ঘ পৃষ্ঠা ১
- Bengali Word ঘাঁট , ঘ্যাঁট English definition [ঘাঁট্, ঘ্যাঁট্] (বিশেষ্য) ১ মিশ্রিত ব্যঞ্জন; ঘন্ট। ২ বহু দ্রব্যের বিশৃঙ্খল মিশ্রণ; জগাখিচুড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন্ট অথবা ঘট্ট}
- Bengali Word ঘাঁটন English definition [ঘাঁটোন্] (বিশেষ্য) ঘোঁটন; আলোড়িতকরণ; মন্থন। ২ মিশ্রিতকরণ। ৩ বেশি নাড়াচাড়াকরণ বা হাটকানো। ৪ চটকানো বা মর্দন। ৫ আন্দোলন বা চর্চা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘট্ট্ অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন্ট>(বাংলা) ঘাঁট+অন}
- Bengali Word ঘাঁটা ১ English definition [ঘাঁটা] (ক্রিয়া) ১ ঘোঁটা; আলোড়ন করা; মন্থন করা। ২ পর্যালোচনা করা; অনুশীলন করা। □ (বিশেষ্য ), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘাঁটা ঘাঁটি (বিশেষ্য) ১ অনবরত বা ক্রমাগত ঘাঁটা। ২ অধিক আন্দোলন বা আলোচনা। ঘাঁটানো, ঘাঁটান (ক্রিয়া) ১ নাড়াচাড়া করানো। ২ আন্দোলন বা আলোচনা করে উত্ত্যক্ত বা উত্তেজিত করা; আন্দোলন করে খেপিয়ে তোলা বা চটানো (ফরিদকে আম্মা সাধারণতঃ ঘাঁটান না-আবু রুশ্দ্)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘট্র্ অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘন্ট>ঘাঁটি+আ}
- Bengali Word ঘাঁটা ২ , ঘাটা English definition [ঘাঁটা, ঘাটা] (বিশেষ্য) ১ ক্রমাগত ঘর্ষণের ফলে চামড়ায় যে চিহ্ন সৃষ্টি হয়; কিণাঙ্ক (চরকা বয়ে বয়ে যার কাঁধে ঘাঁটা পড়ে গেছে -(কাজী নজরুল ইসলাম))। ঘাঁটা পড়া (ক্রিয়া) ১ ক্রমাগত ঘর্ষণের ফলে দাগ পড়া; কড়া পড়া; জামড়া ধরা। ২ দাগ বা ঘা লাগতে লাগতে কঠিন হওয়ার লক্ষণ; কাঠিন্যের গভীর ছাপ যাতে নতুন আঘাত চাঞ্চল্য সৃষ্টি করতে পারে না (এত দিনেও মনে ঘাটা পড়ে যায়নি-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘন্ট>}
- Bengali Word ঘাঁটি , ঘাটি English definition [ঘাঁটি, ঘটি] (বিশেষ্য) ১ ফাঁড়ি; চৌকি; থানা; প্রহরীর থাকার স্থান। ২ পথ-সন্ধি বা প্রবেশ পথ। ৩ সৈনিকদের আড্ডা বা আস্তানা (ইস্তাম্বুলের তীরে তীরে বিদেশী শত্রুর ঘাটি বসিয়াছে-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ঘাঁটিয়াল, ঘাটিয়াল (বিশেষ্য) ঘাঁটিরক্ষক বা ঘাঁটির প্রধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>}
- Bengali Word ঘাঁত , ঘাত English definition [ঘাঁত, ঘাত] (বিশেষ্য) মতলব হাসিল করবার অনুকূল মুহূর্ত বা সুযোগ। ২ উদ্দেশ্য সাধনের বা দাঁও মারবার সুযোগ সন্ধান (বারো মাস ঘাঁতে ঘাঁতে ফেরেন-কালীপসন্ন সিংহ)। ঘাঁত ঘোত (বিশেষ্য) ১ অন্ধিসন্ধি। ২ কাজের অনুকূল ফাঁক বা সুযোগ। ঘাতের ভাই (বিশেষ্য) উদ্দেশ্য হাসিল করার জন্য ভাই সম্বন্ধ পাতায়; ফন্দিবাজ; মতলববাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত>}
- Bengali Word ঘাও (মধ্যযুগীয় বাংলা) English definition [ঘাও] (বিশেষ্য) ১ আঘাত (পুত্রশোকে কান্দে বুড়ী বুকে মারে ঘাও-হেম)। ২ ঘা; ক্ষত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত>}
- Bengali Word ঘাগরা , ঘাগরি , ঘাঘরি English definition [ঘাগ্রা, ঘাগরি, ঘাঘ্রি] (বিশেষ্য) নারীদের নিম্নাঙ্গের ঢিলা পরিধেয়বিশেষ (ছাড়িলে ঘাঘরি-সত্যেন্দ্রনাথ দত্ত; পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ঘরা>; (হিন্দী) ঘাগ্রা}
