• Bengali Word rule English definition [রূল্] (noun) ১ [countable noun] নিয়ম; বিধি: The rules of the game.
    rule(s) of the road, দ্রষ্টব্য road (১). by/ according to rule নিয়ম/বিধি অনুযায়ী। work to (ইচ্ছাকৃতভাবে) বিধিবিধানের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়ে উৎপাদন হ্রাস করা। rulebook (শ্রমিকদের মধ্যে বিতরিত) বিধিপুস্তক। rule of thumb, দ্রষ্টব্য thumb. (২) [countable noun] (সাধারণ) নিয়ম; অভ্যাস: Make it a rule to get up early. as a rule সাধারণত; সচরাচর। (৩) শাসন; কর্তৃত্ব: rule of law. (৪) [countable noun] মাপকাঠি: a foot-rule; a slide-rule. □ (verb intransitive), (verb transitive) (১) rule (over) শাসন/আধিপত্য করা। (২) (সাধারণত passive) প্রভাবিত বা পরিচালিত করা বা হওয়া: be ruled by one’s passions. (৩) সিদ্ধান্ত দেওয়া; রায় দেওয়া। rule something out বাদ দেওয়া; বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা: We cannot rule out the possibility of another attack. (৪) (রুলার দিয়ে) লাইন টানা: ruled note paper. rule something off লাইন টেনে পৃথক করা। (৫) (বাণিজ্য, মূল্য) একটি বিশেষ সামগ্রিক স্তরে থাকা। Prices ruled high, দ্রব্যমূল্যের স্তর সাধারণত উঁচু।