• Bengali Word trouble English definition [ট্রাব্‌ল্] (verb transitive), (verb intransitive) ১ অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।
    (২) trouble somebody to do something; - trouble somebody for something কিছু করার কষ্ট স্বীকার করানো; কিছু করতে বলে কষ্ট দেওয়া। (ক) (may/might সহ, শিষ্টাচারসম্মত অনুরোধ): May I trouble you to pass the glass? (খ) (I’ll, I must, বিদ্রূপপূর্ণ বা শ্লেষাত্মক অনুরোধ): I’ll trouble you to show a consideration for her feelings. (৩) (বিশেষত negative(ly) ও interrogative- এ) কষ্ট স্বীকার করা; ব্যস্ত/উদ্বিগ্ন হওয়া: Don’t trouble to see me off. (৪) বিপন্ন/উত্তেজিত উৎকণ্ঠিত/উদভ্রান্ত করা (বিশেষত past participle) a troubled expression. fish in troubled waters ঘোলা জলে মৎস্য শিকার করা। □(noun) (১) [countable noun, uncountable noun] উদ্বেগ; উৎকণ্ঠা; অস্বস্তি; বিপদ; বিপাক; অসুবিধা; দুর্ভাবনা; অশান্তি; দুর্ভোগ; দুশ্চিন্তা। in trouble বিপন্ন; দুশ্চিন্তাগ্রস্ত। ask/look for trouble দুর্ভোগ/ঝামেলা/বিপদ/ অশান্তি ডেকে আনা। get into trouble ফাঁপরে/বিপাকে/বিপদে/ঝামেলায় পড়া। get somebody into trouble (ক) বিপদে ফেলা। (খ) (অপশব্দ) (অবিবাহিত মেয়েকে) গর্ভবতী করা; ফাঁসানো। (২) [countable noun] (কেবল singular) যে ব্যক্তি বা বস্তু ঝামেলা সৃষ্টি করে; ঝামেলা; আপদ; He finds it a great trouble to look after the boy. (৩) [uncountable noun] ক্লেশ; অসুবিধা; ঝামেলা; অতিরিক্ত চাপ; কষ্ট: I don’t want to give you much trouble. (৪) [countable noun, uncountable noun] রাজনৈতিক ও সামাজিক অশান্তি; অস্থিরতা; অসন্তোষ; গোলযোগ: labour troubles. (৫) [countable noun, uncountable noun] অসুখ; রোগ: liver trouble; mental trouble. (৬) (যৌগশব্দ) trouble-maker (noun) (শিল্পকারখানা ইত্যাদিতে) গোলাযোগ সৃষ্টিকারী। trouble-shooter (noun) (কারখানা ইত্যাদিতে) দুইপক্ষের মধ্যে বিবাদের আপসমীমাংসা ও মিটমাটে কিংবা (বিশেষত যন্ত্রাদির) ত্রুটিবিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধনে নিয়োজিত ব্যক্তি। troublesome [ট্রাব্‌লসাম্] (adjective) পীড়াদায়ক; ক্লেশজনক; বিরক্তিজনক; জ্বালাতনকর: a troublesome child/headache. troublespot (noun) যে স্থানে প্রায়ই অশান্তি/হাঙ্গামা/গোলযোগ সৃষ্টি হয়; অশান্ত স্থান। troublous [ট্রাব্‌লাস্] (adjective) (সাহিত্যিক) অশান্ত; অস্থির; অস্থিরতাপূর্ণ; গোলযোগপূর্ণ: trouble times.