ট পৃষ্ঠা ১
- Bengali Word -টাক English definition [টাক্] (অব্যয়) পরিমাণবাচক; আন্দাজ বা অনুমান (পোয়াটাক, আধসেরটাক দুধ গরম কর)। {(বাংলা) প্রত্যয়}
- Bengali Word -টুক ২, -টুকু, -টুকুন, -টুকুনি English definition [টুক্, টুকু, টুকুন্, টুকুনি] (অব্যয়) ‘অত’, ‘এত’, ‘এইযে’, ‘ওই’ ইত্যাদি শব্দযোগে সামান্য পরিমাণবাচক অর্থে ব্যবহৃত প্রত্যয় (কারো মনে নাহি হয়, দয়া একটুক গো দয়া একটুক-ঈশ্বর গুপ্ত; যেটুকু কাছেতে আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>}
- Bengali Word -টুকু, -টুকুন English definition [টুকু, টুকুন্] স্বল্পতাসূচক প্রত্যয় (এটুকু, এতটুকুন)। {(বাংলা) প্রত্যয়বিশেষ}
- Bengali Word -টে English definition [টে] ১ টা-এর কথ্যরূপ (তিনটে, চারটে)। ২ ‘টিয়া’ প্রত্যয়ের চলিত রূপ (রোগাটে, ভাড়াটে)। {(বাংলা) প্রত্যয় বিশেষ}
- Bengali Word -টেক ২ English definition [টেক্] (অব্যয়) টাক; পরিমাণবাচক; আন্দাজ বা অনুমান; এই পরিমাণ (আহার ছিল পাতা আর ভাবের গাঁজা ছিলিমটেক-কাজী নজরুল ইসলাম)। {(বাংলা) প্রত্যয়বিশেষ}
- Bengali Word ট English definition বাংলা ব্যঞ্জন বর্ণমালার একাদশ বর্ণ এবং ট বর্গের প্রথম বর্ণ। এটি দন্তমূলীয় প্রতিবেষ্টিত (alveolo-retroflex), অঘোষ (unvoiced), অল্পপ্রাণ (unspirated), স্পৃষ্ট (plosive) ধ্বনি।
- Bengali Word ট-বর্গ English definition [টবর্গো] (বিশেষ্য) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণের সমষ্টি বা শ্রেণি। {ট+বর্গ}
- Bengali Word ট-বাজার English definition [ট-বাজার্] (বিশেষ্য) বাজারের স্থান। {(ফারসি) তাই-ই-বাজার}
- Bengali Word টং ১, টঙ ১ English definition [টঙ্] (অব্যয়) ধনুকের জ্যা; ঘন্টা; তারযন্ত্র; কাঁসি ঘড়ি ইত্যাদির শব্দ। {(তৎসম বা সংস্কৃত) টং (টঙ্কার)>}
- Bengali Word টং ২, টঙ ২ English definition [টঙ্] (বিশেষণ) ১ উগ্র মেজাজ; অত্যন্ত ক্রোধান্বিত (রেগে টং)। ২ পরিপূর্ণ; ভরপুর (মদে টং)। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টং ৩, টঙ ৩, টঙ্গ ১, টঙ্গি, টোঙ English definition [টঙ্, টঙ্, টঙ্গো, টঙ্গি, টোঙ্] (বিশেষ্য) ১ উচ্চস্থানে প্রস্তুত কুঠিবিশেষ; উচ্চকুটির (করহ প্রকাণ্ড টঙ্গি পরম সুন্দর-খাহা)। ২ মঞ্চ; মাচা; উচ্চমঞ্চ; ক্ষেতে পাহারা দেওয়ার জন্য নির্মিত উচ্চ ক্ষুদ্র ঘর (সানটঙে টং বেঁধে উঁচু রইল জাপান-সত্যেন্দ্রনাথ দত্ত; টোঙে বসি বসি জাগিতেছে রাত পাহারা দেবার তরে-বন্দে আলী মিয়া)। ৩ চালের মটকা; কুটিরের শীর্ষদেশ বা চূড়া (এক গৃহে সপ্তটঙ্গি; হেরত্নে সপ্ত রঙ্গি, পুত্রকে বানাইয়া দলি ঘর-সৈয়দ আলাওল)। ৪ বৃক্ষবাস। ৫ জলাশয়ের মধ্যে নির্মিত গৃহ। ৬ উচ্চ ঘাঁটির উপরে স্থাপিত পায়রার খোপ। টংঘর, টোংঘর (বিশেষ্য) মঞ্চের উপরে নির্মিত কুটিরবিশেষ (আড্ডা জমাবার বুনিয়াদ হচ্ছে চণ্ডীমণ্ডপ, কাছারি-বাড়ি টঙ্গিঘর বৈঠকখানা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
