• Bengali Word ধারণ English definition (noun) 1 preserving; protecting; maintaining; possessing; having: যিনি এই বিশ্বলোককে ধারণ করছেন. 2 putting on; wearing: পোশাক ধারণ. 3 assuming: মূর্তি ধারণ. 4 carrying; carriage: গর্ভে ধারণ. 5 retaining in memory: চঞ্চলমতির জন্যে কোনো বিষয়ই সে ধারণ করতে পারে না. 6 bearing: ভার/ মোট ধারণ. 7 keeping; wearing: বাতের জন্য কটিতে মাদুলি ধারণ. 8 retaining; retention: প্রস্রাবের বেগ ধারণ. 9 holding; containing: এই পাত্রটি কত জল ধারণ করতে পারবে? 10 accepting; acceptance: আপনার আদেশ/উপদেশ আমি শিরে ধারণ করে নিচ্ছি. ধারণ করা (verb transitive) 1 maintain; keep; preserve; possess; have. 2 put on; wear. 3 assume. 4 carry in the womb. 5 retain in memory; remember. 6 bear. 7 wear; keep. 8 retain. 9 hold; contain. 10 accept. ধারণকারী (adjective) keeping; bearing, holding; maintaining; wearing; assuming; carrying ( the meanings of ধারণ above). ধারণ কারিণী (feminine) = ধারণ. ধারণশক্তি (noun) capacity; powers of retention.