• Bengali Word smell 2 English definition [স্মেল্] (verb transitive), (verb intransitive) গন্ধ পাওয়া: I can smell burning tar.
    smell a rat, দ্রষ্টব্য rat. (২) শুঁকে দেখা; গন্ধ নেওয়া: Smell the butter and tell me if it is rancid. smell round/about গন্ধ শুঁকে বেড়ানো; খবর সংগ্রহের জন্য এখানে সেখানে ঘোরাঘুরি করা (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক)। smell something out গন্ধ শুঁকে অথবা (লাক্ষণিক) অন্তর্দৃষ্টি দ্বারা আবিষ্কার করা বা খুঁজে বের করা। (৩) ঘ্রাণশক্তি থাকা: Can fishes smell? মাছের ঘ্রাণশক্তি আছে? Smell (of something) (adjective বা adverb দ্বারা নির্দেশিত) গন্ধ দান করা বা গন্ধ ছড়ানো: The rose smells sweet. His breath smelt of alcohol. (লক্ষণীয় যে, কোন adjective না- থাকলে সাধারণত অপ্রীতিকর গন্ধ বোঝাবে: Fish soon smells in summer, গরমের দিনে মাছে তাড়াতাড়ি গন্ধ হয়, অর্থাৎ, তাড়াতাড়ি পচে ওঠে। smell of the lamp (রচনাদি) সলতে পুড়িয়ে, অর্থাৎ, রাত জেগে, রচিত হওয়ার ইঙ্গিত বহন করা। smelling-salts (noun) (plural) মূর্ছা ইত্যাদি নিবারণে শোঁকার জন্য তীব্র গন্ধযুদ্ধ পদার্থ। smelling-bottle (noun) এ রকম পদার্থপূর্ণ বোতল। smelly (adjective) (কথ্য) কটুগন্ধযুক্ত।