দ পৃষ্ঠা ১৬
- Bengali Word দাঁড়া ৩ English definition [দাঁড়া] (বিশেষ্য) রীতি; রেওয়াজ; ধরন; দস্তুর (চোর হয়ে চোর ধরতে ছোটে, এম্নি দেশের উল্টা দাঁড়া-জ্ঞান)। উল্টা দাঁড়া (বিশেষ্য) বিপরীত রীতি বা প্রথা। {(তৎসম বা সংস্কৃত) ধারা>}
- Bengali Word দাঁড়া ৪ English definition [দাঁড়া] (বিশেষণ) দণ্ডায়মান। দাঁড়া-কবি (বিশেষ্য) ১ যে কবিয়াল তাৎক্ষণিকভাবে রচিত গান ও পদ্য দিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হন; কবিয়াল; কবিওয়ালা; কথক; গায়ক। ২ এক ধরনের কবিগান। দাঁড়া-গোপন (বিশেষ্য) হিন্দুসমাজে স্ত্রীআচারবিশেষ, দণ্ডায়মান বর-বধূর মঙ্গলার্থে হাতে পান-সুপারি দানরূপ অনুষ্ঠান (অন্যান্য স্ত্রীলোকেরা দাঁড়া-গোপন দিয়া মঙ্গলাচারণ করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ডায়্>}
- Bengali Word দাঁড়ানো, দাঁড়ান English definition [দাঁড়ানো] (ক্রিয়া) ১ দণ্ডায়মান হওয়া; খাড়া হওয়া (বেঞ্চের উপরে দাঁড়াও)। ২ আক্ষেপ করা; সবুর করা; প্রতীক্ষা করা; বিলম্ব করা (তোমার জন্যে আর কতক্ষণ দাঁড়াবো)। ৩ থামা; বিরত হওয়া (দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে-মাইকেল মধুষূদন দত্ত)। ৪ প্রতিরোধের উদ্দেশ্যে প্রস্তুত হওয়া (শত্রুর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াও)। ৫ পরিণতি লাভ করা; শেষ হওয়া (দেখা যাক, কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়)। ৬ সুপ্রতিষ্ঠিত বা সুদৃঢ় হওয়া; সচল অবস্থার পর্যায়ে পৌঁছা (শেষ পর্যন্ত ওর ব্যবসাটা দাঁড়িয়ে গেছে)। ৭ জমা; সঞ্চিত হওয়া; স্থির হয়ে থাকা (পথের ওপর বেশ পানি দাঁড়িয়েছে)। ৮ পরিণত বা পর্যবসিত হওয়া (এমন বন্ধু যে শত্রু হয়ে দাঁড়াবে তা ভাবিনি)। ৯ পক্ষ সমর্থন করা; পক্ষ গ্রহণ করা (আমার হয়ে দাঁড়াবার কেউ নেই)। ১০ প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া; প্রার্থী হওয়া (ভাবছি এবার ইলেকশন দাঁড়াবো)। □ (বিশেষণ) খাড়া; দণ্ডায়মান; অপেক্ষারত (দাঁড়ানো গাড়িটা কার)। □ (বিশেষ্য) দণ্ডায়মান অবস্থা বা ভঙ্গি; দণ্ডায়মান হওয়া। দাঁড়ানে, দাঁড়ানিয়া (বিশেষণ) দণ্ডায়মান অবস্থায় অবস্থানকারী। নিজের পায়ে দাঁড়ানো (ক্রিয়া) নিজের শক্তিতে প্রতিষ্ঠিত হওয়া। বেঁকে দাঁড়ানো (ক্রিয়া) ১ কোনো কিছু মেনে নিতে অসম্মত হওয়া। ২ প্রতিকূলতা করা। {(তৎসম বা সংস্কৃত) √দণ্ডায়্>}
- Bengali Word দাঁড়াশ, দাঁড়াস, ডাঁড়াশ, ডাঁড়াস English definition [দাড়াশ্, দাঁড়াস, ডাঁড়াশ, ডাঁড়াস] (বিশেষ্য) এক জাতীয় সাপ। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়+(বাংলা) আশ}