- Bengali Word ঘাগি , ঘাগী , ঘাগু English definition [ঘাগি, ঘাগী, ঘাগু] (বিশেষণ) ১ ঘা খাওয়া এবং ধূর্ততায় পোক্ত বা অভিজ্ঞ। ২ সেয়ানা; সুচতুর; ঝানু; পাকা (ঘরে পোষে চোর আরো কহে জোর এ বড় কুটিনী ঘাগী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ দাগি বা পূর্বে দণ্ডপ্রাপ্ত (ঘাগি চোর)। □ (বিশেষণ) ভুক্তভোগী। পুরনোঘাগি (বিশেষ্য) বহু অভিজ্ঞতাসম্পন্ন ও অত্যন্ত ধূর্ত। {(হিন্দী ) ঘাঘ}
- Bengali Word ঘাঘর , ঘাগর English definition [ঘাঘোর্, ঘাগোর্] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; ঝাঁঝ (কাড়ানাকাড়া সানাই ছকড়া ডান মৃদঙ্গ ঘাগরের বাদ্য-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘর্ঘর>}
- Bengali Word ঘাঘরি English definition ⇒ ঘাগরা
- Bengali Word ঘাট ১ English definition [ঘাট্] (বিশেষ্য) ১ জলাশয়াদিতে অবতরণের জায়গা। ২ নৌকা বা জাহাজ ভিড়বার স্থান (জাহাজঘাট)। ৩ বাদ্যযন্ত্রের সুরের পর্দা; reed। ৪ প্রবেশপথ; ঘাঁটি। ৫ পর্বত (পশ্চিম ঘাট)। ঘাট কামানো (ক্রিয়া) হিন্দু সমাজে পিতামাতা প্রভৃতি আত্মীয়ের মৃতাশৌচ শেষ হওয়ার পর নখ দাড়ি চুল প্রভৃতি কামানো। ঘাটমারা (ক্রিয়া) শুল্ক ফাঁকি দিয়ে গোপনে আমদানি রপ্তানি করা; smuggling। ঘাটে এসে নাও ডুবানো-কোনো বিষয়ে সাফল্যের প্রান্তে বা দ্বারদেশে এসে সমস্ত পণ্ড করা। ঘাটে ঘাটে ক্রিয়াবিশেষণ ১ প্রতিঘাটে বা ঘাঁটিতে ঘাঁটিতে। ২ সকল প্রান্তে; সর্বত্র (আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঘাটের কড়ি (বিশেষ্য) ১ পারের কাড়ি বা মাশুল; নদী পার হওয়ার ভাড়া; পারানি। ২ স্বর্গ বা বেহশত অর্থে পরপারে যাওয়ার পুণ্যরূপ কড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘট্ট>}
- Bengali Word ঘাট ২ English definition [ঘাট্] (বিশেষ্য) ১ অপরাধ; অন্যায়; দোষ; ত্রুটি (ঘাট হওয়া)। ২ কমতি; অল্পতা; ন্যূনতা। ঘাট মানা (ক্রিয়া) দোষ বা ত্রুটি স্বীকার করা। ঘাট মানানো (ক্রিয়া) দোষ বা ত্রুটি স্বীকার করতে বাধ্য করা। ঘাট হওয়া (ক্রিয়া) যথেষ্ট বা যথোপযুক্ত সাজা হওয়া (না বাছা তোমরা যাও আমার ঘাট হয়েছে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাট্,>( তুলনীয়) (হিন্দী) ঘাটি, (বাংলা) ঘাট}
- Bengali Word ঘাটতি English definition [ঘাট্তি] (বিশেষ্য) কমতি; অভাব; শূন্যতা (ঘাটতি বাড়তি)। ঘাটতি বাজেট (বিশেষ্য) যে বাজেটে আয়-ব্যয়ের হিসাবে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি; deficit budget। ঘাটন (বিশেষ্য) কম পড়া। {ঘাট+তি, (তুলনীয়) (হিন্দী) ঘাট্তি}
- Bengali Word ঘাটলা English definition [ঘাট্লা] (বিশেষ্য) ১ বাঁধানো ঘাঁট; সিঁড়ি (পুরান তালাবের ভাঙ্গা ঘাটলার উপর আসন পেতে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ ঘাট; ঘাটের মতো; ছোট ঘাট। {ঘাট১+লা}
- Bengali Word ঘাটা English definition [ঘাটা] (বিশেষ্য) ১ ঘাট; নৌকাদি ভিড়বার জায়গা (নৌকা ঘাটা)। ২ পথ; রাস্তা। {(বাংলা) ঘাট+আ}
- Bengali Word ঘাটাল English definition [ঘাটাল্] (বিশেষণ) বন্ধুর; এবড়ো-থেবড়ো; অসমতল। {(বাংলা) ঘাট+আল}
- Bengali Word ঘাটি ১ English definition ⇒ ঘাঁটি
- Bengali Word ঘাটি ২ English definition [গাটি] অভাব বা কমতি; ন্যূনতা; অল্পতা (সংসারের নাথ হইয়া পদে পদে ঘাটি-বিজয় গুপ্ত)। ঘাটি মানা (ক্রিয়া ) ঘাট মানা; হীনতা বা নতি স্বীকার করা; ত্রুটি বা অপরাধ স্বীকার করা (ঘাটি মান তার ঠাঁই-কৃত্তিবাস ওঝা)। {ঘাট+ই}
- Bengali Word ঘাটি ৩ English definition ⇒ ঘাট২