• Bengali Word type 1 English definition [টাইপ্‌] (noun) ১ [countable noun] কোনো শ্রেণি বা বর্গের দৃষ্টান্তরূপে বিবেচিত ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি, আদর্শ; নমুনা: He is a fine type of selfless service.
    (২) [countable noun] সাধারণ কতকগুলো বৈশিষ্ট্যের অধিকারী বলে বিবেচিত শ্রেণি বা বর্গ; ধরন; কেতা; ছাঁদ, জাতিরূপ: men of this type. true to type নিজ জাতিরূপের প্রতিনিধিস্থানীয়। (৩) [uncountable noun, countable noun] ছাপার জন্য (সাধারণত) ধাতুর ব্লকে বিন্যস্ত অক্ষরপঙক্তি; একই আকৃতি প্রকৃতির ঐরূপ অক্ষরের সমষ্টি; মুদ্রাক্ষর: The material is now in type ছাপার জন্য মুদ্রাক্ষরে বিন্যস্ত করা হয়েছে। (৪) (যৌগশব্দ) type face (noun) মুদ্রাক্ষরের ছাঁদ/গড়ন। দ্রষ্টব্য face 1 (৩). typescript (noun) (মুদ্রণ ইত্যাদির জন্য) টাইপ করা প্রতিলিপি। type-setter (noun) যে ব্যক্তি বা যন্ত্র ছাপার অক্ষর বিন্যস্ত করে; অক্ষরবিন্যাসক। typewriter (noun) মুদ্রণের ক্ষুদ্র যন্ত্রবিশেষ; মুদ্রাক্ষরযন্ত্র। typewritten (adjective) মুদ্রাক্ষরযন্ত্রে লিখিত।