• Bengali Word relief 2 English definition [রিলীফ্‌] (noun) দ্রষ্টব্য.
    bas-relief. (১) [Uncountable noun] সমতল পৃষ্ঠদেশে অভিক্ষিপ্তভাবে প্রতিমা ইত্যাদি খোদাই করা বা গড়ার পদ্ধতি; উদ্গত শিল্পকর্ম: a profile of Newton in relief. (২) [Countable noun] উক্তরূপে নির্মিত নকশা বা খোদাই; উদ্গত কার্য। (৩) [Uncountable noun] (অঙ্কন ইত্যাদিতে) ছায়াসম্পাত, রং ইত্যাদির ব্যবহারে উদ্গত কম বলে প্রতীয়মানতা। relief map যে মানচিত্রে উচ্চাবচতা দেখানোর জন্য শুধু অভিক্ষেপরেখা নয়, ছায়াসম্পাত ও অন্য উপায়ও ব্যবহৃত হয়; বন্ধুরতার/উদ্গত মানচিত্র। (৪) [Uncountable noun] (আক্ষরিক বা লাক্ষণিক) স্পষ্টতা; রূপরেখার সুস্পষ্টতা। be/stand out in relief against পটভূমিতে স্পষ্ট/প্রকটভাবে ফুটে ওঠা; তীব্র বৈপরীত্যে উদ্ভাসিত হওয়া: His actions stand out in sharp relief against his professions of loyalty.