- Bengali Word দাঁড়ি ১ English definition [দাঁড়ি] (বিশেষ্য) ১ পূর্ণচ্ছেদসূচক চিহ্ন; (l)-এই চিহ্ন; full stop। ২ তুলাদণ্ড; ওজন করবার যন্ত্র। দাঁড়ি টানা (ক্রিয়া) ১ বাক্যের শেষে পূর্ণচ্ছেদ (l) দান করা। ২ শেষ করা; ইতি টানা। দাঁড়িপাল্লা (বিশেষ্য) তুলাদণ্ড; ওজন করার দণ্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>(বাংলা) দাঁড়+ই}
- Bengali Word দাঁড়ি ২, দাঁড়ী English definition [দাঁড়ি] (বিশেষ্য) ১ চিহ্ন; কষি (হাঁড়ি কাঠে সিঁদুরের দাঁড়ি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>(বাংলা) দাঁড়+ই>}
- Bengali Word দাঁড়ি ৩, দাঁড়ী English definition [দাঁড়ি] (বিশেষ্য) নৌকার দাঁড় টানে যে; নৌকা-বাহক; মাল্লা (সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়+ই, ঈ}
- Bengali Word দাঁড়িকসি English definition [দাঁড়িকোশি] (বিশেষ্য) ঊর্ধ্বে নিম্নে প্রলম্বিত কতকগুলি সরল রেখা (মানুষ গাছ বলতে গোটা কতক দাঁড়িকসি, পাহাড় বলতে একটা ত্রিকোণ চিহ্ন দিয়ে গেলো-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়+(বাংলা) ই+√কষ্+ই}
- Bengali Word দাঁড়িকা, ডাঁড়িকা English definition [দাঁড়িকা, ডাঁড়িকা] (বিশেষ্য) ছোট মাছবিশেষ। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দাঁড়িটাঁনা, দাঁড়িপাল্লা, দাঁড়ী English definition ⇒ দাঁড়ি১, দাঁড়ি২
- Bengali Word দাঁড়ী English definition ⇒ দাঁড়ি৩
- Bengali Word দাই English definition ⇒ ধাই
- Bengali Word দাইমা English definition ⇒ ধাই
- Bengali Word দাইল English definition ⇒ দাল
- Bengali Word দাইড়া English definition [দাইড়া] (বিশেষ্য) আঁকশিবিশেষ; ধানগাছ খড় ইত্যাদি নাড়বার বা উলটে-পালটে দেওয়ার কাজে ব্যবহৃত দণ্ডবিশেষ; কাঁড়াইল (আরেক জন দাইড়া দিয়া মলনের ধান উল্টাইয়া দিতেছে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) দাড়+ইয়া>}
- Bengali Word দাউ দাউ English definition [দাউদাউ] (অব্যয়) জোরে আগুন জ্বলার ভাবসূচক শব্দ (দাউ দাউ করে জ্বলে ওঠা)। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) দাব>}
- Bengali Word দাউদ English definition ⇒ দাদ
- Bengali Word দাউলি, দাওলি English definition [দাউলি্, দাওলি্] (বিশেষ্য) জমির আগাছা তোলা হাতিয়ার; নিড়ানি; পাচন। দাউলিয়া, দাউলে (বিশেষণ) শস্যছেদক; শস্যকর্তনকারী। {(তৎসম বা সংস্কৃত) দাত্র>দা+উলি}
- Bengali Word দাওন English definition ⇒ দামন
- Bengali Word দাওনা, দেওয়ানা English definition [দাওনা, দ্যাওয়ানা] (বিশেষ্য) পাগল (দাওনা তাইয়া দেওয়ান কান্দ্যা ভিজায়ে মাটি-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) দীরানি্}