• Bengali Word sublet English definition [সাব্‌লেট্] (verb transitive), (verb intransitive) (sublet, subletting, sublets) ১ নিজের ভাড়া করা বাড়ি, ঘর ইত্যাদি অন্য ব্যক্তিকে ভাড়া দেওয়া; কোর্ফা ভাড়া দেওয়া।
    (২) চুক্তিমাফিক কাজের (যেমন কারখানা নির্মাণের) অংশবিশেষ অন্য কাউকে দেওয়া; আংশিক/কোর্ফা ঠিকা দেওয়া।