• Bengali Word woo English definition [উঊ] (verb transitive) (past tense, past participle wooed) ১ (প্রাচীন প্রয়োগ) (কোনো মহিলার) পাণিপ্রার্থনা করা; প্রণয় ভিক্ষা করা।
    (২) (খ্যাতি, বিত্ত, সাফল্য, নিদ্রা) লাভের চেষ্টা করা। (৩) (ভোটার, ক্রেতা বা ব্যবসায়ীদের) সমর্থন পেতে চেষ্টা করা। wooer (noun) যে ব্যক্তি উল্লিখিত বম্ভসমূহ লাভের চেষ্টা করে।