• Bengali Word to 1 English definition [ব্যঞ্জন ধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে: টু বা টূ; জোরালো রূপ বা অন্তে: টূ] (preposition(al)) ১ দিকে, প্রতি, অভিমুখে (উল্লেখ্য যে বাংলায় অনেকক্ষেত্রে বিভক্তির সাহায্যে এই অর্থ প্রকাশ পায়): go to the museum: turn to the right.
      (২) (লাক্ষণিক প্রয়োগ) (কোনো অবস্থা, গুণ ইত্যাদির) অভিমুখে, দিকে: tendency to laziness, আলস্যপ্রবণতা; tear a shirt to pieces, ছিঁড়ে টুকরা টুকরা করা; bring/move/reduce somebody to tears, কাউকে কাঁদানো। (৩) (গৌণকর্মের সূচক হিসেবে) To whom do you want to offer it? (৪) অতো দূর পর্যন্ত: from first to last: count (up) to fifty; wet to the skin. (৫) পূর্বে; আগে: ten to five; a quarter to nine. দ্রষ্টব্য past. (৬) পর্যন্ত; অবধি: from Monday to Saturday; to the end of the show. (৭) (তুলনা, অনুপাত ও সম্বন্ধ-নির্দেশক): prefer walking to running; They won by three goals to nil. (৮) স্পর্শ করে: march shoulder to shoulder, কাঁধে কাঁধ লাগিয়ে। (৯) জন্য: the key to the door; the words to a tune. (১০) নিয়ে; -এ, -তে: 100 p to the pound. (১১) সম্মানে: drink (a health) to somebody. দ্রষ্টব্য health(৪). (১২) (দুটি পরিমাণের মধ্যে তুলনায়; হার উল্লেখে) প্রতি: fuel consumption of 3 5 miles to the gallon. দ্রষ্টব্য per; rate 1 (১). (১৩) উৎপাদনপূর্বক: To her surprise/delight etc he got through the examination, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সে অবাক/আনন্দিত হয়েছে। (১৪) (seem, appear, feel, look, smell, sound প্রভৃতি সংবোধমূলক ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত) কাছে: It feels/sounds etc to me like glass/running water etc.
    • Bengali Word to 2 English definition [ব্যঞ্জনধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে এবং জোরালো রপ: টূ] particle infi- এর চিহ্ন যা y- এর অব্যবহিত আগে বসে।
      (১) (বহু verb(s)- এর পরে বলে, তার can, do, may, must, shall, will- এর পরে ব্যবহৃত হয় না): She wants to sing. (২) (উদ্দেশ্য, ফল ও পরিণাম বোঝাতে ক্রিয়াবিশেষণের কাজ করে): He left school to be sailor, নাবিক হওয়ার উদ্দেশ্যে। (৩) (adjective(s) ও adverb(s)-এর অর্থকে সীমিত করে); She is too young to have a baby. Are you ready to come? (৪) (পরবর্তী কোনো তথ্যের প্রতি নির্দেশ করে): He came out of the building to be run over by a truck. (৫) (adjective- এর মতো কাজ করে): He’s not a man to surrender. (৬) (noun হিসেবে infinitive- এর সঙ্গে ব্যবহৃত হয়): To, obey the laws is everyone’s duty. (৭) (infinitive- এর প্রতিকল্পন বা বিকল্প হিসেবে): I did not want to attend the function, but I had to.
    • Bengali Word to 3 English definition [টূ (কোনো দুর্বল রূপ নেই)] ১ স্বাভাবিক বা আবশ্যিক অবস্থানে, বিশেষত বদ্ধ বা প্রায়বদ্ধ অবস্থানে: Leave the door to, প্রায়বদ্ধ; ভেজানো।
      (২) to and fro, দ্রষ্টব্য fro. (৩) bring to; come to; fall to, দ্রষ্টব্য bring (৬); দ্রষ্টব্য come (১৫); দ্রষ্টব্য fall 2 (১৪).
    • Bengali Word toad English definition [টোড্] (noun) অমসৃণ ত্বকবিশিষ্ট ব্যাঙজাতীয় প্রাণী, যারা প্রজননঋতু ছাড়া ডাঙায়ই বাস করে।
      toad-in-the-hole (noun) ময়দা, ডিম, দুধ ইত্যাদির মিশ্রণের মধ্যে ভাজা সসেজবিশেষ। toad stool (noun) ব্যাঙের ছাতা।
    • Bengali Word toady English definition [টোডি] (noun) হীন মোসাহেব; চাটুকার।
      □(verb intransitive) toady to somebody সুবিধা পেতে মোসাহেবি বা চাটুকারিতা।