্থ প্রদানের প্রতিশ্রুতিস্বরুপ) পৃষ্ঠাঙ্কিত করা। (৩) (ঘোড়া, কুকুর ইত্যাদির উপর) বাজি ধরা: back the favourite. (৪) back down (from) দাবি ইত্যাদি পরিত্যাগ করা: I would not back down from my earlier position. back-down (noun) পশ্চাৎপসরণ; দাবি-প্রত্যাহার। back off দাবি প্রত্যাহার করা। back out (of) (প্রতিশ্রুতি বা উদযোগ থেকে) পিছিয়ে যাওয়া; পিছু হটা: He backed out of his promise. (৫) অন্তরাস্তরণ হওয়া বা লাগানো: backed with sheet copper. তাম্রফলকে অন্তরাস্তীর্ণ। (৬) back (on) (to) পিছনে অবস্থিত হওয়া: The school backs on our lawn. backer (noun) (১) যে ব্যক্তি কোনো ঘোড়ার উপর বাজি ধরে; পণক; পণকর্তা। (২) (রাজনৈতিক আন্দোলন ইত্যাদির) সমর্থক; (ব্যবসা, শিল্পোদ্যোগ ইত্যাদির) অর্থ–জোগানদার। backing (noun) (১) [Uncountable noun] সাহায্য; সমর্থন; [Countable noun] সমর্থকমণ্ডলী; জনসমর্থন; Both the candidates claim a large backing. (২) [Uncountable noun] কোনো বস্তুর পশ্চাদ্ভাগ বা আলম্বন তৈরির উপকরণ; উপস্তম্ভ। (৩) [Uncountable noun, Countable noun] (পপসংগীত) মূল গায়কের সঙ্গে কন্ঠ বা যন্ত্রসংগীত: vocal/instrumental backing.