ট পৃষ্ঠা ২
- Bengali Word টকি, টকী English definition [টোকি] (বিশেষ্য) সবাকটিত্র; ছায়াচিত্র; ছায়াছবি; বাকযুক্ত সিনেমা; বায়স্কোপ। {(ইংরেজি) Talkie}
- Bengali Word টক্কর English definition [টক্কর্] (বিশেষ্য) ১ হোঁচট; উছট (টক্কর খাওয়া)। ২ গুঁতা; ধাক্কা; সংঘর্ষ (সেই সুদর্শন যুবকের সঙ্গে তার টক্কর লেগেছিল-জগলুল হায়দার আফরিক)। ৩ প্রতিযোগিতা; যোগ্যতার লড়াই (আমার সঙ্গে টক্কর দেবার সাধ-আবুল ফজল)। ৪ ঠোকাঠুকি; বিসংবাদ। টক্কর দেওয়া (ক্রিয়া) ১ প্রতিযোগিতা করা (ইরান ইসলাম প্রচারের বহু পূর্বেই মিশরীদের সঙ্গে টক্কর দিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ কথার প্রতিবাদ করা। টক্করাটক্করি, টকরাটকরি (বিশেষ্য) ১ উভয় পক্ষের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা; দুই পক্ষে ক্ষমতার লড়াই। ২ ঠোকাঠুকি; বিসংবাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টগবগ, টগবগাবগ English definition [টগ্বগ্, টগ্বগাবগ্] (অব্যয়) জল ফোটার শব্দ। □(বিশেষ্য) ধাবমান ঘোড়া প্রভৃতির পায়ের শব্দ। টগবগ করে ছোটা (ক্রিয়া) অশ্বের দ্রুত চালের মতো শব্দ সিদ্ধ হতে থাকা। ২ (আলঙ্কারিক) গরম হয়ে ওঠা; ক্রোধে উত্তেজিত হয়ে ওঠা। □(বিশেষণ) টগবগ করছে এমন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টগর English definition [টগোর্] (বিশেষ্য) শ্বেত বর্ণের পুষ্প বিশেষ ও ঐ নামের বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) তগর>}
- Bengali Word টগরা, টগরে English definition [টগ্রা, টগোরে] (বিশেষণ) ১ চালাক-চতুর; চটপটে; সেয়ানা। ২ টক টক করে কথা বলে এমন স্পষ্টবক্তা শিশু। {(তৎসম বা সংস্কৃত) টগর+আ, এ}
- Bengali Word টগে English definition [টোগে] (বিশেষ্য) জলক্রীড়াবিশেষ (দিনের বেলায় খেলিয়াছে টগে পানিকোড় আর মাছে-বন্দে আলী মিয়া)। {তর্কেতর্কে>তগেতগে>?}
- Bengali Word টঙ্ক ১ English definition [টঙ্কো] (বিশেষ্য) ছেদন বা খনন কাজে ব্যবহৃত লৌহনির্মিত অস্ত্রবিশেষ; টাঙি। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক+অ(ঘঞ্ বা অচ্)}
- Bengali Word টঙ্ক ২ English definition [টঙ্কো] (বিশেষ্য) সোহাগা (শুধের বদলে টঙ্ক-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word টঙ্ক ৩ English definition [টঙ্কো] (বিশেষ্য) টাকা। টঙ্কপতি (বিশেষ্য) টাকশালের অধ্যক্ষ বা কর্তা। টঙ্কবান (বিশেষণ) ধনী; টাকা পয়সাওয়ালা। টঙ্ক বিজ্ঞান (বিশেষ্য) বিভিন্ন দেশের ও বিভিন্ন যুগের মুদ্রা-বিষয়ক বিদ্যা; numismatics। টঙ্কশাল, টঙ্কশালা (বিশেষ্য) টাকশাল; যেখানে মুদ্রা প্রস্তুত হয়। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word টঙ্ক ৪ English definition [টঙ্কো] (বিশেষণ) দড়; দৃঢ়; শক্ত; মজবুত (বাঁশের চেয়ে কঞ্চি টঙ্ক-প্রবাদ)। □(বিশেষ্য) উচ্চ জায়গা; টং; পাহাড়ের উচ্চদেশ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক+অ(ঘঞ্)}
- Bengali Word টঙ্কন ১ English definition [টঙ্কন্] (বিশেষ্য) ১ সোহাগা। ২ পার্বত্য ঘোড়াবিশেষ; টাংগন। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্+অন(ল্যুট্)}
- Bengali Word টঙ্কন ২ English definition [টঙ্কন্] (বিশেষ্য) ১ বাঁদন; টাক। ২ চিহ্নকরণ। ৩ আঙিনা; উঠান। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্+অন(ল্যুট্)}
- Bengali Word টঙ্কা English definition ⇒ তংকা
- Bengali Word টঙ্কা English definition ⇒তংকা
- Bengali Word টঙ্কা ১ English definition ⇒ টং৩
- Bengali Word টঙ্কার English definition [টঙ্কার্] (বিশেষ্য) ১ ধনুকের ছিলার শব্দ (টান দিয়া পঞ্চশর টংকারে হবএ প্রাণ মোর-দৌলত উজির বাহরাম খান)। ২ খ্যাতি; প্রসিদ্ধি। ৩ বিস্ময়। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word টঙ্কারী (-বিন্) English definition [টঙ্কারি] (বিশেষণ) ধনুকে টঙ্কার শব্দ করে এমন; টঙ্কারযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কার+ইন্(ইনি)}
- Bengali Word টঙ্কিত English definition [টোঙ্কিতো] (বিশেষণ) ১ বদ্ধ; যা টাকা হয়েছে ২ ঝংকৃত। ৩ ধনুকের ছিলার শব্দে শব্দিত। {(তৎসম বা সংস্কৃত) √টঙ্ক্+ত(ক্ত)}
- Bengali Word টঙ্গ ২ English definition [টঙ্গো] (বিশেষ্য) খননাস্ত্র; কুঠার। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টঙ্গন English definition [টংগোন্] (বিশেষ্য) ১ টঙ্কন। ২ সোহাগা। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক+অন(ল্যুট্)>}