• Bengali Word tower English definition [টাউআ(র্‌)] (noun) ১ উঁচু বিচ্ছিন্ন দালান অথবা অনেকগুলো উঁচু দালানের একটি।
    (২) (লাক্ষণিক) a tower of strength বিপদ আপদে, নির্ভয়ে নির্ভর করা যায় এমন ব্যক্তি। (৩) water tower জলাধার স্তম্ভ। tower-block (noun) উঁচু অফিসের সমষ্টি। □(verb intransitive) চার পাশের দালানকোঠাকে ছাড়িয়ে অত্যন্ত উঁচু হয়ে ওঠা। tower above somebody (লাক্ষণিক) গুণ ও কৃতিত্বে অন্যদের অনেক বেশি ছাড়িয়ে যাওয়া। towering (adjective) প্রবল; সুউচ্চ: tower inferns.