ষ পৃষ্ঠা ১
- Bengali Word ষ English definition [শ] বাংলা ব্যঞ্জনবর্ণবিশেষ। ‘ট’, ‘ঠ’-এর সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় ‘ষ’ দন্ত্যমূলীয় প্রতিবেষ্টিত তথা দন্ত্যমূলীয় ধ্বনি। স্বতন্ত্রভাবে ‘ষ’-এর উচ্চারণ ‘শ’-এর অনুরূপ।
- Bengali Word ষট, ষট্ English definition [শট্] (বিশেষ্য), (বিশেষণ) ছয় সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ক্বিপ্; সমাসের ক্ষেত্রে পরপদের প্রথমটি ১ম বা ২য় বর্গীয় বর্ণ হলে ‘ষষ্’ স্তলে ‘ষট্’ হয়, ৩য় বা ৪র্থ বর্গীয় বর্ণ বা অন্তঃস্থ বর্ণ পরে থাকলে ‘ষষ্’ ‘ষড়্’ হয়, ৫ম বর্গীয় বর্ণ পরে থাকলে ‘ষষ্’ স্থলে ‘ষণ্’ হয়}
- Bengali Word ষটচত্বারিংশৎ English definition [শট্চত্তারিঙ্শত্] (বিশেষ্য), (বিশেষণ) ছেচল্লিশ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+চত্বারিংশৎ}
- Bengali Word ষট্ক, ষটক English definition [শট্ক, শটোক্] (বিশেষ্য) ১ সনেটের শেষ ছয় চরণ। ২ ছয় সংখ্যা। ৩ কবিরাজি ছয়টি দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ক(কন্)}
- Bengali Word ষট্কর্ণ, ষটকর্ণ English definition [শট্কর্নো] (বিশেষ্য), (বিশেষণ) যা ছয় কর্ণে অনুপ্রবিষ্ট; তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হয়েছে এমন (নীতিজ্ঞেরা বলেন যন্ত্রণা ষট্কর্ণে প্রবিষ্ট হইলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) ষট্+কর্ণ}
- Bengali Word ষট্কর্ম ১ English definition [শট্কর্মো] (বিশেষ্য) ১ যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান, অপ্রতিগ্রহ-ব্রাহ্মণের করণীয় এই ছয় প্রকার কাজ। ২ দৃঢ়তা; ধৈর্য, স্থৈর্য, ধৌতি ইত্যাদি যোগশাস্ত্র নির্দেশিত ছয় সাধন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+কর্ম্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষট্কর্মা English definition [ষট্কর্মা] (বিশেষ্য) যে ব্রাহ্মণ ছয় কর্মের (যজন, যাজন, অধ্যয়ন, দান, ও প্রতিগ্রহ) অনুষ্ঠান করেন। □ (বিশেষণ) ষট্কর্মকারী। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+কর্মন্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষট্কোণ English definition [শট্কোন্] (বিশেষ্য) ১ ছয় কোণযুক্ত; ছকোণা। ২ (জ্যোতিষ শাস্ত্র) লগ্ন থেকে ষষ্ঠ স্থান। ৩ হীরক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+কোণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষট্চক্র English definition [শট্চক্ক্রো] (বিশেষ্য) যোগশাস্ত্রে দেহের বিভিন্ন ছয়টি চক্র বা স্থান-মূলাধান স্বাধিষ্ঠান মণিপুর অনহত বিশুদ্ধ ও আজ্ঞা-এই ছয়টি চক্র। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+চক্র}
