• Bengali Word wrap English definition [র‌্যাপ্‌] (verb transitive), (verb intransitive) (wrapped or wrapt, wrapping, wraps) ১ wrap (up) (in something) কোনোকিছু ঢেকে ফেলা বা গুটিয়ে ফেলা: Wrap your throat with a scarf. wrap this packet up in a decent manner. Wrap oneself in a blanket. The book was wrapped in a beautiful sheet of paper. It’s chilling cold outside, you must wrap yourself up properly, বাইরে ভীষণ ঠাণ্ডা; অতএব ওভারকোট বা চাদর দিয়ে সারাশরীর মুড়ে নেওয়া উচিত; His speech was so wrapped up in cross references and ambiguities, নানা জটিল বিষয়ের উল্লেখ ও বহু অর্থসূচক শব্দে আবরিত বক্তৃতা।
    wrap this packet up in a decent manner. Wrap oneself in a blanket. The book was wrapped in a beautiful sheet of paper. It’s chilling cold outside, you must wrap yourself up properly, বাইরে ভীষণ ঠাণ্ডা; অতএব ওভারকোট বা চাদর দিয়ে সারাশরীর মুড়ে নেওয়া উচিত; His speech was so wrapped up in cross references and ambiguities, নানা জটিল বিষয়ের উল্লেখ ও বহু অর্থসূচক শব্দে আবরিত বক্তৃতা। wrap something up (অপশব্দ) কোনোকিছু চুকিয়ে ফেলা:I have wrapped up the relationship. The discussion of a joint venture was ultimately wrapped up. (২) wrap something round something কোনো বস্তুকে অন্যকিছু দিয়ে জড়ানো বা মোড়া: Wrap the glassware round and round. Wrap this post with coloured paper. (৩) be wrapped up in (ক) কোনোকিছু অবারিত; বিজড়িত বা অন্তর্ভুক্ত হওয়া; (লাক্ষণিক) সংগোপনে রক্ষিত হওয়া: Their relationship is still wrapped up in mystery. (খ) অত্যন্ত গভীরভাবে নিবিষ্ট: He is wrapped up in his experiment. (গ) গভীরভাবে অনুরাগী বা মনোযোগী: She is wrap up in her gardening, উদ্যানকর্মে অবিরত ও অক্লান্তভাবে মনোযোগী ও ব্যস্ত। □ (noun) ব্যক্তি বা বস্তুর রক্ষাকারী বহিরাবরণ ( যেমন চাদর, শাল, আলোয়ান; কম্বল প্রভৃতি); (ব্যবসায়িক সূত্রে প্রযুক্ত) বাইরের মোড়ক। keep something under wraps বিষয়টি গোপন রাখা। take off the wraps প্রদর্শনীর জন্য সাধারণ্যে স্থাপন করা (কোনো নতুন মেশিন, শিল্পদ্রব্য প্রভৃতি)। wrapper (noun) (১) বই কাগজপত্র সাময়িকী ইত্যাদি কোথাও পৌঁছাতে বিতরণ বা ডাকে পাঠাতে ব্যবহৃত খাম বা মোড়ক। (২) যা কিছু দিয়ে অন্য দ্রব্য মোড়া বা জড়ানো হয়। (৩) স্ত্রীলোকের ঢিলা বহির্বাসবিশেষ। (৪) শাল; আলোয়ান; চাদর। wrapping (noun) (১) [countable noun] প্যাকিং করা বা মোড়ার জন্য ব্যবহৃত বস্তু; the wrappings of a China vase. (২) [uncountable noun] প্যাকিংয়ের জন্য ব্যবহার্য পদার্থ: We enough pings so that everythings inside remains intact. wrapping paper (noun) দ্রব্যসামগ্রী মোড়ার জন্য মোটা/শোভন আকারের কাগজ (সাধারণত বড় প্যাকেট শক্তভাবে মুড়তে অথবা উপহার সামগ্রী সুশোভন ভাবে ঢাকতে ব্যবহৃত হয়)।