- Bengali Word টংটং, টঙটঙ English definition [টঙ্টঙ্] () ১ ঘন্টা বাজাশব্দ। ২ লাঠি ঠুকে চলা বা ঘুরে বেড়ানোর ভাব (টংটং করে বেড়ানো)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টই, টুঁই English definition [টোই, টুঁই] (বিশেষ্য) ঘরের চালের মটকা। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ; (তৎসম বা সংস্কৃত) টঙ্ক>টং>}
- Bengali Word টইটই English definition [টোইটোই] (অব্যয়) আধারে তরল পদার্থের কানায় কানায় পূর্ণ তাদ্যোতক শব্দ। □(ক্রিয়াবিশেষণ) টোটো; ক্রমাগত ঘুরে বেড়ানো বা অযথা ভ্রমণ (টইটই করে বেড়ানো)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টইটম্বুর, টইটুম্বুর English definition [টোইটোম্বুর, টোইটুম্বুর] (বিশেষণ) পরিপূর্ণ; সম্পূর্ণ ভরা; কানায় কানায় ভর্তি (যৌবনের যে রসঘন মূর্তি টইটম্বুর হয়ে উঠেছে-আবুল ফজল)। {টই+(আরবি) তম্বুর}
- Bengali Word টইভুঁই English definition [টোইভুঁই] (বিশেষ্য) ঘরের চালের মটকা থেকে মাটি পর্যন্ত অথবা মাটি থেকে চালের মটকা পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>+(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
- Bengali Word টক ১ English definition [টক্] (অব্যয়) ১ শুষ্ক কাষ্ঠাদির উপর মৃদু আঘাতজনিত শব্দ। ২ অতি শীঘ্র; মুহূর্তের মধ্যে; চটপট (টক করে চলে এসো)। টকটক১, টকটকাটক, টকাস (অব্যয়) উপর্যুপরি টক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টক ২ English definition [টক্] (বিশেষণ) ১ অম্লস্বাদবিশিষ্ট; sour। ২ অম্বল; খাটা; চুকা;অম্লস্বাদ ব্যঞ্জন (তেঁতুলের টক)। ৩ অম্লরস। {(তৎসম বা সংস্কৃত) তক্র>(প্রাকৃত) তক্ক}
- Bengali Word টকটক ২ English definition [টক্টক্] (অব্যয়) ঘোর লাল রঙের ভাব প্রকাশক (লাল টকটকে চেহারা-মুনীর চৌধুরী)। টকটকে (বিশেষণ) ১ উজ্জ্বল। ২ ঘোর লাল; এমন প্রখর লাল যে চোখে লাগে (টকটকে লাল রং)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টকাটক English definition [টকাটক্] (অব্যয়) , (ক্রিয়াবিশেষণ) চটপট; সঙ্গে সঙ্গে; তখন তখনই (কেরানি সর্টহ্যান্ডে টকাটক নোট লিখে নিলেন)। □(অব্যয়) ঘোড়ার ক্ষুরের শব্দ। {ধ্বন্যাত্মক}