• Bengali Word vestry English definition [ভেস্‌ট্রি] (noun) (plural vestries) ১ গির্জার অংশবিশেষ, যেখানে আনুষ্ঠানিক পোশাকপরিচ্ছেদ রক্ষিত হয় এবং যেখানে পুরোহিত ও ঐকতান গায়করা পোশাক পরিধান করে; প্রাবরণ-প্রকোষ্ঠ।
    (২) ভিন্ন মতাবলম্বী (non-conformist) গির্জায় রবিবারের স্কুল, প্রার্থনাসভা, কার্যনির্বাহী সভা প্রভৃতির জন্য কক্ষবিশেষ। (৩) (ইংল্যান্ডীয় গির্জা) কোনো গির্জার আওতাভুক্ত এলাকার সমস্যাদি আলোচনা করার জন্য সমবেত উক্ত এলাকার স্থানীয় করদাতাগণ কিংবা তাদের প্রতিনিধিবর্গ; উক্ত করদাতা বা তাদের প্রতিনিধিদের পরিষদ। vestryman [ভেস্‌ট্রিমান্‌] (noun) (plural men) করদাতা পরিষদের সদস্য।