• Bengali Word slide 2 English definition [স্লাইড্‌] (verb intransitive), (verb transitive) (past tense, past participle slid) ১ কোনো মসৃণ পৃষ্ঠদেশের উপর দিয়ে (বা পৃষ্ঠদেশ যেয়ে) পিছলে যাওয়া বা অবাধে চলা: slide on the ice.
    The paper slid off her knee. slide over something (কোনো স্পর্শকাতর বিষয়) দ্রুত পেরিয়ে যাওয়া; কোনো মতে ছুঁয়ে যাওয়া। let thing slide মাথা না ঘামানো; অবহেলা করা। (২) slide into (কোনো অবস্থা, পরিণাম ইত্যাদিতে) (ক্রমেক্রমে) প্রায় অজান্তে গড়িয়ে যাওয়া বা পতিত হওয়া: slide into alcoholism. (৩) সটকে পড়া, যাতে কেউ দেখতে না-পায় এমন চট করে কোনোকিছু করা: The thief slid into a side alley. She slid a note into my hand. slide-rule (noun) লগারিদম স্কেলসংবলিত দুটি রুলার দিয়ে তৈরি দ্রুত হিসেবের যন্ত্র বা কৌশলবিশেষ। sliding door (noun) (কবজার উপর ঘোরে না এমন) যে দরজা টেনে বা ঠেলা দিয়ে শোনা যায়; স্লাইডিং দরজা। sliding scale (noun) যে স্কেলের সাহায্যে কোনোকিছুতে, যেমন জীবনযাত্রার ব্যয়ে পরিবর্তন সাপেক্ষে কোনোকিছুর, যেমন মজুরির হ্রাসবৃদ্ধি বা মান নির্ণয় করা যায়; সহচারী মান। sliding seat (noun) বাজির ঘোড়ার পিঠে, বিশেষত বাইচের নৌকায় দাঁড়ির জন্য, সংযোজিত আসন- বাইচের ক্ষেত্রে এ আসন দাঁড়ের টান প্রলম্বিত করতে সাহায্য করে।