Bengali Word scout 1English definition [স্কাউট্] (noun) ১ শত্রুর গতিবিধি, শক্তি ইত্যাদি সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য প্রেরিত ব্যক্তি (গুপ্তচর নয়); জাহাজ বা দ্রুতগামী ছোট্ট উড়োজাহাজ; গুপ্তদূত।
(২) (Boy) Scout চরিত্রগঠন এবং স্বাবলম্বন, শৃঙ্খলা ও জনসেবার মনোবৃত্তি বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সংগঠনের (the Scout Association) সদস্য; স্কাউট।
তুলনীয় Girl Guide (America(n)= Girl Scout).
scoutmaster (noun) বয়স্কাউট দলের নেতৃত্বদানকারী কর্মকর্তাবিশেষ।
(৩) রাস্তায় টহলদার পুলিশ, যারা অটোমোবাইল সমিতি বা রাজকীয় অটোমোবাইল ক্লাবের সদস্য গাড়িচালকদের সাহায্য করে।
(৪) ( খেলাধুলা অভিনয়) প্রতিভাবান খেলোয়াড়, শিল্পী প্রভৃতির অনুসন্ধান ও সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তি: a talent scout, প্রতিভাসন্ধানী।
(৫) (অক্সফোর্ডে) কলেজের ভৃত্য।
□ (verb intransitive) scout about/around (for somebody/something) শত্রুপক্ষের তথ্য বা প্রতিভাসন্ধানে ঘুরে বেড়ানো: scout about/around for...
,কিছু খুঁজে বেড়ানো।
Bengali Word scout 2English definition [স্কাউট্] (verb transitive) বাজে বা হাস্যকর বলে (চিন্তা, প্রস্তাব) নাকচ করে দেওয়া; উড়িয়ে দেওয়া।