• Bengali Word sink 1 English definition [সিঙ্‌ক্‌] (noun) [countable noun] ১ সাধারণত বাসনপত্র, শাকসবজি ইত্যাদি ধোওয়ার জন্য রান্নাঘরে; পানির ট্যাপের নিচে স্থায়ীভাবে বসানো নোংরা পানি নিষ্কাশনের ব্যবস্থাসংবলিত বেসিন বা পাত্র; সিংক: She was at the kitchen sink washing dishes.
      (২) ময়লা পানি ধারণ করার কুয়া, খানা বা ভূগর্ভস্থ মলকুণ্ড। (৩) (লাক্ষণিক) অশুভ তৎপরতার স্থান; শয়তানের আড্ডাখানা: You’d better avoid passing by that sink of iniquity.
    • Bengali Word sink 2 English definition [সিঙ্‌ক্‌] (verb intransitive), (verb transitive) ১ অস্ত যাওয়া; ডুবে যাওয়া; The sun was sinking in the west.
      The boat sank. sink or swim (খুব বড় ধরনের ঝুঁকি নেওয়ার বেলায় ব্যবহৃত হয়) হয় বাঁচা না হয় মরা। (২) ঢালু হয়ে নেমে যাওয়া বা বসে যাওয়া; ঢলে পড়া, দুর্বলতর হওয়া; (লাক্ষণিক) দমে যাওয়া: My heart sank at the thought of the distance I had yet to trudge. The foundations of the building have sunk considerably. The ground gradually sank to the sea. She sank to the ground. (৩) খুঁড়ে তৈরি করা: sink a well; খুঁড়ে তৈরি করা গর্তে বসানো: sink a post in the ground. (৪) sink in; sink into something ভিতরে প্রবেশ করা; (লাক্ষণিক) মর্মস্থলে প্রবেশ করা: The warning sank into his mind, মনে গেঁথে গেছে; মনে বসে গেছে; The lesson hasn’t sunk in, মাথায় ঢোকেনি; The rain sank into the dry ground. (৫) sink in; sink into/to something (শারীরিক বা নৈতিক) অবনতি ঘটা বা অবনতিপ্রাপ্ত হওয়া; বিষয় বা নিমজ্জিত হওয়া: sink into a deep sleep; sink into vice. He looked sunk in deep thought. Her cheeks had sunk in, গাল বসে গেছে; The old man is sinking fast, শীঘ্রই মারা যাবে। (৬) ডুবিয়ে দেওয়া বা ডুবতে দেওয়া; নামানো; নিচু করা; (লাক্ষণিক) নিরসন করা; দূর করা; ভুলে যাওয়া: They (agreed to sink) their differences and work together, মতপার্থক্য দূর করে একসঙ্গে কাজ করতে রাজি হলো; She sank her voice to a whisper, গলা নামিয়ে ফিসফিস করে বলতে লাগলো; The marine corps sank an enemy ship. (৭) sink (in) এমনভাবে বা এমন কিছুতে (অর্থ) বিনিয়োগ করা যাতে সহজে (তা) তোলা যায় না বা প্রত্যাহার করা যায় না: He has sunk an entire fortune in a new weekly. sinkable [সিঙ্‌ক্‌আব্ল্] (adjective) যা ডোবানো যায়।
    • Bengali Word sinker English definition [সিঙ্‌কা(র্‌)] (noun) [countable noun] মাছ ধরার জাল বা সুতা পানির নিচে রাখার জন্য জুড়ে দেওয়া পাথর বা সিসার ভার।
      hook, line and sinker, দ্রষ্টব্য hook 1 (১).
    • Bengali Word sinkhole English definition [সিঙক্‌হোউল] (noun) [countable noun] (অপিচ 'sink-hole' বা 'sink hole') মাটির নিচের অংশের শিলা অনেক সময় বিভিন্ন কারণে ক্ষয় হয়ে যায়।
      এই ক্ষয় ধীরে ধীরে এক সময় বড় হয়ে ভূগর্ভে গর্তের সৃষ্টি করে। এতে ঘরবাড়ি বা গাড়ি দেবে যেতে পারে। এই গর্তই সিল্কহোল: Giant sinkhole opens up at busy Chittagong intersection.
    • Bengali Word sinking English definition [সিঙ্‌কিঙ্] (noun) (gerund) (বিশেষত) a sinking feeling পাকস্থলীতে ভয় বা ক্ষুধার ফলে সৃষ্ট অনুভূতি।
      sinking-fund (noun) পর্যায়ক্রমে ঋণ পরিশোধের জন্য সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক আয়ের অংশ থেকে গচ্ছিত অর্থ বা তহবিল।