• Bengali Word return 1 English definition [রিটান্] (noun) ১ [countable noun, uncountable noun] প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানো।
    by return ফেরত ডাকে: You will have to reply by return. in return (for) বিনিময়ে। Many happy returns (of the day) কারো জন্মদিনের শুভকামনা হিসেবে ব্যবহৃত। on sale or return (মালপত্রসংক্রান্ত) অবিক্রীত যান ফেরতযোগ্য এ বিবেচনায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহকৃত। a/the point of no return (দীর্ঘ পাড়ি অথবা উড্ডয়নের ক্ষেত্রে) জ্বালানির অভাবে যাত্রাস্থলে ফিরে না-এসে চালিয়ে যাওয়া; (লাক্ষণিক) আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই এমন পর্যায়ে পৌঁছানো। (২) (attributive(ly)) ফিরে যাওয়া অথবা ফিরে আসার ক্ষেত্রে প্রযোজ্য: the return voyage. return fare যাওয়া-আসা উভয়ের ভাড়া। return half ফিরে আসার জন্য রক্ষিত রিটার্ন টিকিটের অর্ধেক। return match ফিরতি খেলা। return ticket রিটার্ন টিকিট; যাওয়া-আসার টিকিট (America(n)= two-way ticket) day-return যেদিন ভ্রমণ করা হবে শুধু সেদিনের জন্য পাওয়া যায় এমন রিটার্ন টিকিট: Two day-returns to London, please. (৩) (প্রায়ই plural) বিনিয়োগে লাভ। (৪) [countable noun] অফিস-রিপোর্ট: Income tax return.