- Bengali Word ষট্চক্রভেদ English definition [শট্চক্রোভেদ্] (বিশেষ্য) মূলাধারস্থ কুণ্ডলিনী শক্তির দেহের বিভিন্ন চক্র ভেদ করে মস্তকস্থ সহস্রদল পদ্মে উপস্থিতি। {(তৎসম বা সংস্কৃত) ষট্চক্র+বেদ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ষট্চত্বারিংশ, ষট্চত্বারিংশত্তম English definition [শট্চত্তারিঙ্শো, শটচত্তারিঙ্শোত্তমো] (বিশেষণ) ছেচল্লিশ সংখ্যক; ছেচল্লিশ সংখ্যার পূরক; ছেচল্লিশ সংখ্যার স্থানীয়। {(তৎসম বা সংস্কৃত) ষট্চত্ত্বারিংশৎ, +অ(ডট্)+তম(তমট্)}
- Bengali Word ষট্ত্রিংশ, ষট্ত্রিংশত্তম English definition [শট্ত্রিঙ্শো, শট্ত্তমো] (বিশেষণ) ছত্রিশ সংখ্যা; ছত্রিশ সংখ্যার পূরক; ছত্রিশ সংখ্যার স্থানীয়। {(তৎসম বা সংস্কৃত) ষট্ত্রিংশৎ, +অ(ডট্)+তম(তমট্)}
- Bengali Word ষট্ত্রিংশৎ English definition [শট্ত্রিঙ্শত্] (বিশেষ্য), (বিশেষণ) ছত্রিশ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ত্রিংশৎ}
- Bengali Word ষট্পঞ্চাশ, ষট্পঞ্চাশত্তম English definition [শট্পন্চাশ্, শট্পন্চাশ্শোত্তমো] (বিশেষণ) ছাপ্পান্ন সংখ্যক; ছাপ্পান্ন সংখ্যার পূরক বা স্থানীয়। {(তৎসম বা সংস্কৃত) ষট্পঞ্চাশৎ, +অ(ডট্)+তমট্)}
- Bengali Word ষট্পঞ্চাশৎ English definition [শট্পন্চাশত্] (বিশেষ্য), (বিশেষণ) ছাপ্পান্ন; ৫৬ এই সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+পঞ্চাশৎ}
- Bengali Word ষট্পদ English definition [শট্পদো] (বিশেষণ) ছয় পা আছে এমন (এই ষট্পদের এখানি না দুখানি না-ছয় ছয় খানি পা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষ্য) ১ ভ্রমর। ২ ছারপোকা। ৩ উকুন। ষট্পদা (বিশেষ্য) গঙ্গাফড়িং। ষট্পদাতিথি (বিশেষ্য) ১ আমগাছ। ২ চাঁপা-ফুলের গাছ। ষট্পদাধার (বিশেষ্য) কদম্ব গাছ। ষট্পদানন্দ (বিশেষ্য) মল্লিকা। ষট্পদানন্দবর্ধক (বিশেষ্য) অশোক বৃক্ষ। ষট্পদী (বিশেষ্য) ১ ছয় পা বিশিষ্ট ছন্দ বা পদ বা কবিতা। ২ ভ্রমরী। ৩ উকুন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+পদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষট্প্রজ্ঞ English definition [শট্প্রোগ্গোঁ] (বিশেষণ) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, লোকাচার, ও তত্ত্বজ্ঞান-এই ছয় বিষয়ে অভিজ্ঞ। □ (বিশেষ্য) ১ বৌদ্ধ। ২ কামুক বা লম্পট। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+প্রজ্ঞা}
- Bengali Word ষট্শাস্ত্র English definition [শট্শাস্ত্রো] (বিশেষ্য) ষড় দর্শন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+শাস্ত্র}
- Bengali Word ষট্ষষ্ঠ, ষট্ষষ্টিতম English definition [শট্শোশ্ঠো, ষশোশ্টিতমো] (বিশেষ্য), (বিশেষণ) ছেষট্টি সংখ্যক; ছেষট্টি সংখ্যার পূরক। ষট্ষষ্টি (বিশেষ্য), (বিশেষণ) ৬৬ সংখ্যা; ছেষট্টি সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্ষষ্টি+, অ(ডট্)+তম(তমট্)}
- Bengali Word ষট্সপ্ততি English definition [শট্শপ্তোতি] (বিশেষ্য), (বিশেষণ) ছিয়াত্তর; ৭৬ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+সপ্ততি; (কর্মধারয় সমাস)}