ষ পৃষ্ঠা ৩
- Bengali Word ষাট ২ English definition [শাট্] (অব্যয়) উচ্চারিত কোনো অশুভ কাজের প্রতিবিধান বা প্রতিকারের উদ্দেশ্যে ষষ্ঠীদেবীর নাম উচ্চারণ (ষাট ষাট, বেঁচে থাকুকু; বালাই ষাট ও কথা বলতে নেই)। {(তৎসম বা সংস্কৃত) ষষ্ঠী>}
- Bengali Word ষাটগুম্বজ/গম্বুজ মসজিদ English definition [শাটগুম্বজ্/গোম্বুজ্ মোশ্জিদ্] (বিশেষ্য) বাগেরহাটের মহান মুসলিম সাধক খান জাহান আলী ১৪৫০ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। চৌচালার আকারে নির্মিত এই মসজিদ মুসলিম ও আঞ্চলিক ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন {ষাট+গম্বুজ+মসজিদ}
- Bengali Word ষাটি English definition ⇒ ষাট১
- Bengali Word ষাণ, শান English definition [শান্] (বিশেষ্য) ১ পাষাণ। ২ চুন সুরকি ইট বালু সিমেন্ট দিয়ে নির্মিত পাকা করা স্থান (পুকুরের ষাণ নির্মিত পাকা করা স্থান (পুকুরের ষাণ বাঁধানো ঘাট)। {(তৎসম বা সংস্কৃত) পাষাণ>}
- Bengali Word ষাণ্মাসিক English definition [শান্মাশিক্] (বিশেষণ) ১ ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন। ২ প্রতি ছয় মাসে করণীয় এমন। (ষাণ্মাসিক শ্রাদ্ধ বা পত্রিকা। {(তৎসম বা সংস্কৃত) ষণ্মাস+ইক}
- Bengali Word ষিড়্গ English definition [শিড়্গো] (বিশেষ্য) ১ লম্পট। ২ জার। ৩ উপপতি। {(তৎসম বা সংস্কৃত) √সিট্+গ(গন্)}
- Bengali Word ষেট, ষেটে English definition [শেট্, শেটে] (বিশেষ্য) হিন্দুদের ষষ্ঠীদেবী। ষেটের বাছা, ষেটের কোলের বাছা (বিশেষ্য) ষষ্ঠীদেবীর অনুগ্রহপ্রাপ্ত সন্তান। ষেটেরা (বিশেষ্য) হিন্দু সমাজে শিশুর জন্মের পর ষষ্ঠ রাতে ষষ্ঠীপূজার মাঙ্গলিক কর্ম। {(তৎসম বা সংস্কৃত) ষষ্ঠী>}
- Bengali Word ষোলো, ষোল English definition [শোলো] (বিশেষ্য), (বিশেষণ) ১৬ সংখ্যা বা সংখ্যক। ষোলো আনা (বিশেষ্য) এক টাকা; একশত পয়সা। □ (বিশেষণ) সম্পূর্ণ; পুরোপুরি; সমস্ত। ষোলোই (বিশেষ্য) মাসের ১৬ তারিখ। ষোলো আনা বাজিয়ে নেওয়া (ক্রিয়া) সম্পূর্ণভাবে বা সর্বদিক থেকে বিচার করে নেওয়া। ষোলো আনা মালিক (বিশেষণ) সম্পূর্ণ অংশের মালিক। ষোলোকলা (বিশেষ্য) ১ চাঁদের ১৬টি অংশ। □ (বিশেষণ) পূর্ণাবয়ব। □ (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) সম্পূর্ণ; পুরোপুরি (বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ>}
- Bengali Word ষোড়শ ১ English definition [শোড়োশো/শোড়োশ্] (বিশেষ্য) ষোল সংখ্যার পূরক; পনেরো জন বা পনেরোটির ঠিক পরের ব্যক্তি বা বস্তু। ষোড়শী (বিশেষণ) ষোলো বছর বয়স্কা। □ (বিশেষ্য) ১ দশ মহাবিদ্যার একজন দেবী বা মহাবিদ্যা। ২ যজ্ঞ পাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+দশ(ষষ্=ষো, দ=ড়)}
- Bengali Word ষোড়শ ২ English definition [শোড়োশো/শোড়োশ্] (বিশেষ্য) ১ ষোলো সংখ্যা; ১৬। ২ হিন্দু শাস্ত্রবিহিত শ্রাদ্ধে ষোলো প্রকার বস্তুদান। □ (বিশেষণ) ষোলো সংখ্যক। ষোড়শ মাতৃকা (বিশেষ্য) লোকজন মাতৃকার নাম-গৌরী, পদ্মা, শচী, সাবিত্রী, মেধা, জয়া, বিজয়া, দেবসেনা, স্বধা, স্বাহা, শান্তি, পুষ্টি, ধৃতি, তুষ্টি, কুলদেবতা, ও আত্মদেবতা। ষোড়শোপচার (বিশেষ্য) হিন্দুদের পূজায় বিহিত ষোলোটি উপকরণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+দশ(ষষ্=ষো, দ=ড়)}
- Bengali Word ষোড়শক English definition [ষোড়োশক্] (বিশেষ্য) শ্রাদ্ধে যে ষোলো রকমের দান করা হয়-ভূমি, আসন, জল, বস্ত্র, ছাতা, পাদুকা, ধেুন, কাঞ্চন ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ+ক(কন্)}
- Bengali Word ষোড়শাংশু English definition ⇒ ষোড়শার্চিঃ
- Bengali Word ষোড়শার English definition [শোড়োশার্] (বিশেষ্য) ষোড়শদল পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ+অর}
- Bengali Word ষ্টক English definition ⇒ স্টক
- Bengali Word ষ্টীম English definition ⇒ স্টিম
- Bengali Word ষ্টীমার English definition ⇒ স্টিমার
- Bengali Word ষ্টীল English definition ⇒ স্টিল
- Bengali Word ষ্টুপিড English definition ⇒ স্টুপিড
- Bengali Word ষ্টেজ English definition ⇒ স্টেজ
- Bengali Word ষ্টেট English definition ⇒ স্টেট