• Bengali Word scratch 1 English definition [স্ক্র্যাচ্] (verb transitive), (verb intransitive) ১ আঁচড় দেওয়া/কাটা; আঁচড়ানো।
      scratch the surface (লাক্ষণিক) ভাসা-ভাসা/উপর-উপর আলোচনা করা; গায়ে আঁচড় কাটা: scratch the surface of a subject. (২) (গায়ে) আঁচড় খাওয়া: How did you scratch your hands? (৩) scratch something out (নাম, শব্দ ইত্যাদি) কেটে বাদ দেওয়া; কেটে ফেলা। (৪) (ঘোড়া, প্রার্থী বা নিজেকে) প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা; দৌড় বা প্রতিযোগিতার তালিকা থেকে (ঘোড়া/প্রার্থীর নাম) বাদ দেওয়া; সরে দাঁড়ানো; নাম তুলে নেওয়া: He scratched at the last moment. (৫) কণ্ডূয়ন করা; চুলকানো। scratch one’s head (বিব্রত হয়ে) মাথা চুলকানো। If you’ll scratch my back, I’ll scratch yours (লাক্ষণিক) তুমি আমার পিঠ চুলকাও (স্তাবকতা, সাহায্য ইত্যাদি কর), আমিও করব। (৬) scratch something (out) (আঁচড়িয়ে) খোঁড়া: scratch (out) a hole. (৭) তাড়াহুড়া করে/হিজিবিজি করে লেখা: scratch a few lines to a friend. scratch-pad (noun) টোকা নেওয়ার জন্য সস্তা কাগজের বাঁধাই করা তাড়া; টোকাফর্দ। (৮) ঘ্যাঁষঘ্যাঁষ (শব্দ) করা। (৯) scratch about (for something); scratch something up কিছুর সন্ধানে নখ দিয়ে খোঁড়া; খোঁড়াখুঁড়ি করা: The fox scratch up a corpse. (১০) কায়ক্লেশে/টেনেটুনে জোগাড় করা: scratch up/together a few pounds.
    • Bengali Word scratch 2 English definition [স্ক্র্যাচ্] (noun) ১ [countable noun] আঁচড়; নখাঘাত; করিকা; আঁচড়ের দাগ; ছড়; আঁচড়ানির শব্দ; খচড়খচড়: escape without a scratch, অক্ষত শরীরে।
      a scratch of pen খসখস করে লেখা সামান্য কথা; কলমের আঁচড়; দস্তখত। (২) (কেবল singular) কণ্ডূয়ন; চুলকানো। (৩) (কেবল singular; article ছাড়া) দৌড়ের প্রারম্ভ-রেখা। start from scratch প্রারম্ভ-লেখা থেকে শুরু করা; (লাক্ষণিক) কোনোরূপ সহায়-সম্বল ছাড়া শুরু করা; (লাক্ষণিক) প্রস্তুতি ছাড়া/শূন্য থেকে শুরু করা। be/come/bring somebody up to scratch (লাক্ষণিক) প্রত্যাশিত কিছু করার জন্য প্রস্তুত হওয়া/করা; তৈরি হওয়া/করে দেওয়া। (৪) (attributive(ly))(ক্রীড়া) কোনো প্রতিবন্ধক আরোপ করা হয় না এমন; অপ্রতিবন্ধ: scratch players. দ্রষ্টব্য handicap. scratch-race (noun) যে দৌড়ে সব প্রতিযোগী সমশর্তে প্রারম্ভ রেখা থেকে যাত্রা শুরু করে; অপ্রতিবদ্ধ দৌড়। (৫) (attributive(ly)) দৈবক্রমে একত্র; হাতের কাছে যা কিছু পাওয়া যায় তার সাহায্যে বানানো; প্রস্তুত; গঠিত; জোড়াতাড়া লাগা; জোড়াতাড়া দেওয়া: a scratch crew/team; a scratch dinner, যা কিছু ঘরে আছে, তাই দিয়ে বানানো। scratchy (adjective) (১) (লেখা বা আঁকা) অযত্নের সঙ্গে বা অদক্ষভাবে করা; আধাখেঁচড়া। (২) (কলম) ক্যাঁচক্যাঁচে; খড়খড়ে।