• Bengali Word দাদ ১, দাউদ English definition [দাদ্‌, দাউ্‌দ্‌] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) দদ্রু>}
    • Bengali Word দাদ ২ English definition [দাদ্‌] (বিশেষ্য) প্রতিশোধ; প্রতিহিংসা; অনিষ্টকারীর ক্ষতি সাধন (কাকে না কহিলে দাদ দিবেক ঈশ্বর-তোহ্‌ফা)। দাদ তোলা, দাদ নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ গ্রহণ করা। দাদ-ফরিয়াদ, দাদ-ফরেদ (বিশেষ্য) প্রতিকারের জন্য ফরিয়াদ; বিচারের জন্য নালিশ (এ খোদার মার এর তো কোন দাদ-ফরেদ নেই-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) দাদ}
    • Bengali Word দাদখাই English definition [দাদ্‌খাই্‌] (বিশেষ্য) বিচার প্রার্থনা। □ (বিশেষণ) বিচার প্রার্থনাকারী। {(ফারসি) দাদ্‌ খ রাহ্‌}