• Bengali Word belly 1 English definition [বেলি] (noun) ১ (কথ্য) পেট; উদর।
      belly flop (noun) শরীরের সম্মুখভাগ দিয়ে পানিতে লাফ দেওয়া। belly laugh (noun) কর্কশ হাসি; অট্টহাসি। (২) পাকস্থলী: with an empty belly ক্ষুধার্ত। belly ache (কথ্য) পেটব্যথা। belly button (noun) (কথ্য) নাভি। (৩) কোনো কিছুর অভ্যন্তর বা গর্ভ। belly landing (noun) পেটের উপর ভর দিয়ে বিশেষ অবস্থায় বিমানের অবতরণ (কোনোরুপ গোলযোগ দেখা দিলে)।
    • Bengali Word belly 2 English definition [বেলি] (verb intransitive), (verb transitive) belly (out) ফুলে ওঠা বা ফেঁপে ওঠা (পেটের মতো): The wind bellied out the sail
    • Bengali Word underbelly English definition [আন্‌ডাবেলি] (noun) (plural underbellies) পশুর শরীরের নিম্নভাগ, যেমন (বিশেষত শূকরের) মাংসখণ্ড; পেটের মাংস।