• Bengali Word touch 2 English definition [টাচ্] (verb transitive), (verb intransitive) ১ কাছাকাছি আসা; লেগে থাকা; (হাত দিয়ে) ছোঁয়া।
    touch bottom (ক) তলদেশে পৌঁছা। (খ) (লাক্ষণিক) দুর্ভাগ্যের শেষবিন্দুতে পৌঁছা। touch wood দুর্ভাগ্যের স্পর্শ এড়াতে কাঠ স্পর্শ করা। (২) মৃদুভাবে স্পর্শ করা। (৩) (সাধারণত negative(ly)) তুলনীয় হওয়া; সমান হওয়া: Some can touch him as a writer. (৪) (সাধারণত negative(ly)) খাবার পানি স্পর্শ করা, অর্থাৎ খাওয়া: He has not touched even a drop of water. (৫) হৃদয় স্পর্শ করা; মন ছুঁয়ে যাওয়া: The song touched the audience. (৬) কাছে ঘেঁষা: His argument did not touch the point. (৭) সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া। (৮) (past participle touched) (কথ্য) সামান্য মাথা খারাপ হওয়া। (৯) মানসম্মানে আঘাত করা অথবা দুর্বল জায়গায় খোঁচা দেওয়া। দ্রষ্টব্য quick (noun) (১০) উত্তর দানের জন্য ছুঁতে পারা: He failed to touch the question. (১১) (adverbial particle এবং preps- এর সঙ্গে বিশেষ ব্যবহার): touch at (জাহাজ) তীরে জাহাজ লাগা: The ship touch at Chittagong. touch down (ক) (রাগবি) প্রতিপক্ষের গোললাইনের পিছনের মাটিতে বল ধরা। (খ) (বিমান) ভূমিস্পর্শ করা। touch-down (noun) বিমানের অবতরণ। touch somebody for something (অপশব্দ) (ভিক্ষার মাধ্যমে) টাকা চেয়ে নেওয়া। touch something off (কামান) দাগানো; (লাক্ষণিক) লাগিয়ে দেওয়া; কোনোকিছুর সূত্রপাত করে দেওয়া: His violent speech touched off the movement. touch on/upon something (কোনো বিষয়ে) সংক্ষেপে আলোকপাত করা। touch something up কোনো লেখা অথবা চিত্রের মানোন্নয়নের উদ্দেশ্য শেষবার কলম চালানো/তুলির পোঁচ দেওয়া।