হ পৃষ্ঠা ১
- Bengali Word -হাতি, -হাতী English definition [হাতি] (বিশেষণ) হস্ত পরিমিত (দশহাতি কাপড়)। {হাত+ই}
- Bengali Word -হানী English definition [হানি] (বিশেষ্য) ঘাতক; হন্তা (পুত্রহানী শত্রু সে দুর্ন্মতি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √হন>}
- Bengali Word -হারী (-রিন্) English definition [হারি] (বিশেষণ) ১ হরণকারী (চিন্তাহারী)। ২ বাহক (জলহারী)। ৩ অপনোদন কারক (শোকহারী)। -হারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন্(ণিনি)}
- Bengali Word হ English definition [হ]- বাংলা ভাষার তেত্রিশ সংখ্যক ব্যঞ্জনবর্ণ। এটি অন্তঃস্বরযন্ত্রজাত ঘোষ মহাপ্রাণ উষ্ম বা শিসধ্বনি (voiced aspirated glottal fricative sound) অথবা স্পর্শহীন অন্তঃস্বরযন্ত্রজাত ঘোষ মহাপ্রাণ ধ্বনি (voiced glottal aspirated sound without stop)।
- Bengali Word হ-য-ব-র-ল English definition [হজবরল] (বিশেষ্য) ১ বিশৃঙ্খলা; অব্যবস্থা; গোঁজামিল। ২ স্তব্ধ; হতবুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ় (পূজারী ব্রাহ্মণ...ক্ষণকাল হ-য-ব-র-ল হইয়া-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □ (বিশেষণ) বিপর্যস্ত; বিশ্রঙ্খল; এলোমেলো (রবিনের ঘরের সব কিছু হ-য-ব-র-ল হয়ে আছে)। {হ+য+র+ল+ব; স্বাভাবিক বর্ণানুক্রম থেকে বিচ্যুতি}
- Bengali Word হঁকা, হুঁকো English definition [হুঁকা, হুকো] (বিশেষ্য) কাঁসা পিতল দস্তা বা মাটি দ্বারা অথবা নারকেল খোলে প্রস্তুত নলিচাযুক্ত এক প্রকার যন্ত্র যা তামাক খেতে বা ধুমপান করতে ব্যবহৃত হয় (বাঁধানো হুঁকা যতনে মেজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। হুকা বরদার (বিশেষণ) ১ হুঁকো নিয়ে প্রভুর সঙ্গে সঙ্গে ফেরে এরূপ ভৃত্য। ২ (আলঙ্কারিক) মোসাহেব; তোশামোদকারী (হুজুরের জী-হাঁ হুকোঁবরদার-শামসুর রাহমান)।{(আরবি) হুক্কাহ}
- Bengali Word হংকার (প্রাচীন বাংলা) English definition [হঙ্কার্] (বিশেষ্য) অহংকার। (হংকার-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) অহংকার>}
- Bengali Word হংস English definition [হঙ্শো] (বিশেষ্য) ১ হাঁস; জলচর লিপ্ত পাখি। ২ অহম (সংস্কৃতে) তথা অদ্বৈতব্রহ্মবাদী সন্ন্যাসী; নির্লোভ বা সম্পূর্ণ সংসারত্যাগী; যোগী অর্থেও ব্যবহৃত (যথা পরমহংসদেব)। ৩ সূর্য। ৪ শিব। ৫ পরমাত্মা। ৬ বিষ্ণু। ৭ ব্রহ্মা। ৮ মহিষ। ৯ অশ্ব। ১০ মাৎসর্য। ১১ মেরুর উত্তরস্থ পর্বতবিশেষ। ১২ গুরু। ১৩ নরপতি। ১৪ সিত বর্ণ। ১৫ পিঙ্গল চক্ষু। ১৬ তাম্র বর্ণ শৃঙ্গ এবং বৃহৎ-মুখ গাভী। ১৭ প্রাণবায়ু; শরীরস্থ বায়ুবিশেষ। ১৮ উৎকৃষ্ট; শ্রেষ্ঠ; প্রধান। হংসী (স্ত্রীলিঙ্গ)। হংসগমন (বিশেষ্য) হংসের মতো লীলায়িত ভঙ্গিতে গমন। □ (বিশেষণ) হংসের মতো মাথা নত করে ও নিতম্ব