• Bengali Word ঘাঁটি , ঘাটি English definition [ঘাঁটি, ঘটি] (বিশেষ্য) ১ ফাঁড়ি; চৌকি; থানা; প্রহরীর থাকার স্থান। ২ পথ-সন্ধি বা প্রবেশ পথ। ৩ সৈনিকদের আড্ডা বা আস্তানা (ইস্তাম্বুলের তীরে তীরে বিদেশী শত্রুর ঘাটি বসিয়াছে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ঘাঁটিয়াল, ঘাটিয়াল (বিশেষ্য) ঘাঁটিরক্ষক বা ঘাঁটির প্রধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>}