দুলিয়ে গমণশীল। হংসগমনা, হংসহামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হংসদেব (বিশেষ্য) ‘মৃগপক্ষীশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা। ত্রয়োদশ শতকের জৈন পণ্ডিত। হংসনাদিনী (বিশেষ্য) (বিশেষণ) হংসের ন্যায় মধুর কন্ঠ; তন্বী। হংসনাদ (বিশেষ্য) হাঁসের রব। হংসপাঁতি (বিশেষ্য) হংসশ্রেণি। হংসবাহন, হংসরথ, হংসারূঢ়া (বিশেষ্য) হিন্দু পুরোণোক্ত ব্রহ্মা। হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দু পুরাণের সরস্বতী। হংস মধ্যে বকো যথা-হাঁসের মধ্যে বক যেমন বিসদৃশ ও বেখাপ্পা তেমনি পণ্ডিতদের দলে মূর্খ। হংসমালা (বিশেষ্য) হংসশ্রেণি; হাঁসের দল। হংসমিথুন (বিশেষ্য) হাঁসের জোড়; হংস ও হংসী (আঁচলখানির প্রান্তটিতে হংসমিথুন আঁকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √হন্+অ(অচ্)}
- Bengali Word হংসাণ্ড English definition [হঙ্শান্ডো] (বিশেষ্য) হাঁসের ডিম। {(তৎসম বা সংস্কৃত) হংস+অণ্ড; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হংসোদক English definition [হঙ্শোদক্] (বিশেষ্য) সূর্যকিরণে উত্তপ্ত ও চন্দ্রকিরণে স্থাপিত সুবাসিত নদীজল বিশেষ; স্বচ্ছ বারি; নির্মল জল। {(তৎসম বা সংস্কৃত) হংস+উদক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হআ (মধ্যযুগীয় বাংলা) English definition [হয়া] (ক্রিয়া) হওয়া। {(বাংলা) √হ}
- Bengali Word হই English definition [হোই] (ক্রিয়া) হওয়া (উত্তম পুরুষ বর্তমান কালে)। (আমরা দুঃখিত হই)। {(বাংলা) √হ>}
- Bengali Word হই হই English definition ⇒ হৈচৈ
- Bengali Word হই, হইএ (মধ্যযুগীয় বাংলা) English definition [হোই, হোইয়ে] (ক্রিয়া) হই (আহ্মে হইএ মাহাদানী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) হ>}
- Bengali Word হই-আবদুল মওদুদলা English definition [হাইআম্লা] (বিশেষ্য) যে আমলকী ও অন্যান্য বস্তুর মিশ্রিত পিণ্ড দ্বারা বরকে কন্যার বশে রাখার জন্য চেষ্টা করা হয়। {(তৎসম বা সংস্কৃত) হস্তলেপ আমলকী>}
- Bengali Word হইতে English definition ⇒ হতে
- Bengali Word হইলে English definition ⇒ হলে
- Bengali Word হইয়া English definition ⇒ হয়ে
- Bengali Word হউ (মধ্যযুগীয় বাংলা), হউক English definition [হোউ, হউক্] (ক্রিয়া) ১ হোক; হউক (স্থির হউ সকল সংসার-বড়ু চণ্ডীদাস)। ২ হয় (সজ হউ দধির পসার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
- Bengali Word হএ (মধ্যযুগীয় বাংলা) English definition [হয়ে] (ক্রিয়া) হয় (মরণ হএ কমন উপাএ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হএ নহে (মধ্যযুগীয় বাংলা) হয় নয়, সত্য অথবা মিথ্যা (হএ নহে দেখ রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}